মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার নিয়ম বদল? তবে কি টেস্টে ফেল করলে ফাইনাল পরীক্ষা দিতে পারবেনা?
তবে কি বদলানো হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক টেস্ট এর নিয়ম?
মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের টেস্ট এ ফেল করলে কি ফেল হয়ে যাবে? এবছর টেস্ট পরীক্ষা নিয়ে কি নিয়ম করা হয়েছে তা নিয়ে আজকে আমাদের আলোচনা। অনেক ছাত্র-ছাত্রী আছে যারা টেস্ট পরীক্ষাকে তেমন গুরুত্ব দেয় না। তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে এটা একদমই করা উচিত নয় কারণ এ বছর টেস্ট পরীক্ষা নিয়ে নতুন নিয়ম জারি করা হয়েছে। এবছর থেকে শুরু হয়েছে এ নিয়ম যা গত বছর গুলিতে ছিল না।
টেস্ট পরীক্ষায় ফেল হলে কি ফাইনাল পরীক্ষায় বসতে পারবে না?
আমরা সবাই জানি যে গত বছরগুলিতে টেস্ট পরীক্ষায় অনেকে ফেল করলেও ফাইনালে বসতে পারতো। কিন্তু এ বছর নতুন নিয়ম করায় টেস্ট পরীক্ষায় যদি কোন ছাত্র অথবা ছাত্রী ফেল করে যায় তাহলে তাকে ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া হবে না। টেস্টে যদি তুমি ফেল করো তাহলে তোমাদের স্কুলের শিক্ষক তোমাদের ফাইনাল লিস্টে তোমার নাম সিলেক্ট করতে পারবেনা যার ফলে তুমি ফাইনাল পরীক্ষায় বুঝতে পারবে না।
টেস্ট পরীক্ষার নম্বর কি বোর্ডে পাঠাতে হবে?
আমরা জানি গত বছরে নিয়ম ছিল যে টেস্ট পরীক্ষা ছাত্রছাত্রীরা যা মার্কস পাবে তা বোর্ডের কাছে পাঠাতে হবে। কারণ ছিল যে গত বছরে আমরা একটা আশঙ্কা ছিল যে পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। কিন্তু এ বছরও এই একই নিয়ম রাখা হয়েছে। যদি এ বছর পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার কোন আশঙ্কা নেই তবুও বোর্ড এ বছরে ছাত্রছাত্রীদের টেস্টের মার্কস চেয়েছেন। সুতরাং তুমি যদি টেস্টে ফেল করো এবং সেই নম্বরটি যদি বোর্ডের কাছে চলে যায় এবং পরে যদি তুমি সেই অবস্থাতে ফাইনাল এক্সাম দাও তাহলে বোর্ড বুঝে যাবে যে তোমায় ফেল করানোর পরেও তোমাকে ফাইনালে বসানো হয়েছে এর ফলে তোমার স্কুলে বোর্ডের থেকে চাপ পড়তে পারে। এই কারণেই টেস্ট যে ফেল করবে স্কুল তাকে একদমই ফেল করিয়ে দেবে অর্থাৎ তাকে ফাইনাল পরীক্ষাতে বসতে দেওয়া হবে না।
টেস্টে ফেল করার পরেও কি ফাইনালে বসতে পারবে?
কোন প্রার্থী যদি টেস্টে ফেল করার পরে মনে করে যে আমি ফাইনাল পরীক্ষার দেব। এক্ষেত্রে তাকে স্কুলের হেডমাস্টারের সঙ্গে কথা বলতে হবে এবং ওই হেডমাস্টারের ফেল করা ছাত্র অথবা ছাত্রীকে কোনোভাবে পাস করিয়ে সেই নম্বর বোর্ডের কাছে পাঠালে তবে সে টেস্টে ফেল করার পরেও ফাইনালে বসতে পারবে। কিন্তু কোন স্কুলের হেডমাস্টার এই রিক্সটি নিতে চাবেন না তো বাহুল্য যে টেস্টে তোমাকে ভালো ফল পেতেই হবে।
আরো জানুন → মাধ্যমিক ইতিহাস (শুধুমাত্র সাল) সাজেশন ২০২৩ | Madhyamik History Suggestion 2023 | ইতিহাসের সালের প্রশ্ন
স্কুলে প্রজেক্ট না দিলে কি ফেল করিয়ে দেবে?
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল ছাত্র-ছাত্রীদের এই প্রজেক্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই প্রজেক্ট নম্বর মাধ্যমিক কত উচ্চ মাধ্যমিক দুটি ক্ষেত্রেই ফাইনাল মার্কশিটে যোগ হয়। তো বলা যেতে পারে যে কোন ক্যান্ডিডেট বা ছাত্র-ছাত্রী যদি প্রজেক্ট না দেয় তাহলে সে ক্ষেত্র তাকে একই সমস্যার সম্মুখীন হতে হবে অর্থাৎ তাকে ফেল করানো যেতে পারে।
তো এবছরের নিয়ম মাথায় রেখে এটা বলা বাহুল্য যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের প্রজেক্টে এবং টেস্ট পরীক্ষাকে ফেলনা না ভেবে ভালোভাবে পড়ে টেস্ট পরীক্ষাটি দেওয়া এবং প্রজেক্ট গুলো ছেলেদের কাছে জমা দেওয়া। টেস্ট পরীক্ষার থেকে ভালোভাবে দিও এবং আমরা আশা করছি তোমরা সকলেই ভালোভাবে পরীক্ষা দেবে।