মাধ্যমিক ২০২৩ এর কবিতা এবং কোনি থেকে পুরো বড় প্রশ্ন সাজেশন, এগুলি পড়লে তুমিও পেতে পারো মাধ্যমিকে পুরো নম্বর

Madhyamik 2023 Bengali Suggestion (Poem and Koni)

তুমিও কি মাধ্যমিক এবং স্কুলের টেস্ট পরীক্ষা তে পুরো নাম্বার পেতে চাও? তাহলে আমাদের আজকের সাজেশনটা তোমার প্রচুর কাজে লাগবে। আমাদের আজকের সাজেশন এর মাধ্যমিকের বাংলার কবিতা এবং কোনি থেকে কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন সাজেশন দেওয়া হয়েছে। এই সাজেশন গুলি ভালোভাবে যদি কমপ্লিট করে নিতে পারে তাহলে তুমি মাধ্যমিক এবং স্কুলের টেস্টে ভালো ফল করবে। তো আমরা আশাবাদী যে আমাদের আজকের সাজেশন তোমাদের ভালো লাগবে।

Madhyamik Bengali Suggestion

অসুখা একজন

[৫ নাম্বারের বড় প্রশ্নের জন্য ]

১. কবিতা অবলম্বনে যুদ্ধের পরিণতি/কবিতার মূল বক্তব্য থুব ভালো করে পড়ে রাখবে ।

[ ‘তারপর যুদ্ধ এল’/ ‘যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা’ / ‘সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে’ /’সমস্ত সমতলে ধরে গেল আগুন]

[৩ নাম্বারের মাঝারি প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ লাইন ]

(প্রত্যেকটা লাইনের ক্ষেত্রেই প্রসঙ্গ এবং ব্যাখ্যা খুব ভালো করে পড়তে হবে)

১. “সেই মেয়েটির মৃত্যু হলো না/ সেই মেয়েটি আমার অপেক্ষায় ” মেয়েটির পরিচয়। কেন তার মৃত্যু হয়নি বা কেন সে অপেক্ষায়?

২. “তারা আর স্বপ্ন দেখতে পারলো না’ তারা কারা? কেন তারা স্বপ্ন দেখতে পারেনি?

৩. “আমি তাকে ছেড়ে দিলাম” বক্তা কাকে কেন ছেড়ে দিলেন? বক্তার বেদনার পরিচয় দাও।

৪. “নেমে এলো তার মাথার ওপর” কার মাথার উপর কি কিভাবে কেন নেমে এসেছিল?

আয় আরো বেঁধে বেঁধে থাকি

[৫ নাম্বারের বড় প্রশ্নের জন্য ]

১. “আয় আরো বেঁধে বেঁধে থাকি” কবিতার নামকরণের সার্থকতা।

২. কবিতার প্রেক্ষাপট এবং কবিতায় সংকট মুক্তি/ আশাবাদ কিভাবে ধ্বনিত হয়েছে তা লেখ। (বিষয়বস্তু)

[৩ নাম্বারের মাঝারি প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ লাইন]

(প্রত্যেকটা লাইনের ক্ষেত্রেই প্রসঙ্গ এবং ব্যাখ্যা খুব ভালো করে পড়ে রাখবে)

১. আমাদের পথ নেই আর
২.আমাদের চোখমুখ ঢাকা
৩. পৃথিবী হয়তো বেঁচে আছে/ পৃথিবী হয়তো গেছে মরে
৪. আমাদের ইতিহাস নেই
৫.আমরা ফিরেছি দূরে দূরে
৬. “আয় আরো বেঁধে বেঁধে থাকি” কাদের উদ্দেশ্যে কেন এই আহ্বান ?

অন্যান্য→ মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন | Madhyamik Suggestion | ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩ | Class 10 Physical Science Suggestion

আফ্রিকা

[ ৫ নাম্বারের বড় প্রশ্নের জন্য ]

১. “চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে” -কার ইতিহাসে কিভাবে অপমানের চিরচিহ্ন মুদ্রিত হয়েছিল? /”সভ্যের বর্বরলোব নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা” – সভ্যের বর্বর লোক কিভাবে নিজেদের নির্লজ্জ অমানুষতাকে নগ্ন করেছিল কবিতা অবলম্বনে তা আলোচনা করো।

[৩ নাম্বারের মাঝারি প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ লাইন]

(প্রত্যেকটা লাইনের ক্ষেত্রেই প্রসঙ্গ এবং ব্যাখ্যা খুব ভালো করে পড়ে রাখবে)

১. এসো যুগান্তের কবি / দাঁড়াও ওই মানহারা মানবের ধারে / সেই হোক তোমার সভ্যতার শেষ
পুণ্য বাণী
২. হায় ছায়াবৃতা
৩. সেখানে নিভৃত অবকাশে তুমি
৪. সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়
৫. ছিনিয়ে নিয়ে গেল তোমাকে/উদ্ভ্রান্ত সেই আদিম যুগে

অভিষেক

[ ৫ নাম্বারের বড় প্রশ্নের জন্য ]

১. ইন্দ্রজিৎ ও রাবণ রাজা চরিত্র।
২. “নমি পুত্র পিতার চরণে” পিতা ও পুত্রের কথোপকথন লেখ

[৩ নাম্বারের মাঝারি প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ লাইন ]

(প্রত্যেকটা লাইনের ক্ষেত্রেই প্রসঙ্গ এবং ব্যাখ্যা খুব ভালো করে পড়ে রাখবে)

১. বিধি বাম মম প্রতি
২. হা ধিক মোরে / সাজিলা রথীন্দ্রৱর্ষভ
৩. কহিলা কাঁদিয়া ধনি / হেনকালে প্রমিলা সুন্দরী ধরি পতি কর যুগ
৪. সাজিছে রাবণ রাজা
৫. ঘুচাবো এই অপবাদ বধি রিপু কূলে
৬. জিজ্ঞাসা মহাবাহু বিস্ময় মানিয়া / এ অদ্ভুত বারতা জননী কোথা পাইলে তুমি

প্রলয়োল্লাস

[ ৫ নাম্বারের বড় প্রশ্নের জন্য ]

১. কবিতায় কবির প্রতিবাদী সত্তা/বিদ্রোহী মানসিকতার পরিচয় দাও / প্রলয় কেন উল্লাসে পরিণত হবে কবিতা অবলম্বনে আলোচনা করো। (বিষয়বস্তু)

[৩ নাম্বারের মাঝারি প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ লাইন]

(প্রত্যেকটা লাইনের ক্ষেত্রেই প্রসঙ্গ এবং ব্যাখ্যা খুব ভালো করে পড়ে রাখবে)

প্রলয়োল্লাস

[ ৫ নাম্বারের বড় প্রশ্নের জন্য ]

১. কবিতায় কবির প্রতিবাদী সত্তা/বিদ্রোহী মানসিকতার পরিচয় দাও / প্রলয় কেন উল্লাসে পরিণত হবে কবিতা অবলম্বনে আলোচনা করো। (বিষয়বস্তু)

[৩ নাম্বারের মাঝারি প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ লাইন]

(প্রত্যেকটা লাইনের ক্ষেত্রেই প্রসঙ্গ এবং ব্যাখ্যা খুব ভালো করে পড়ে রাখবে)

১. তোরা সব জয়ধ্বনি কর
২. ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর / আসছি নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন
৩. প্রলয় দেখে ভয় কেন তোর / ভাঙ্গা গড়ার খেলা যে তার কিসের তবে ডর
৪. মাভৈঃ মাভৈঃ জগৎজুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে
৫. আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল
৬. জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে

সিন্ধুতীরে

[বড় প্রশ্ন/ মাঝারি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল]

[৫ নাম্বারের বড় প্রশ্নের জন্য]

১. সমুদ্র কন্যা পদ্মার আচার বিচার বা চরিত্র বিশ্লেষণ করো।
২. “পঞ্চকন্যা পাইল চেতন” পঞ্চকন্যা পরিচয় সহ তারা কিভাবে চেতনা ফিরে পেল কবিতা অবলম্বনে লেখো।

[৩ নাম্বারের মাঝারি প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ লাইন ]

(প্রত্যেকটা লাইনের ক্ষেত্রেই প্রসঙ্গ এবং ব্যাখ্যা খুব ভালো করে পড়ে রাখবে)

১. কন্যারে ফেলিলো যথা – সেই স্থানের বর্ণনা খুব ভালো করে পড়বে। (দিব্য পুরি সমুদ্র মাঝার/অতি মনোহর দেশ/ তথা কন্যা থাকে সর্বক্ষণ)
২. দেখি আর রূপের কলা / বিস্মিত হইল বালা
৩. অনুমান করে নিজে চিতে
৪. বিধি মোরে না করো নৈরাশ
৫. শ্রীযুত মাগন… সুরাচন

অস্ত্রের বিরুদ্ধে গান

[৫ নাম্বারের বড় প্রশ্নের জন্য ]

১. কবিতার মূল বিষয়বস্তু অথবা যুদ্ধবিরোধী মনোভাব এই কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা
আলোচনা করো।

[৩ নাম্বারের মাঝারি প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ লাইন ]

(প্রত্যেকটা লাইনের ক্ষেত্রেই প্রসঙ্গ এবং ব্যাখ্যা খুব ভালো করে পড়ে রাখবে)

১. বর্ম খুলে দেখো আদুড় গায়ে
২. গান দাঁড়ালো ঋষি বাল
৩. অস্ত্র ফেলো গানের দুটি পায়ে /অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়
৪. মাথায় কত শকুন বা চাল/ আমার শুধু একটা কোকিল
৫. রক্ত মুছে শুধু গানের গায়
৬. আমি এখন হাজার হতে পারে

কোনি

[কোন শর্ট প্রশ্ন আসবে না শুধুমাত্র ৫ নাম্বারের বড় প্রশ্ন আসবে]

১. বারুনীর দিনের গঙ্গা ঘাটের বর্ণনা।

২. কোনি, ক্ষিতিশ, বিষ্টুধর ও লীলাবতী চরিত্র।

৩. কোনির জীবনে ক্ষতিসের অবদান।

৪. দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে কোনির জীবন সংগ্রাম।

৫. ফাইট কোনি ফাইট – লাইনটির প্রাসঙ্গিকতা।

৬. কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল থাবে।

৭. হঠাৎ কোনীর দুচোখ জলে ভরে এলো।

৮. তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে।

৯. চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে।

১০. বিষ্টু ধরের বডি ম্যাসাজ।

১২. এটাকে বুকের মধ্যে পুষে রাখুক।

১৩. হঠাৎ তার চোখে ভেসে উঠল ৭০ সংখ্যাটা।

১৪. অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল।

১৫. জুপিটার ক্লাব ক্ষিতিশের বিরুদ্ধে কোন কোন অভিযোগ এনেছিল, ক্ষিতীশ তার কী জবাব দিয়েছিল ?

১৬. প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়ে উঠেছিল
১৭. চার লক্ষ টাকা খরচ করে আপনি আপনার শরীরটাকে চাকর বানাতে পারবেন না।

১৮. পনির জন্য ক্ষিতীশ যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিল তার পরিচয় দাও।

১৯. মেডেল তুচ্ছ ব্যাপার কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক।

২০. চোর চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে ।

অন্যান্য →মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার নিয়ম বদল? তবে কি টেস্টে ফেল করলে ফাইনাল পরীক্ষা দিতে পারবেনা? 

Back to top button