মাধ্যমিক ইতিহাস গুরুত্বপূর্ণ ৬০ টি শর্ট প্রশ্ন সাজেশন | Madhyamik History Short Question Suggestion
Madhyamik History Short Question Suggestion :
মাধ্যমিক ২০২৩ এর ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন-এর সাজেশন নিচে দেওয়া হল –
SET – 1
১.১ ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চা শুরু করেন –
(ক) রমেশচন্দ্র মজুমদার
(খ) যদুনাথ সরকার
(গ) বোরিয়া মজুমদার
(ঘ) রণজিৎ গুহ
১.২ ‘বাগেশ্বরী শিল্প প্রবন্ধমালা’ রচনা করেন –
(ক) অক্ষয়কুমার মৈত্র
(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(গ) অশোক মিত্র
(ঘ) বিনোদবিহারী মুখোপাধ্যায়
১.৩ ‘বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদক ছিলেন –
(ক) দ্বারকানাথ বিদ্যাভূষণ
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) উমেশচন্দ্র দত্ত
(ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
১.৪ অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন –
(ক) নব্যবঙ্গ গোষ্ঠী
(খ) ব্রাহ্মসমাজ
(গ) প্রার্থনা সমাজ
(ঘ) স্বামী বিবেকানন্দ
১.৫ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলার ছিলেন –
(ক) উইলিয়াম কোলভিল
(খ) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
(গ) স্যার আশুতোষ মুখোপাধ্যায়
(ঘ) ডেভিড হেয়ার
১.৬ হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৮১৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮১৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
১.৭ বারাসত বিদ্রোহের নেতা ছিলেন –
(ক) দুদুমিঞা
(খ) তিতুমীর
(গ) বিরসা মুন্ডা
(ঘ) রামরতন মল্লিক
১.৮ চূয়াড় বিদ্রোহের নেতা ছিলেন –
(ক) নুরুলউদ্দিন
(খ) সিধু
(গ) মজনু শাহ
(ঘ) দুর্জন সিং
১.৯ কোন্ বিদ্রোহ ‘উলগুলান’ নামে পরিচিত?
(ক) মুন্ডা বিদ্রোহ
(খ) কোল বিদ্রোহ
(গ) সাঁওতাল বিদ্রোহ
(ঘ) ভীল বিদ্রোহ
১.১০ ‘বাংলার নানাসাহেব’ বলা হয় –
(ক) রফিক মণ্ডলকে
(খ) রামরতন মল্লিককে
(গ) বিশ্বচরণ বিশ্বাসকে
(ঘ) দিগম্বর বিশ্বাসকে
উত্তরগুলি :- ১.১ (ঘ) ১.২ (খ) ১.৩ (খ) ১.৪ (ক) ১.৫ (ক) ১.৬ (ক) ১.৭ (খ) ১.৮ (ঘ) ১.৯ (ক) ১.১০ (খ)
SET – 2
১.১ ভারতে প্রথম সামরিক ইতিহাস লেখেন –
(ক) স্যার যদুনাথ সরকার
(খ) রমেশচন্দ্র মজুমদার
(গ) প্রদীপ সিংহ
(ঘ) গৌতম ভদ্র
১.২ ‘চিত্রকলা’ রচনা করেন –
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) বিনোদবিহারী মুখোপাধ্যায়
(গ) নন্দলাল বসু
(ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর
১.৩ ‘বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদক ছিলেন –
(ক) দ্বারকানাথ বিদ্যাভূষণ
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) উমেশচন্দ্র দত্ত
(ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
১.৪ ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন –
(ক) নব্যবঙ্গ গোষ্ঠী
(খ) ব্রাহ্মসমাজ
(গ) প্রার্থনা সমাজ
(ঘ) স্বামী বিবেকানন্দ
১.৫ ব্রহ্মানন্দ উপাধি ছিল –
(ক) কেশবচন্দ্র সেনের
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুরের
(গ) আনন্দমোহন বসুর
(ঘ) শিবনাথ শাস্ত্রীর
১.৬ নব্য বৈষুব ধর্মের প্রবক্তা ছিলেন –
(ক) স্বামী বিবেকানন্দ
(খ) বিজয়কৃষ্ণ গোস্বামী
(গ) শ্রীরামকৃষ্ণ
(ঘ) স্বামী দয়ানন্দ সরস্বতী
১.৭ ব্রিটিশ সরকার ‘নীল কমিশন’ গঠন করে –
(ক) ১৮৬১ খ্রিস্টাব্দের ৩১ মার্চ
(খ) ১৮৬২ খ্রিস্টাব্দের ২৫ মার্চ
(গ) ১৮৬০ খ্রিস্টাব্দের ১০ মার্চ
(ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দের ৩১ মার্চ
১.৮ ‘সিং বোমা’ হলেন –
(ক) সূর্য দেবতা
(খ) বায়ু দেবতা
(গ) আকাশ দেবতা
(ঘ) জল দেবতা
১.৯ কোন্ বিদ্রোহ ‘উলগুলান’ নামে পরিচিত?
(ক) মুন্ডা বিদ্রোহ
(খ) কোল বিদ্রোহ
(গ) সাঁওতাল বিদ্রোহ
(ঘ) ভীল বিদ্রোহ
১.১০ মুন্ডা বিদ্রোহের লক্ষ্য ছিল –
(ক) কৃষকরাজ প্রতিষ্ঠা
(খ) উপজাতিরাজ প্রতিষ্ঠা
(গ) স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠা
(ঘ) স্বাধীন ভারতের শাসন প্রতিষ্ঠা
উত্তরগুলি :- ১.১ (ক) ১.২ (খ) ১.৩ (খ) ১.৪ (ক) ১.৫ (ক) ১.৬ (খ) ১.৭ (গ) ১.৮ (ক) ১.৯ (ক) ১.১০ (গ)
SET – 3
১.১ কলকাতার অ্যালবার্ট হলে সর্বভারতীয় সম্মেলন কবে আহ্বান করা হয়?
(ক) ১৮৮০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৮২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৮১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৮৩ খ্রিস্টাব্দে
১.২ ‘ভারত সভা’-র প্রাণপুরুষ ছিলেন –
ক) দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়
(খ) শিবনাথ শাস্ত্রী
(গ) আনন্দমোহন বসু
(ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
১.৩ ‘বিদ্যার কারখানা’ ব্যঙ্গচিত্রটি এঁকেছিলেন –
ক) বলেন্দ্রনাথ ঠাকুর
(খ) রথীন্দ্রনাথ ঠাকুর
(গ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
১.৪ ‘বাংলা মুদ্রণ শিল্পের জন্মদাতা’ বলা হয় –
(ক) চার্লস উইলকিন্সকে
(খ) মার্শম্যানকে
(গ) উইলিয়াম কেরীকে
(ঘ) উইলিয়াম ওয়ার্ডকে
১.৫ ‘বেঙ্গল কেমিক্যাল’-এর প্রতিষ্ঠাতা ছিলেন –
(ক) নীলরতন সরকার
(খ) মনীন্দ্ৰচন্দ্ৰ নন্দী
(গ) জগদীশচন্দ্র বসু
(ঘ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়
১.৬ ‘রমন প্রতিক্রিয়া’ আবিষ্কৃত হয় –
(ক) বোম্বাই-এ
(খ) মাদ্রাজে
(গ) কলকাতায়
(ঘ) ব্যাঙ্গালোরে
১.৭ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করা হয়েছিল –
(ক) ভুবনডাঙার মাঠে
(খ) কমলডাঙার মাঠে
(গ) ফাঁসিডাঙার মাঠে
(ঘ) চাঁপাডাঙার মাঠে
১.৮ দ্বারভাঙা কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন –
(ক) স্বামী বিদ্যানন্দ
(খ) মাদারি পাশা
(গ) বাবা রামচন্দ্র
(ঘ) রাজেন্দ্রপ্রসাদ
১.৯ বারদৌলি সত্যাগ্রহ পরিচালনা কে করেন?
(ক) মহাত্মা গান্ধি
(খ) বল্লভভাই প্যাটেল
(গ) জে বি কৃপালনী
(ঘ) মহাদেব দেশাই
১.১০ ভারতে প্রথম ‘মে দিবস’ পালন করেন –
(ক) মানবেন্দ্রনাথ রায়
(খ) পি সি যোশী
(গ) সিঙ্গারাভেলু চেট্টিয়ার
(ঘ) এন এম যোশী
উত্তরগুলি :- ১.১ (ঘ) ১.২ (ঘ) ১.৩ (ঘ) ১.৪ (ক) ১.৫ (ঘ) ১.৬ (গ) ১.৭ (ক) ১.৮ (ক) ১.৯ (খ) ১.১০ (গ)
অন্যান্য → মাধ্যমিক ২০২৩ ভূগোল সাজেশন (টেস্ট এবং ফাইনাল) | Madhyamik 2023 Geography Suggestion
SET – 4
১.১ ‘সিপাহী বিদ্রোহ’ কথাটি প্রথম ব্যবহার করেন?
(ক) ডিজরেইলি
(খ) লর্ড ক্যানিং
(গ) জেনারেল আউট্রাম স্ট্যানলি
(ঘ) ভারত সচিব আর্ল স্ট্যানলি
১.২ আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনক
(ক) নন্দলাল বসু
(খ) গগনেন্দ্রনাথ ঠাকুর
(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) রামকিঙ্কর বেইজ
১.৩ ‘বন্দেমাতরম্’ সংগীতটি রচনা করেন
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) রজনীকান্ত সেন
১.৪ ‘গোরা’ উপন্যাসটি রচনা করেন –
(ক) বঙ্কিমচন্দ্র
(খ) রবীন্দ্রনাথ
(গ) সুকান্ত
(ঘ) শরৎচন্দ্র
১.৫ ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় –
(ক) গোয়াতে
(খ) বোম্বাই-এ
(গ) কলকাতায়
(ঘ) মাদ্রাজে
১.৬ সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেন –
(ক) এশিয়াটিক সোসাইটি
(খ) ডন সোসাইটি
(গ) কলকাতা স্কুল সোসাইটি
(ঘ) স্কুল বুক সোসাইটি
১.৭ ব্ৰষ্মচর্য আশ্রম প্রতিষ্ঠিত হয়
(ক) ১৮৬৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯১ খ্রিস্টাব্দে
(গ) ১৯০১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২১ খ্রিস্টাব্দে
১.৮ একা আন্দোলন হয়েছিল
(ক) যুক্তপ্রদেশে
(খ) বাংলায়
(গ) গুজরাটে
(ঘ) বিহারে
১.৯ স্বদেশি আন্দোলনের সময় একজন উল্লেখযোগ্য শ্রমিক নেতা হলে –
(ক) ব্যোমকেশ চক্রবর্তী
(খ) দ্বারকানাথ গাঙ্গুলী
(গ) শশীপদ বন্দ্যোপাধ্যায়
(ঘ) প্রভাত কুসুম রায়চৌধুরী
১.১০ ভারতে প্রথম ‘মে দিবস’ পালন করা হয় –
(ক) কলকাতায়
(খ) দিল্লীতে
(গ) মাদ্রাজে
(ঘ) বোম্বাইতে
উত্তরগুলি :- ১.১ (ঘ) ১.২ (খ) ১.৩ (গ) ১.৪ (খ) ১.৫ (ক) ১.৬ (খ) ১.৭ (গ) ১.৮ (ক) ১.৯ (ঘ) ১.১০ (গ)
SET – 5
১.১ প্রথম সবাক বাংলা চলচ্চিত্রটির নাম হল –
(ক) বিল্বমঙ্গল
(খ) জামাইষষ্ঠী
(গ) জন রাইট
(ঘ) মেঘে ঢাকা তারা
১.২ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় –
(ক) ১৮৩০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৪০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৪৫ খ্রিস্টাব্দে
১.৩ ‘আলালের ঘরে দুলাল’-এর রচয়িতা হলেন –
(ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
(খ) উমেশচন্দ্র দত্ত
(গ) মধুসূদন দত্ত
(ঘ) প্যারীচাঁদ মিত্র
১.৪ রিপন কলেজের বর্তমান নাম –
(ক) বেথুন কলেজ
(খ) বঙ্গবাসী কলে
(গ) সুরেন্দ্রনাথ কলেজ
(ঘ) আজাদ কলেজ
১.৫ ‘ব্রহ্মানন্দ’ নামে পরিচিত ছিলেন –
(ক) কেশবচন্দ্র সেন
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) রাধাকান্ত দেব
(ঘ) শিবনাথ শাস্ত্রী
১.৬ “পবিত্র কোরানে ফিরে যাও”—এই উক্তিটি করেন –
(ক) দুদুমিঞা
(খ) সৈয়দ আহমেদ
(গ) এনায়েত আলি
(ঘ) টিপু শাহ
১.৭ ‘চাঁদ গাজি’ নামে পরিচিত ছিলেন –
(ক) টিপু শাহ
(খ) কেরামত আলি
(গ) ফকির করিম শাহ
(ঘ) আবদুল আজিজ
১.৮ ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক ছিলেন –
(ক) কৃষ্ণদাস পাল
(খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
(গ) রামলোচন ঘোষ
(ঘ) কালীনাথ রায়
১.৯ ভারত সভার প্রথম সভাপতি ছিলেন –
(ক) রাজনারায়ণ বসু
(খ) শিবনাথ শাস্ত্রী
(গ) মনমোহন ঘোষ
(ঘ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যয়
১.১০ ‘বাংলার মুকুটহীন রাজা’ নামে পরিচিত ছিলেন –
(ক) আনন্দমোহন বসু
(খ) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যা
(গ) দাদাভাই নওরোজি
(ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্য
উত্তরগুলি :- ১.১ (খ) ১.২ (খ) ১.৩ (ঘ) ১.৪ (গ) ১.৫ (ক) ১.৬ (খ) ১.৭ (গ) ১.৮ (ক) ১.৯ (ঘ) ১.১০ (ঘ)
অন্যান্য → মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ (টেস্ট এবং ফাইনাল) | Madhyamik History Suggestion 2023
SET – 6
১.১ বাংলাদেশে প্রথম কালার প্রিন্টিং প্রবর্তন করেন –
(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
(খ) সুকুমার রায়
(গ) শরৎকুমার লাহিড়ী
(ঘ) গুরুদাস রায়
১.২ বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় –
(ক) ১৯১৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯২০ খ্রিস্টাব্দে
(খ) ১৯১৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২৫ খ্রিস্টাব্দে
১.৩ কোন মামলার রায়ে ভারতীয় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল –
(ক) দিল্লী মামলা
(খ) আলিপুর মামলা
(গ) মীরাট ষড়যন্ত্র মামলা
(ঘ) লাহোর মামলা
১.৪ ভারতে প্রথম ‘মে দিবস’ পালিত হয় –
(ক) কলকাতায়
(খ) মাদ্রাজে
(গ) বোম্বাইয়ে
(ঘ) দিল্লীতে
১.৫ র্যাডিক্যাল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠা করেন –
(ক) মানবেন্দ্র রায়
(খ) সুভাষচন্দ্র বসু
(গ) পি সি জোশী
(ঘ) মহাত্মা গান্ধি
১.৬ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন –
(ক) ভগৎ সিং
(খ) বিনয় বসু
(গ) সূর্য সেন
(ঘ) রাসবিহারী বসু
১.৭ গদর পার্টি প্রতিষ্ঠা করেন
(ক) অজিত সিং
(খ) লালা হরদয়ান
(গ) ভগৎ সিং
(ঘ) সূর্য সেন
১.৮ মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক ছিলেন
(ক) বীরসালিঙ্গম
(খ) বি আর আম্বেদকর
(গ) জগজীবন রাম
(ঘ) শ্রীহরিচাঁদ ঠাকুর
১.৯ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন –
(ক) মহাত্মা গান্ধি
(খ) জওহরলাল নেহরু
(গ) বাবু রাজেন্দ্রপ্রসাদ
(ঘ) নেতাজি
১.১০ দেশীয় রাজ্য ছিল না –
(ক) বোম্বাই
(খ) ভোপাল
(গ) হায়দ্রাবাদ
(ঘ) জয়পুর
উত্তর গুলি :- ১.১১ (ক) ১.১২ (খ) ১.১৩ (গ) ১.১৪ (খ) ১.১৫ (ক) ১.১৬ (গ) ১.১৭ (গ) ১.১৮ (ঘ) ১.১৯ (গ) ১.২০ (ক)
অন্যান্য → মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৩ | Madhyamik Life Science Suggestion 2023