গুরুত্বপূর্ন বাংলা জিকে প্রশ্ন এবং উত্তর | Most Important Bangla GK Questions | KP, WBP, Group D, Railway
Most Important Bangla GK Questions | বাংলা জিকে প্রশ্ন এবং উত্তর | KP, WBP, Group D, Railway
Most Important Bangla GK Questions | বাংলা জিকে প্রশ্ন এবং উত্তর | KP, WBP, Group D, Railway
নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন নিয়ে। এগুলো তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় কাজে লাগবে এবং তোমাদের সাধারণ নলেজ কে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। আশা করছি আপনাদের এই পোস্টটি ভালো লাগবে।
1. হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন?
(A) ফা-হিয়েন
(B) মেগাস্থিনিস
(C) হিউয়েন সাঙ
(D) ইবন বতুতা
উ: হিউয়েন সাঙ।
2. কে “গুণরাজ খাঁ” উপাধি পেয়েছিলেন?
(A) বিপ্রদাস
(B) মালাধর বসু
(C) জয়দেব
(D) শ্রী চৈতন্য
উ: মালাধর বসু।
3. “রত্নাবলী” – কার রচনা?
(A) কালিদাস
(B) হরিসেন
(C) ভারবি,
(D) হর্ষবর্ধন
উ: হর্ষবর্ধন।
4. ফা-হিয়েনের ভারত ভ্রমণের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন?
(A) স্কন্দগুপ্ত
(B) সমুদ্রগুপ্ত
(C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(D) প্রথম কুমারগুপ্ত
উ: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
5. “উলগুলান” – দের নেতা কে ছিলেন?
(A) গয়া মুন্ডা
(B) জোয়া ভগৎ
(C) বিরসা মুন্ডা
(D) দিগম্বর বিশ্বাস
উ: বিরসা মুন্ডা।
6. তিতুমীর কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন?
(A) ওয়াহাবি
(B) ফরাজী
(C) আলিগড়
(D) আহমদিয়া
উ: ওয়াহাবি।
7. সিধু কোন বিদ্রোহের নেতা ছিলেন?
(A) সন্ন্যাসী বিদ্রোহ
(B) কোল বিদ্রোহ
(C) মুন্ডা বিদ্রোহ
(D) সাঁওতাল বিদ্রোহ
উ: সাঁওতাল বিদ্রোহ।
8. ১৯৪৬ সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল?
(A) বিহার
(B) পাঞ্জাব
(C) গুজরাট
(D) বাংলা
উ: বাংলা।
9. তেভাগা আন্দোলনের মূল কেন্দ্র কোথায় ছিল?
(A) উত্তরবঙ্গ
(B) ময়মনসিংহ জেলা
(C) দিনাজপুর
(D) চব্বিশ পরগনা
উ: চব্বিশ পরগনা।
10. বাংলায় নীলবিদ্রোহ কোন সালে হয়েছিল?
(A) ১৮৫৯
(B) ১৮৬০
(C) ১৮৬৩
(D) ১৮৬৯
উ: ১৮৫৯ সালে।
11. “নীল বিদ্রোহ” – নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো কোন পত্রিকাতে?
(A) হিন্দু প্যাট্রিয়ট
(B) টাইমস অফ ইন্ডিয়া
(C) স্টেটসম্যান
(D) ইংলিশম্যান
উ: হিন্দু প্যাট্রিয়ট।
12. সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কত সালে?
(A) ১৮৫৫
(B) ১৮৫৭
(C) ১৮৫৯
(D) ১৮৭১
উ: ১৮৫৫ সালে।
13. “হিন্দু প্যাট্রিয়ট” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
(A) কৃষ্ণকুমার মিত্র
(B) হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়
(C) বিপিনচন্দ্র পাল
(D) শিবনাথ শাস্ত্রী
উ: হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়।
14. কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিল?
(A) ইলতুৎমিস
(B) আলাউদ্দিন খলজি
(C) মহম্মদ-বিন-তুঘলক
(D) ইব্রাহিম লোদী
উ: আলাউদ্দিন খলজি।
15. কোন তুঘলক সুলতান তাঁর রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যান?
(A) ফিরোজ-শাহ-তুঘলক
(B) মহম্মদ-বিন-তুঘলক
(C) গিয়াসুদ্দিন তুঘলক
(D) তুঘলক শাহ
উ: মহম্মদ-বিন-তুঘলক।
16. দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
(A) কুতুবুদ্দিন আইবক
(B) গিয়াসুদ্দিন বলবন
(C) নাসিরুদ্দিন শাহ
(D) আলাউদ্দিন খলজি
উ: কুতুবুদ্দিন আইবক।
17. সুলতানি যুগের প্রথম “প্রকৃত রাজা” কে ছিলেন?
(A) কুতুবুদ্দিন আইবক
(B) ইলতুৎমিস
(C) গিয়াসুদ্দিন বলবন
(D) আলাউদ্দিন খলজি
উ: ইলতুৎমিস।
18. দিল্লির কোন সুলতান তাঁর প্রজাদের ২৪ রকম করের হাত থেকে অব্যহতি দিয়েছিলেন?
(A) মুবারক শাহ খলজি
(B) গিয়াসুদ্দিন তুঘলক
(C) ফিরোজ-শাহ-তুঘলক
(D) সিকান্দার লোদী
উ: ফিরোজ-শাহ-তুঘলক।
19. “ইকতা” – প্রথার প্রবর্তন করেন কে?
(A) মহম্মদ ঘোরী
(B) কুতুবুদ্দিন আইবক
(C) ইলতুৎমিস
(D) গিয়াসুদ্দিন বলবন
উ: মহম্মদ ঘোরী।
20. কত সালে তালিকোটার যুদ্ধ হয়েছিল?
(A) ১৫৬৫
(B) ১১৯২
(C) ১১৯১
(D) ১৫২৬
উ: ১১৯২ সালে।
21. কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন?
(A) উজ্জয়িনী
(B) বিজয়নগর
(C) দেবগিরি
(D) দ্বারসমুদ্র
উ: বিজয়নগর।
22. কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগীজদের দমন করেন?
(A) আকবর
(B) জাহাঙ্গীর
(C) শাহজাহান
(D) ঔরঙ্গজেব
উ: শাহজাহান।
23. ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিল?
(A) ইব্রাহিম লোদী
(B) সিকান্দার লোদী
(C) দৌলত খাঁ লোদী
(D) শের খা
উ: দৌলত খাঁ লোদী।
24. কোন বড়লাটের আমলে বঙ্গভঙ্গ রদ হয়?
(A) লর্ড কার্জন
(B) লর্ড মিন্টো
(C) লর্ড চেমসফোর্ড
(D) লর্ড হার্ডিঞ্জ
উ: লর্ড হার্ডিঞ্জ।
25. কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন?
(A) জাহাঙ্গীর
(B) ঔরঙ্গজেব
(C) শাহজাহান
(D) বাহাদুর শাহ
উ: শাহজাহান।
26. ইবাদখানা কি ?
(A) গ্রন্থ
(B) সৌধ
(C) নতুন ধর্ম
(D) ধর্মীয় আলোচনার জন্য ঘর
উ: ধর্মীয় আলোচনার জন্য ঘর।
27. কোন শিখগুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন?
(A) গোবিন্দ সিং
(B) রামদাস
(C) তেগ বাহাদুর
(D) গুরু নানক
উ: তেগ বাহাদুর।
28. কে “হিন্দু-পাদ-পাদশাহী” কে বাস্তবায়িত করতে উদ্যোগী হয়েছিলেন?
(A) বাজিরাও – ১
(B) বালাজি বিশ্বনাথ
(C) শিবাজী
(D) ভাস্কর পন্ডিত
উ: বাজিরাও – ১।
29. দস্তক কি?
(A) ক্লাইভের রচিত বই
(B) ফ্রি পাস
(C) বিনাশুল্কে ব্যবসা
(D) মুঘল সম্রাটের সহায়তা
উ: বিনাশুল্কে ব্যবসা।
30. ‘কবুলিয়ত’ ও ‘পাট্টা’ কে প্রচলন করেন?
(A) বলবন
(B) শের শাহ
(C) আলাউদ্দিন খলজি
(D) ইলতুৎমিস
উ: বলবন।
31. “দীন-ই-ইলাহি” – কে প্রবর্তন করেন?
(A) আকবর
(B) ফিরোজ-শাহ-তুঘলক
(C) ঔরঙ্গজেব
(D) কবির
উ: আকবর।
32. কবি জয়দেব গীতগোবিন্দ রচনা করেছিলেন কোন ভাষায়?
(A) বাংলা
(B) সংস্কৃত
(C) মৈথিলী
(D) অপভ্রংশ
উ: সংস্কৃত।
33.“কাদম্বরী” – এর রচয়িতা কে?
(A) কালিদাস
(B) বাণভট্ট
(C) ভারবি
(D) জয়দেব
উ: বাণভট্ট।
34. রাজতরঙ্গিনী ও হর্ষচরিতের রচয়িতা হলেন যথাক্রমে –
(A) কলহন ও বাণভট্ট
(B) কলহন ও হেমচন্দ্ৰ
(C) বিলহন ও বাণভট্ট
(D) বাণভট্ট ও কলহন
উ: কলহন ও বাণভট্ট।
35. ধোয়ী কোন রাজার সভাকবি ছিলেন?
(A) লক্ষ্মণ সেন
(B) প্রথম দেবপাল
(C) শশাঙ্ক
(D) বিজয় সেন
উ: লক্ষ্মণ সেন।
36. কলহনের রাজতরঙ্গিনী কোথাকার ইতিহাসের বিবরণ –
(A) বাংলা
(B) মালব
(C) কাশ্মীর
(D) জৌনপুর
উ: কাশ্মীর।
37. তানসেনের আসল নাম কি?
(A) মকরন্ড পান্ডে
(B) রামতন পান্ডে
(C) রাজ্ বাহাদুর
(D) মহেশ দাস
উ: রামতন পান্ডে।
38. ‘অনিলা দেবী’ ছদ্মনামে কে পরিচিত ছিলেন?
A. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B. নারায়ণ দেবনাথ
C. গগেন্দ্রনাথ ঠাকুর
D. আশাপূর্ণা দেবী
উ: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
39. কোন সম্রাটের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল?
(A) আকবর
(B) জাহাঙ্গীর
(C) ঔরঙ্গজেব
(D) বাবর
উ: আকবর।
40. বাবরনামার রচয়িতা হলেন –
(A) আবুল ফজল
(B) ফেরদৌসী
(C) আসিফ
(D) বাবর
উ: বাবর।
বন্ধুরা তোমাদের যদি আজকের এই আর্টিকেলটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তোমাদের যদি মনে হয় যে কোন প্রশ্নের উত্তর ভুল আছে এবং কোন প্রশ্নের উত্তর নিয়ে যদি মনে সংশয় থাকে তাহলে সেটিও কমেন্ট করে জানাবেন। যাতে আমরা তোমাদের মনে সংশয় এবং ভুল প্রশ্নের উত্তরটা ঠিক করার চেষ্টা করতে পারি।
[su_note note_color=”#f2f26b” text_color=”#112cf9″ radius=”0″]এরকম আরো নতুন নতুন প্রশ্ন পেতে আপনারা ফলো করুন বাংলা সাজেশন সাইটটিকে।[/su_note]