মাধ্যমিক ২০২৩ ইতিহাস এর গুরুত্বপূর্ন কয়েকটি ম্যাপ পয়েন্টিং , যা প্র্যাকটিস করলে তুমিও পাবে পুরো নাম্বার!

Madhyamik History Map pointing Suggestion:

আমরা সবাই জানি মাধ্যমিকে ইতিহাসে ম্যাপ পয়েন্টিং দেওয়া হয়। মাধ্যমিকে ইতিহাসে যাতে ম্যাপ পয়েন্টিং এ সবাই পুরো নাম্বার পায় সেই উদ্দেশ্যে আমরা মাধ্যমিক ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং নিয়ে চলে এসেছি। এই ম্যাপ পয়েন্টিং গুলো ভালো করে প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই মাধ্যমিক ২০২৩ ইতিহাসের ম্যাপ পয়েন্টিং এ পুরো নাম্বার পাবে।

তোমরা যদি আমাদের এই ম্যাপ পয়েন্টিং এর সাজেসনটি পড়ে থাকো তাহলে তোমরা অবশ্যই একটি ভারতের ম্যাপ নিয়ে বসবে। এতে করে তোমরা একবারে আমরা ম্যাপে যা যা জায়গার নাম বলে দেব সবটাই একবারে প্র্যাকটিস করে নিতে পারো। ম্যাপ নিয়ে বসাটা পুরোটাই তোমাদের নিজের ইচ্ছা। তোমরা চাইলে এখন খাতায় নোট করে পরেও প্র্যাকটিস করতে পারো। আমরা আশাবাদী যে আমাদের আজকের এই আলোচনা তোমাদের ভালো লাগবে এবং আমাদের দেওয়া সাজেশন তোমাদের কাজে আসবে।

History Map pointing Suggestion

1. সাঁওতাল বিদ্রোহ এলাকা ( রাজমহল )।
2. নীল বিদ্রোহের একটি কেন্দ্র ( নদীয়া )।
3. দেশীয় রাজ্য – হায়দ্রাবাদ।
4. জুনাগর।
5. গুজরাট।
6. মহাবিদ্রোহের কেন্দ্র (ঝাসি)।
7. মুন্ডা বিদ্রোহ এলাকা (রাচি)।
8. চুয়াড় বিদ্রোহ এলাকা (মেদিনীপুর)।
9. বারাসাত বিদ্রোহ এলাকা।
10. নীল বিদ্রোহ এলাকা (যশোর)।
11. মহাবিদ্রোহ কেন্দ্র (মিরাট)।
12. মহারাষ্ট্র।
13. ওয়াহাবী আন্দোলন কেন্দ্র।

অন্যান্য → মাধ্যমিক ২০২৩ ভূগোল ম্যাপ পয়েন্টিং সাজেশন | Madhyamik 2023 Geography Map pointing Suggestion

→ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ (টেস্ট এবং ফাইনাল) | Madhyamik History Suggestion 2023

Back to top button