মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন | Madhyamik Suggestion | ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩ | Class 10 Physical Science Suggestion
মাধ্যমিকে তো অনেক সাবজেক্ট আছে তার মধ্যে একটি অন্যতম হলো ভৌত বিজ্ঞান। এই সাবজেক্টিকে মাধ্যমিকের প্রায় সকল ক্যান্ডিডেটে ভয় পায়। কারণ এই সাবজেক্টে কমন পাওয়া খুবই দুষ্কর এবং এই সাবজেক্টিতে কমন পেতে গেলে খুবই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়। এরকম বই খুঁটে খুঁটে পড়তে অনেকেই পছন্দ করে না শুধুমাত্র কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নই পড়তে চাই। আবার অনেকে আছে যারা পড়তে চেলেও সময়ে পেরে ওঠে না। তো তাদের সুবিধার্থে আমরা আজকে হাজির হয়েছে মাধ্যমিকের 2023 এর ভৌত বিজ্ঞানের কিছু সাজেশন নিয়ে।
2 MARK QUESTION SUGGESTION
1. মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোন স্তর
ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো।
2. মিথেন হাইড্রেট কী?
3. ওজোন স্তর কীভাবে ধ্বংস হয়?
4. গ্লোবাল ওয়ামিং কী? এর দুটি কুফল লেখো।
5. উদাহরণ সহ জীবাশ্ম জ্বালানির সংজ্ঞা দাও।
6. গাণিতিকরূপ সহ বয়েলের সূত্রটি বিবৃত করো।
7. উষ্ণতার পরম স্কেল বলতে কী বোঝ?
8. চালসের সূত্রটিববিবৃতি করো।
9. চার্লসের সূত্র অনুযায়ী V বনাম T এবং V বনাম
t লেখচিত্রগুলি অঙ্কন করো।
10. যে কোনো একটি এককে ‘R’ এর মান নির্ণয় করো।
11. বেলুন ফোলানোর সময় চাপ এবং আয়তন
উভয়ই বৃদ্ধি পায় এক্ষেত্রে বয়েলের সূত্র লঙ্ঘিত
হয় কী?
12. বায়ুপূর্ণ বেলুন 2-3 দিন রেখে দিলে চুপসে
যায় কেন?
13. জলের বুদবুদ জলের তলদেশ থেকে উপরের দিকে উঠার সময় আয়তনে বাড়ে কেন?
14.বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য লেখো।
15 কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্ক কাকে বলে?
16.দ্বিধাতব পাতের দুটি ব্যবহার লেখো।
17.তরলের প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণের মধ্যে পার্থক্য লেখো।
18.গ্যাস এবং তরলের আয়তন প্রসারণ গণনা
করার সময় গ্যাসের ক্ষেত্রে পাত্রের প্রসারণকে
উপেক্ষা করা হয় কিন্তু তরলের ক্ষেত্রে পাত্রের
প্রসারণকে উপেক্ষা করা হয় না কেন?
19. তাপীয় রোধ কী? এর S.I. এককটি লেখো।
20. কাচের শিশিরম খে ধাতব ছিপি এঁটে গেলে
সেটিকে কী করে খোলা হয়?
21. পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.000019°C-বলতে কী বোঝ?
22. তরলের দুপ্রকার প্রসারণ গুণাঙ্ক হয় কেন?
23. কৌলিন তলে তে জড়ানো থাকে কেন?
24. রেল লাইনে দুটি লাইনের জোড়ের মুখে ফাঁক রাখা হয় কেন?
25. অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাসের
সংজ্ঞা দাও।
26. ফোকাস দূরত্ব কাকে বলে?
27. দন্ত চিকিৎসকেরা অবতল দর্পণ ব্যবহার।করেন কেন?
28. গাড়ির হেডলাইট কোন ধরনের দর্পণ ব্যবংহার করা হয় এবং কেন?
29. আলোকরশ্মি ঘন মাধ্যমথেকে লঘু মাধ্যমে
প্রবেশ করলে কী ঘটনা ঘটবে চিত্রসহ লেখো।
30. উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন?
31. একটি দর্পণ সমতল, উত্তল না অবতল তা কিভাবে চিনবে?
32. দীর্ঘ দৃষ্টি কী? এর প্রতিকারের জন্য কোন্ লেন্স ব্যবহার করা হয়?
33. আলোর বিচ্ছুরণ কাকে বলে?
34. সবুজ আলোয় লাল গোলাপ ফুলকে কেমন দেখায় এবং কেন?
35. সূর্যোদ্বয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন?
36. বিপদ সংকেত হিসাবে লাল বর্ণ ব্যবহৃত হয় কেন?
37. ক্রাউন গ্লাসের প্রতিসরাঙ্ক 1.52 বলতে কী বোঝায়?
38. ওহমের সূত্রটি লেখো। এই সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও।
39. রোধাঙ্ক কাকে বলে? এর S.I. এককটি লেখো।
40. পরিবাহীর রোধ কোন্ কোন্ বিষয়ের উপর নির্ভর করে?
41. তড়িৎ ক্ষমতা কাকে বলে?
42. C.F.L ও L.E.D. এর মধ্যে পার্থক্য লেখো।
43. ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি লেখো।
44. D.C. অপেক্ষা A.C এর শক্ বেশি।বিপদজ্জনক কেনো?
45. ডট গঠন দেখাও AL203, CH4, C2H2, PCI3, CO2
46. আয়নীয় বন্ধন কাকে বলে?
47. আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কেন?
48. তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা হয় না কেন?
49. তড়িৎযোজী এবং সমযোজী যৌগের দুটি ধর্মের তুলনা করো।
50.H2SO4 যুক্ত কমলা রঙের পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H,S চালনা করা হলে কী ঘটে সমীকরণ সহ লেখো।
51. নাইট্রোলিম কী ভাবে প্রস্তুত করা হয়?
52. নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে।প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ও বিক্রিয়ার সমীকরণ লেখো।
53. ওলিয়াম কী?
54.“সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়” ব্যাখ্যা করো।
55. তড়িৎ রাসায়নিক শ্রেণি বলতে কী বোঝ?
56. খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য লেখো।
57. গ্যালভানাজেশন কী?
58. ধাতু সংকর কাকে বলে। একটি ধাতু সংকরের উপাদান উল্লেখ করো।
59. জার্মান সিলভার পেতল, ব্রোঞ্জ এবং স্টেইনলেস স্টিল ধাতু সংকরগুলির উপাদানের নাম লেখো।
60. পলিমারের ও মনোমারের মধ্যে পার্থক্য লেখো।
61. কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলতে কী বোঝ?
62. কার্যকরি মূলকের সংজ্ঞা দাও।
63. সমবয়তা কাকে বলে?
64. মিথানল ও ইথানলের মধ্যে পার্থক্য লেখো।
3 MARK QUESTION SUGGESTION
1. চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো।
2. উষ্ণতার পরম স্কেল কাকে বলে? এই উষ্ণতায়
চার্লসের সূত্রটি লেখো।
3. বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণগুলি লেখো।
4. গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি লেখো।
5. মুক্ত পথ কাকে বলে? গ্যাসের অণুগুলির গতিশীলতার স্বপক্ষে দুটি যুক্তি দাও।
6. তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালাটি প্রতিষ্ঠা করো।
7. তাপ পরিবাহীতা কাকে বলে? ইনজেন হজের
পরীক্ষার সাহায্যে দেখাও যে বিভিন্ন ধাতুর তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন।
8. ক্ষেত্র প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা দাও। এর S.I. একক লেখো।
9. শুদ্ধ বর্ণালী ও অশুদ্ধ বর্ণালীর মধ্যে পার্থক্য।লেখো।
10. রৈখিক প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? দেখাও
যে এর একক কেবলমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে।
11. তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি লেখো।
12. অ্যাম্পিয়ারের সম্ভরণ নিয়মটি লেখো।
13. A.C. ডায়নামোর কার্যনীতি চিত্র সহ বর্ণনা
করো।
14. BOT এর সংজ্ঞা দাও।1 BOT = কত জুল।
15. তেজস্ক্রিয়তা কাকে বলে? নিউক্লিও রিঅ্যাক্টর কী?
16. লেঞ্জের সূত্রটি লেখো। এটি কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত?
17. দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন?
18. উত্তল লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও।
19. উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীহ ও
বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়? কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায়?
20. বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোক রশ্মির আপাতন কোণ 45° হলে প্রতিসরনের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে নির্ণয় করো।
21. মেন্ডেলিফের সংশোধিত আধুনিক পর্যায় সূত্রটি লেখো। দীর্ঘ পর্যায় সারণিতে কয়টি শ্রেণি আছে?
22. Zn কে সন্ধিগত মৌল বলা হয় না কেন? ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কোন শ্রেণিতে বর্তমান?
23. ইউরেনিমোত্তর মৌল কাদের বলে? F, I, Br, CI এদের তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুযায়ী সাজাও।
24. বিরল মৃত্তিকা মৌল কাকে বলে? সন্ধিগত মৌলের দুটি বৈশিষ্ট্য লেখো।
25. কপারের তড়িৎ বিশোধনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো।
25.কপারের তড়িৎ বিশোধনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো। (i) ব্যবহৃত তড়িদ্বার ও তড়িৎ বিশ্লেষ্য (ii) তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া।
26. উদাহরণ সহ তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংজ্ঞা দাও।
27. তড়িবিশ্লেষণ কাকে বলে? তড়িৎ বিশ্লেষণে সর্বদা D.C. প্রবাহ ব্যবহার করা হয় কেন?
28. গোল্ড প্লেটিং এবং সিলভার প্লেটিং করার সময় তড়িৎবিশ্লেষ্য ও ক্যাথোড হিসাবে কী ব্যবহার করা হয়?
29. শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ ইউরিয়ার শিল্প প্রস্তুতি লেখো।
30. কোন মৌলের পরমাণুর আয়োনাইজেশন
শক্তি বলতে কী বোঝায়?li, Rb, Kও Na কে আয়োনাইজেশন শক্তির ক্রম অণুযায়ী সাজাও।
31. আলফা ও গামা রশ্মির আধান ও আয়োনাইজিং ক্ষমতার তুলনা করো। তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ করো।
32. হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির
একটি ধর্মের এবং গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মের
সাদৃশ্য উল্লেখ করো।
33. কপার সালফেটের জুলীয় দ্রবণে H.S গ্যাস চালনা করা হলো কী ঘটে সমীকরণ সহ লেখো।
34. অসওয়াল্ড পদ্ধতিতে HNO, প্রস্তুতির নীতি ও বিক্রিয়ার সমীকরণ লেখো।
35. ডিনেচার্ড স্পিরিট কী? এর দুটি ব্যবহার লেখো।
36. শর্তসহ ইথিলিনের হাইড্রোজেনেশন বিক্রিয়া
37. তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম
নিষ্কাষণের জন্য যে গলিত মিশ্রনের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কী কী থাকে? এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কী কী ব্যবহৃত হয়?
38. C2H6 কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কিন্তু
C2H4 কে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন?
39. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনের শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণ লেখো।
40. জৈব ও অজৈব যৌগের তিনটি ধর্মের তুলনা
করো।
41. একটি জৈব যৌগের আণবিক সংকেত
C2H402,। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবনে NaHCO3 যোগ করলে CO2 নির্গত হয়। জৈব যৌগ টিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো।
উপরে ভৌত বিজ্ঞানের যে কটি প্রশ্ন দেওয়া হয়েছে সেই সব কটি প্রশ্নের মাধ্যমিক ২০২৩ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কটি প্রশ্ন যদি তোমরা ভালো করে প্রস্তুত করে নিতে পারো তাহলে অবশ্যই মাধ্যমিকে তোমরা ভৌত বিজ্ঞানে ভালো ফল পাবে। আমরা আশা করছি তোমাদের সকলেরই পরীক্ষা খুব ভালো হবে।