কলেজে ভর্তির নতুন নিয়ম জানেন কি – কলেজে ভর্তির নয়া পদ্ধতি জেনে নিন
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে নাগাদ দেওয়া হবে? রেজাল্ট দেওয়ার পর কলেজে ভর্তির প্রক্রিয়া এই বছর কিভাবে হতে চলেছে? কলেজে ভর্তির জন্য তোমাদের কি কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হবে? নাকি আগের মতোই নাম্বার এর ভিত্তিতে কলেজে ভর্তি হবে? অনলাইনে ভর্তি হবে নাকি অফলাইন এ ভর্তি হবে? এই সমস্ত তথ্যই আজকে আমি তোমাদের জানাব। কাজেই প্রত্যেককেই বলবো আজকের এই তথ্যটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে।
শুরুতেই বলে দিই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে দেওয়া হবে সেই বিষয়ে সঠিক কোনো তথ্য কিন্তু এখনো কার্যকরী হয়নি। কিন্তু সূত্র মারফত এটাই জানা গেছে যে 3রা জুন মাধ্যমিকের রেজাল্ট দেওয়ার সপ্তাহখানেক এর মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিয়ে দেওয়া হতে পারে।
উচ্চমাধ্যমিকে ছাত্র-ছাত্রীদের আমি এটাই জানাতে চাই যে তোমরা এটাই ধরে নিতে পারো যে জুন মাসের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়া হতে পারে। যেদিন রেজাল্ট দেওয়া হবে সেই দিন থেকেই নয়তোবা তারপরের দিন থেকেই শুরু হয়ে যাবে কলেজে ভর্তির প্রক্রিয়া। এই বছর কলেজে ভর্তির প্রক্রিয়াতে কিন্তু বড়সড় বদল আসতে চলেছে। বলা ভালো যে আমূল বদল আসতে চলেছে এবারের কলেজে ভর্তির প্রক্রিয়াতে। তোমরা অনেকেই হয়তো জানতে চাও যে কি সেই বদল?
আসলে সম্পূর্ণ বদল এর রূপরেখা কি হবে, কি সেই আমূল পরিবর্তন এছাড়াও কলেজে ভর্তির জন্য কোন কোন পদ্ধতি থাকবে এই সমস্ত বিষয় নিয়েই 2 রা জুন অর্থাৎ আজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ মিটিং হওয়ার কথা আছে। এই বৈঠকেই কিন্তু কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে বিভিন্ন খুঁটিনাটি আলোচনা করা হবে।
কিন্তু এখনও পর্যন্ত তথ্যানুযায়ী এটাই জানা যায় যে এ বছরেও কিন্তু তোমাদের কলেজে ভর্তির জন্য কোনো রকমের এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে না। তাহলে কোন প্রক্রিয়াতে ভর্তি হবে? তোমাদের ভর্তি হবে সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায়।
বলা ভালো যে, কেন্দ্রীয় ক্ষেত্রে কলেজে ভর্তির যে প্রক্রিয়া সেই অনুযায়ী প্রক্রিয়া কিন্তু আমাদের রাজ্যেও চলবে। তোমাদের একটু সংক্ষেপে বলে দিই
আমাদের রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে যার আন্ডারে একাধিক কলেজ রয়েছে। সূত্র মারফত এটাই জানা যাচ্ছে যে প্রত্যেক ইউনিভার্সিটি ভর্তির জন্য তার আলাদা একটি পোর্টাল করবে। এতদিন কি হতো, যেই যেই কলেজে তোমার ভর্তি হওয়ার ইচ্ছে সেই সেই কলেজের পোর্টালে গিয়ে তোমাকে এডমিশন ফর্ম ফিলাপ করতে হতো কিন্তু এখন আর সেটা নয়।
তুমি যেই ইউনিভার্সিটির আন্ডারে থাকা কলেজে আবেদন করতে চাও সেই ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে আবেদন করলেই হবে। তোমাদের নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট বা মেধা তালিকা বের করা হবে। তারপরে তোমার মেরিট লিস্ট নম্বর অনুযায়ী দেখা হবে যে তুমি কোন কোন কলেজে চান্স পাচ্ছ।
এখানে অনেকের এই সংশয় থাকতে পারে যে, ধরো তুমি অন্য ইউনিভার্সিটির একটি কলেজে আবেদন করতে চাও এবং সেই ইউনিভার্সিটি ছাড়াও অন্য আরেকটি ইউনিভার্সিটির আন্ডারে থাকা কলেজেও আবেদন করতে চাও। তাহলে তুমি সেই দুটি ইউনিভার্সিটির পোর্টালে গিয়েই কিন্তু আবেদন জানাতে পারবে। এক্ষেত্রে কোন রকমের কোন সমস্যা হবে না।
বলে রাখি এই বিষয়টি কিন্তু এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, এখনও এই বিষয়টি কার্যকরী হয়নি।
এই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত আলোচনা কিন্তু সেই বৈঠকেই করা হবে বলে জানা গেছে। জুন মাসের 2 তারিখ বা তারপরে যে বৈঠক বসবে এই কলেজে ভর্তির আলোচনা নিয়ে সেই বৈঠকেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শুধু এইটুকু বলা যেতে পারে যে এবছর কিন্তু তোমাদের নম্বরের ভিত্তিতে ভর্তি হবে। কোনো রকমের এন্ট্রান্স এক্সাম তোমাদের দিতে হবে না।
আরেকটি তথ্য রয়েছে যেটি হল যারা পাস কোর্সে ভর্তি হতে চায় তারা ইউনিভার্সিটির পোর্টালে আবেদন জানালে তারা কিন্তু এমনিতেই ভর্তি হয়ে যেতে পারবে। কোনরকম মেরিট লিস্ট তাদের জন্য বেরোবে না। মেরিট লিস্ট সম্ভবত শুধুমাত্র অনার্স নিয়ে যারা ভর্তি হতে চায় তাদের জন্যই প্রযোজ্য হবে।
আমি এখনো বলে দিচ্ছি যে এই তথ্য কিন্তু এখনও চূড়ান্ত বলে ঘোষণা করা হয়নি অর্থাৎ এখনো কিন্তু প্রাথমিক পর্যায়েই রয়েছে। জুন মাসের প্রথম সপ্তাহে যে বৈঠক বসার কথা রয়েছে সেই বৈঠক থেকেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন পর্যন্ত তোমাদের অপেক্ষা করে থাকতে হবে।
জেনে নিন:- উচ্চমাধ্যমিকের পরে কোন কোন চাকরি রয়েছে – দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই জেনে নিন
(উচ্চমাধ্যমিকের সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য একটি সুখবর রয়েছে। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 60 শতাংশের ওপরে নাম্বার পাবে তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর ফর্ম ফিলাপ করতে পারবে। যদি এই স্বামী বিবেকানন্দ ফরম তোমরা ফিলাপ করো তাহলে কলেজে পড়ার যে তিন বছর সেই তিন বছর কিন্তু তোমরা 12 থেকে 18 হাজার টাকা করে পাবে।)
[su_note note_color=”#e2e2e0″ text_color=”#0e0e0d” radius=”0″]কলেজে ভর্তির যে তথ্য সেই সম্পর্কে বিস্তারিত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের সাইটের সাথে যুক্ত থাকুন।[/su_note]