মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৩ | Madhyamik Life Science Suggestion 2023
Madhyamik Life Science Suggestion :
মাধ্যমিক ২০২৩ এর ছাত্রছাত্রীদের জন্য জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এর সাজেশন নিচে দেওয়া হল –
৪.১ মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো:
(ক) করনিয়া
(খ) কোরয়েড
(গ) পীতবিন্দু
(ঘ) দর্শন স্নায়ু
অথবা,
প্রাণীকোশে মাইটোসিস কোশবিভাজনের
অ্যানাফেজ দশার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো:
(ক) অপত্য ক্রোমোজোম
(খ) ক্রোমোজোমাল তন্তু
(গ) ইন্টারজোনাল তন্তু
(ঘ) মেরু অঞ্চল
৪.২ উদ্ভিদকোশ ও প্রাণীকোশের মাইটোসিসের ক্ষেত্রে প্রোফেজ ও টেলোফেজের বৈশিষ্ট্য লেখো।
অথবা,
নিম্নলিখিত বিষয়ের ওপর ভিত্তি করে অযৌন ও যৌন জননের পার্থক্য লেখো।
• জনিতৃ জীবের সংখ্যা
• কোশবিভাজনের ওপর নির্ভরতা
• অপত্য জনুর প্রকৃতি
অথবা,
ক্রসিং ওভার বলতে কী বোঝো? ক্রোমাটিন ও ক্রোমাটিড এর পার্থক্য লেখ।
৪.৩ তোমার পরিচিত একটি প্রাণীর ক্ষেত্রে মেন্ডেলের একসংকর জননের পরীক্ষা চেকারবোর্ডের সাহায্যে বর্ণনা করো। এই পরীক্ষা থেকে তিনি কী সিদ্ধান্তে আসেন তা ব্যাখ্যা করো।
অথবা,
প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কী বোঝো? জিন বলতে কী বোঝো?
৪.৪ ল্যামার্কের মতবাদ অনুযায়ী অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ও যোগ্যতমের উদ্বর্তন কীভাবে নতুন প্রজাতি সৃষ্ট করে তা লেখো।
অথবা,
পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব নিরূপণ করো। সুন্দরীগাছের লবণ সহনের জন্য কী কী শারীরবৃত্তীয় অভিযোজন দেখা যায় তা স্মরণ করে লেখো।
৪.৫ ইউট্রোফিকেশন কাকে বলে? অ্যাসিড বৃষ্টির কারণ ও ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করো।
অথবা,
বায়োস্ফিয়ার রিজার্ভ-এর বৈশিষ্ট্যগুলি তালিকাভুক্ত করো। ব্রংকাইটিসের কারণ ও উপসর্গগুলি সারণিবদ্ধ করো।
৪.৬ জীববৈচিত্র্য হ্রাসের নিম্নলিখিত তিনটি কারণ
ব্যাখ্যা করো।
• অতিব্যবহার
• বিশ্ব উন্নায়ন
• জলবায়ুর পরিবর্তন
জনসংখ্যা বৃদ্ধির ফলে যে যে সমস্যা তুমি লক্ষ করছ তার মধ্যে দুটি সমস্যা বিবৃত করো।
অথবা,
অপরিশ্রুত জল পান করার ফলে যে রোগগুলি হতে পারে বলে তুমি মনে করো তার মধ্যে যে-কোনো দুটি রোগের নাম লেখো। নাইট্রোজেন চক্রের অ্যামোনিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন ধাপে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়ার ভূমিকা বর্ণনা করো।
অন্যান্য → মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ (টেস্ট এবং ফাইনাল) | Madhyamik History Suggestion 2023
→ মাধ্যমিক রচনা বিজ্ঞান ও কুসংস্কার, একদম জলের মতন সোজা লাগবে তোমারও