২০ টি গুরুত্বপূর্ণ GK প্রশ্ন | 20 Most important GK Question | Bangla GK Current Affairs 2022
২০ টি গুরুত্বপূর্ণ GK প্রশ্ন | 20 Most important GK Question | Bangla GK Current Affairs 2022
নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আজকে আমরা আমাদের এই আর্টিকেলে আলোচনা করব কুড়িটি গুরুত্বপূর্ণ বাংলা জিকে (GK) প্রশ্ন নিয়ে যেগুলি আপনাদের নলেজ কে বাড়িয়ে তুলতে সাহায্য করবে এবং অনেক চাকরির পরীক্ষাতেও সাহায্য করবে।
তো বন্ধুরা নিচে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা করা হলো।
1. 12 মে সারা বিশ্বে কোন প্রসিদ্ধ মহিলার জন্মদিবসে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়?
A. মেরী সিকোল
B. কালরা বার্টন
C. ফ্লোরেন্স নাইটিঙ্গেল
D. কোনোটিই নয়
উঃ ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
2. ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) কে হয়েছেন?
A. উমেশ সিনহা
B. রাজীব কুমার
C. রামদাস জামরে
D. সুশীল চন্দ্ৰা
উঃ রাজীব কুমার।
3. ইলেকট্রনিক্স ও সূচনা মন্ত্রালয়ের নতুন সচিব কে হয়েছেন?
A. অলকেশ কুমার শর্মা
B. রামবাবু দিনকর
C. অজয় প্রকাশ সাহনী
D. কোনোটিই নয়
উঃ অলকেশ কুমার শর্মা।
4. বিশ্বের সবচেয়ে বড় ভাস্কর্য যিশুর প্রতিমা ‘ক্রাইস্ট দ্য প্রটেক্টর’কোন দেশে তৈরি হয়েছে?
A. ভিয়েতনাম
B. ব্রাজিল
C. ইন্দোনেশিয়া
D. ভারত
উঃ ব্রাজিল।
5. নরেন্দ্র মোদী কোন রাজ্যে হনুমানজির 108 ফুট প্রতিমা উদ্বোধন 2022 এর এপ্রিলে করলেন?
A. রাজস্থান
B. উত্তরপ্রদেশ
C. গুজরাট
D. দিল্লি
উঃ গুজরাট।
6. ফার্দিনান্দ মার্কোস জুনিয়র কোন দেশের নতুন রাষ্ট্রপতি হয়েছেন?
A. মঙ্গোলিয়া
B. ফিলিপাইন
C. চেন্নাই
D. কোনোটিই নয়
উঃ ফিলিপাইন।
7. দ্বিতীয় আন্তর্জাতিক কোভিড ভার্চুয়াল শিখর সম্মেলন 2022 এর অধ্যক্ষতা কে করেছেন?
A. নরেন্দ্র মোদী
B. জো বাইডেন
C. ভ্লাদিমির পুতিন
D. সি জিনপিং
উঃ জো বাইডেন।
8. কলম ‘(Kalam)’ নামক ওয়েবসাইট কে লঞ্চ করেছে?
A. লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা
B. গৃহ মন্ত্রী অমিত শাহ
C. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
D. কেউ নন
উঃ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
9. দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন?
A. ডেন সেন্ডা মেসন
B. ইয়ুন সুক ইওল
C. কেস সেইদ
D. কোনোটিই নয়
উঃ ইয়ুন সুক ইওল।
10. কন্যা সন্তানের জন্য লাডলি লক্ষ্মী যোজনা 2.0 কোন রাজ্য সরকার চালু করেছে?
A. মধ্যপ্রদেশ
B. উত্তরপ্রদেশ
C. ঝাড়খণ্ড
D. অসম
উঃ মধ্যপ্রদেশ।
11. ভারতীয় সেনা কোন রাজ্যে গরীব ছাত্রদের জন্য কোচিং সেন্টার খুলবে?
A. মেঘালয়
B. মিজোরাম
C. মনিপুর
D. অরুণাচল প্রদেশ
উঃ মনিপুর।
12. সম্প্রতি রনিল বিক্রমসিঙ্ঘ কোন দেশের 26 তম প্রধানমন্ত্রী রুপে শপথ নিয়েছেন?
A. শ্রীলঙ্কা
B. জাপান
C. ভুটান
D. মালদ্বীপ
উঃ শ্রীলঙ্কা।
13. সম্প্রতি ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ নিয়েছেন?
A. তিরথ সিং রাওয়াত
B. ভুপেন্দ্র প্যাটেল
C. মানিক সাহা
D. রাহুল সচদেবা
উঃ মানিক সাহা।
14. সম্প্রতি RBI এর কার্যকারী নির্দেশক কাকে করা হয়েছে?
A. রাজীব রঞ্জন
B. সীতিকণ্ঠা পটনায়ক
C. রাজীব রঞ্জন ও সীতিকণ্ঠা পটনায়ক
D. কোনোটিই নয়
উঃ রাজীব রঞ্জন ও সীতিকণ্ঠা পটনায়ক।
15. Skill India International Center কোথায় তৈরি হবে?
A. ভোপাল
B. বারাণসী
C. এলাহাবাদ
D. দিল্লি
উঃ বারাণসী।
16. Uber Cup 2022 কোন দেশ জিতেছে?
A. চীন
B. ভারত
C. দক্ষিণ কোরিয়া
D. জাপান
উঃ দক্ষিণ কোরিয়া।
17. মে 2022 এ কান্স ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় শুরু হয়েছে?
A. ফ্রান্স
B. ভারত
C. আমেরিকা
D. ব্রিটেন
উঃ ফ্রান্স।
18. কোন রাজ্যের ‘বিষধরী’ কে ভারতের 52তম বাঘ সংরক্ষণাগার হিসাবে ঘোষণা করা হয়েছে?
A. গুজরাট
B. মধ্যপ্রদেশ
C. রাজস্থান
D. উত্তরপ্রদেশ
উঃ রাজস্থান।
19. আয়েসার মোটরস্ রয়েল এনফিল্ড এর মূখ্য কার্যকার অধিকারীর কাকে নিযুক্ত করা হয়েছে?
A. বী গোবিন্দরাজ
B. কে আর কেলকর
C. আর স্বামী
D. কোনোটিই নয়
উঃ বী গোবিন্দরাজ।
20. ভারত জার্মানিকে অতিক্রম করে বিশ্বের দরবারে কত স্থানে সবচেয়ে বড় মোটর গাড়ি উৎপাদক দেশ হয়েছে?
A. তৃতীয়
B. চতুর্থ
C. পঞ্চম
D. ষষ্ঠ
উঃ চতুর্থ।
বন্ধুরা আপনাদের যদি আমাদের আজকের এই কুড়িটি বাংলা জিকে প্রশ্ন ভালো লাগে তাহলে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান কারন আপনাদের একটি ছোট্ট কমেন্ট আমাদের লেখার উৎসাহটা আরো বাড়িয়ে দেয় এবং আমাদের এই প্রশ্নের উত্তরে যদি কোন ভুল কিংবা আপনাদের মনে সংশয় বোধ থাকে কোন উত্তর নিয়ে তাহলে আপনারা সেটিও কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের সংশয় দূর করার এবং ভুল উত্তরটি সংশোধন করার।