রোজগার মেলা প্রকল্পের মাধ্যমে চাকরি পেতে পারেন আপনিও। ১০ লক্ষ বেকার যুবক যুবতীদের চাকরি দেবেন কেন্দ্র সরকার।
২২ অক্টোবর ২০২২ এ চালু হতে চলেছে কেন্দ্র সরকারের রোজগার মেলা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে গোটা দেশে ১০ লক্ষ বেকার যুবক যুবতী সরকারি চাকরি পেতে চলেছে । এই প্রকল্পের মাধ্যমে কোন কোন দপ্তরে কি কি চাকরি দেবে এই সব কিছুই বিস্তারিত ভাবে দেওয়া হল।
কটি পদে নিয়োগ করা হচ্ছে: এই প্রকল্পের মাধ্যমে নতুন চাকরিপ্রাপ্তরা মোট ৩৮ টি মন্ত্রণালয়ে বা বিভাগে যোগদান করতে পারবে।
কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে: এই প্রকল্পের মাধ্যমে চাকরি প্রাপ্তরা যে সমস্ত পদে নিয়োগ হতে পারবে সেই পথগুলি হলো গ্রুপ-এ, গ্রুপ-বি (গেজেটেড), গ্রুপ-বি (নন-গেজেটেড), গ্রুপ-সি, ইন্সপেক্টর কনস্টেবল, স্টেনো, পিএ, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, MTS প্রভৃতি।
চাকরি খবর: কলকাতা পুলিশে নতুন কর্মী নিয়োগ, HS পাশে আবেদন করুনn, Kolkata Police New Recruitment
শূন্যপদ: গ্রুপ-এ (গেজেটেড) – ২৩৫৪৮ টি।
গ্রুপ-বি (গেজেটেড) – ২৬২৮২ টি।
গ্রুপ-বি (নন-গেজেটেড) – ৯২৫২৫ টি।
গ্রুপ-সি (নন-গেজেটেড) – ৮.৩৬ লাখ শূন্যপদ রয়েছে।
শুধুমাত্র প্রতিরক্ষা মন্ত্রকেই ৩৯৩৬৬ টি গ্রুপ-বি (নন – গেজেটেড) এবং ২.১৪ লাখ গ্রুপ – সি পদ খালি রয়েছে।
রেলের ২.৯১ লক্ষ গ্রুপ- সি পদ রয়েছে এবং গৃহ মন্ত্রাণালয়ে ১.২১ লক্ষ গ্রুপ-সি (নন-গেজেটেড) পদ খালি রয়েছে।