রাজ্যে মিলিটারি সার্ভিসে 6600+ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | MES JOB Update
পশ্চিমবঙ্গে MES মাধ্যমে 6600 শূন্যপদে স্থায়ী কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি 2022 | MES New Recruitment
রাজ্যের বিভিন্ন জেলার চাকরি সন্ধানী ব্যক্তিদের জন্যে চলে এসেছে একটি বিরাট সুখবর। মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস থেকে প্রকাশিত করল নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। 6600+ শূন্যপদে নতুন করে কর্মী নিয়োগ করবে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস। এখানে MTS, Lower Division Clerk, Upper Division Clerk, Stenographer এছাড়াও আরো বিভিন্ন ধরনের পোস্টে রিক্রুট করা হচ্ছে।
অষ্টম শ্রেণী পাশ থেকে স্নাতক পাশ পর্যন্ত প্রার্থীরা আবেদনযোগ্য। পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় এর পরীক্ষার জন্যে সিট রয়েছে। রাজ্যের ছেলে ও মেয়ে উভয় ক্যান্ডিডেট সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিটি জারি করেছে Directorate Genaral (pers) HQ Military Engineer Service House Kashmir, Rajaji Marg, New Delhi – 110011. এটি একটি শর্ট নোটিফিকেশন।
বিজ্ঞপ্তিতে ‘Distribution of Vacancies For Recruitment Year 2022’ অর্থাৎ কোন কোন শূন্যপদে কর্মী নিয়োগ শুরু হবে তার তালিকা প্রকাশ করা হবে। এখানে একাধিক কর্মী রিক্রুট করতে চলেছে মিলিটারি সার্ভিস যার সংক্ষিপ্ত নোটিশ জারি করেছে। খুব শীঘ্রই এর জন্যে বিস্তারিত আলোচনা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে এই মিলিটারি সার্ভিস।
চাকরির আপডেট:- BSF Recruitment 2022: HS পাশে BSF এ 323 টি শূন্যপদে কর্মী নিয়োগ
ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই এর ব্যাপারে বিস্তারিত খুঁটিনাটি জানতে পারবে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে। অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবেন যেখানে শূন্যপদ গুলি সম্মন্ধে জানতে পারবেন।
কোন পোস্টে কত কি শূন্যপদ রয়েছে, শ্রেণী হিসেবে কিভাবে এই শূন্যপদ ভাগ করা রয়েছে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের মধ্যে তা অবশ্যই জানুন। 23টি জেলার যেকোনো চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।
বিএসএফ চাকরি: BSF Job 2022: 1312টি শূন্যপদে হেড কনস্টেবল নিয়োগ
বয়সসীমা 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন যোগ্য। পরীক্ষার স্থান পশ্চিমবঙ্গের মধ্যেই থাকবে। কলকাতা, শিলিগুড়ি ইত্যাদি জায়গায় পরীক্ষা কেন্দ্র।
বিস্তারিত নোটিশ জারি করা হলে অবশ্যই ডকুমেন্টস, আবেদনের শুরু ও লাস্ট ডেট, কারা কারা যোগ্য সমস্ত খুঁটিনাটি জানিয়ে দেওয়া হবে।