গুরুত্বপূর্ন ২৫ টি বাংলা জিকে প্রশ্ন | Most Important Bangla GK Question | Bangla GK For KP, SSC, WBP, Railway

Bangla GK

নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের আবারো সকলকে স্বাগত জানাই। বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বাছাই করা গুরুত্বপূর্ণ ২৫ টি বাংলা জিকে প্রশ্ন নিয়ে। বন্ধুরা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ পঁচিশটি বাংলা জিকে প্রশ্ন আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন KP, Railway, SSC, WBP প্রভৃতি চাকরির পরীক্ষা তে সাহায্য করবে এবং আপনাদের সাধারন নলেজ কে বাড়িয়ে তুলতে অনেক সাহায্য করবে। তো বন্ধুরা চলুন আজকের আর্টিকেলটি শুরু করা যাক।

Most Important Bangla GK Question | Bangla GK | KP, SSC, WBP, Railway

1. ভারতের মোট কয়টি রাজ্য সমুদ্রসীমা স্পর্শ করে আছে?

A. ৪টি
B. 9টি
C. 10টি
D. 7টি

উ: 9টি।

2. কোন দেশে তাসের আবিষ্কার হয়েছিল?

A. শ্রীলঙ্কা
B. জাপান
C. রুশ
D. চীন

উ: চীন।

3. ভারতে মোট কয়টি রাজ্য আছে?

A. 27 রাজ্য
B. 28 রাজ্য
C. 29 রাজ্য
D. 30 রাজ্য

উ: 28 রাজ্য।

4. ভারতের সবচেয়ে প্রথমে কোন ব্যক্তির আধার কার্ড তৈরি হয়েছিল?

A. প্রিয়া দেশমুখ
B. রঞ্জনা সোনবার্ন
C. অনিতা কল্যাণী
D. মায়াবনী

উ: রঞ্জনা সোনবার্ন।

5. ভারতে মোট কয়টি জেলা আছে?

A. 605 জেলা
B. 650 জেলা
C. 700 জেলা
D. 726 জেলা

উ: 726 জেলা।

অন্যান্য→ IIFA Awards Bangla GK | Bangla GK | Film Awards 2022 | Current Affairs 2022

৭টি আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স 2022 (#1) | Current Affairs in Bangla 2022 | For WBP, WBCS, Railway Group D, Group C, WB Constable

6. মানুষের এক কানে কয়টি হাড় থাকে?

A. 3 টি
B. 7 টি
C. 9 টি
D. 12টি

উ: 3 টি।

7. বিশ্বে কতগুলো ভাষায় কথা বলা হয়?

A. 2000
B. 3000
C. 4000
D. 5000

উ: 5000

8. কোন দেশের সীমাকে 14 টি দেশ ঘিরে আছে?

A. আমেরিকা
B. চীন
C. রাশিয়া
D. ভারত

উ: চীন।

9. ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় পশু বাঘ?

A. পাকিস্তান
B. বাংলাদেশ
C. নেপাল
D. চীন

উ: বাংলাদেশ।

10. চিল্কা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

A. ওড়িশা
B. গুজরাট
C. অসম
D. বিহার

উ: ওড়িশা।

11. সর্বচেয়ে প্রথম নোট বন্দি কোন দেশে হয়েছিল?

A. শ্রীলঙ্কা
B. ঘানা দেশে
C. রাশিয়া
D. নেপাল

উ: ঘানা দেশে।

12. জীববিজ্ঞানের পিতা কাকে বলা হয়?

A. রবার্ট হুক
B. মেন্ডেল
C. অরস্তু
D. গ্যালিলিও

উ: অরস্তু।

13. ভারতে মোট কয়টি গ্রাম আছে?

A. 649481
B. 721302
C. 736000
D. 800225

উ: 649481 টি।

14. দুধে কোন অ্যাসিড পাওয়া যায়?

A. ট্যানিক এসিড
B. অ্যামিনো অ্যাসিড
C. ইউরিক অ্যাসিড
D. ল্যাকটিক অ্যাসিড

উ: ল্যাকটিক অ্যাসিড।

15. আকবর ভারতে কবে এসেছিলেন?

A. 1545
B. 1547
C.1555
D. 1560

উ: 1555 সালে।

16. কৃষি বিভাগের প্রতিষ্ঠা কবে হয়েছিল?

A. 1870
B. 1872
C. 1880
D. 1895

উ: 1872 সালে।

17. ভারতের কোন রাজ্যে রাবণের মন্দির আছে?

A. বিহারে
B. মধ্যপ্রদেশ
C. উত্তরপ্রদেশ
D. রাজস্থান

উ: রাজস্থান।

18. কোন দেশের নোটে ভগবান গণেশের ছবি আছে?

A. ইন্দোনেশিয়া
B. জাপান
C. ভারত
D. শ্রীলঙ্কা

উ: ইন্দোনেশিয়া।

19. কোন দেশে সূর্য সবচেয়ে প্রথমে অস্ত যায়?

A. শ্রীলঙ্কা
B. নিউজিল্যান্ড
C. ভারত
D. চীন

উ: নিউজিল্যান্ড।

20. মশলার রানী কাকে বলা হয়?

A. কাজু
B. কিসমিস
C. এলাচ
D. জিরে

উ: এলাচ।

21. জিরো (O) এর আবিষ্কার কোন দেশ করেছে?

A. চীন
B. রাশিয়া
C. আমেরিকা
D. ভারত

উ: ভারত।

22. লাক্ষাদ্বীপ এ কয়টি দ্বীপ আছে?

A. 22
B. 32
C. 36
D. 40

উ: 36 টি।

23. নুরজাহান কোন মোগল সম্রাটের স্ত্রী ছিলেন?

A. আকবর
B. জাহাঙ্গীর
C. শাহজাহান
D. ঔরঙ্গজেব

উ: জাহাঙ্গীর।

24. চাঁদে এখনো পর্যন্ত কতজন মানুষ গিয়েছেন?

A. 10
B. 11
C. 12
D.15

উ: 12 জন।

25. মানুষের মস্তিষ্কের মেমোরি কত GB -র হয়?

A. 20 GB
B.50 GB
C. 70 GB
D. unlimited

উ: unlimited

আমরা আশা করছি আপনাদের আজকের এই গুরুত্বপূর্ণ বাছাই করার 25 টি বাংলা জি কে প্রশ্ন আপনাদের ভাল লেগেছে। আপনাদের যদি সত্যিই পঁচিশটি জিকে বাংলা জিকে প্রশ্ন ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এতে করে আমাদের লেখার উৎসাহ আরো দ্বিগুন বেড়ে যায়।

[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]বন্ধুরা আমাদের আজকের এই 25 টি গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্নের মধ্যে যদি কোন একটি প্রশ্নের উত্তর নিয়ে আপনার মনে সংশয় থাকে এবং যদি মনে হয় যে কোন প্রশ্নের উত্তর ভুল আছে তাহলে সেটি আপনারা কমেন্ট বক্সে জানান। যাতে করে আমরা আপনাদের মনে সংশয় এবং ভুল প্রশ্নের উত্তর ঠিক করতে পারি।[/su_note]

Back to top button