মাধ্যমিক ২০২৩ ভূগোল সাজেশন (টেস্ট এবং ফাইনাল) | Madhyamik 2023 Geography Suggestion
Class 10 Geography Suggestion (test and Final)
দেখতে দেখতে মাধ্যমিক টেস্ট পরীক্ষা চলে এসেছে। এরকম অনেক মাধ্যমিক ছাত্র-ছাত্রী আছে যারা টেস্ট পরীক্ষার জন্য এখনো ভালোভাবে প্রিপারেশন নিতে পারোনি। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে পারোনি তাদের সুবিধার্থে আমরা কিছু সাজেশন তৈরি করেছি। তোমরা যাতে এই সাজেশনগুলি পড়ে টেস্ট পরীক্ষা ভালোভাবে দিতে পারো। এখানে আমরা মাধ্যমিককে ভূগোলের কিছু বড় কোশ্চেন এবং তিন নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আমরা আশা করছি যে তোমাদের এই ভূগোল সাজেশনটি ভালো লাগবে এবং তোমরা এই সাজেশন টি পেয়ে উপকৃত হবে।
৫ নাম্বারের বড় প্রশ্ন
1. নদীর / হিমবাহের / বায়ুর ক্ষয় কাজের
ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ বিবরণ। ****
2. বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন সুন্দরবনের
ওপর কী প্রভাব ফেলেছে? ****
3. জলাধার ও বায়ুর মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ লেখো।*****
4. চিত্রসহ বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো ***
5. নিয়ত বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক / বিভিন্ন প্রকার নিয়ত বায়ু সম্পর্কে লেখ। ****
6. সমুদ্রস্রোত সৃষ্টির কারন ও প্রভাব লেখো।**
7. জোয়ার ভাটার কারণ চিত্রসহ লেখো। জোয়ার ভাটার প্রভাব বা ফলাফল লেখ। ***
8. চা, কার্পাস, আখ, কফি, গম চাষের অনুকূল ভৌগলিক পরিবেশ লেখো। ****
9.পশ্চিম ভারতের কার্পাস ও পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ লেখো. ****
10. ভারতের জনসংখ্যা বন্টনের কারণ লেখো / অসম জন বন্টনের কারণ।****
উপরের যে ১০ টি প্রশ্ন দেয়া হলো এই কটি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নাও কারণ এগুলি তোমাদের শুধুমাত্র টেস্ট নয় বরঞ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর নিচে আমি যে কটি প্রশ্ন দিচ্ছি সে কটি প্রশ্ন যদি তোমাদের স্কুলের শিক্ষকরা ক্লাসে আলোচনা করে থাকে তবেই ভালোভাবে করবে নয়তো তেমন গুরুত্ব দিয়ে না পড়লেও চলবে।
1. বায়ুর উষ্ণতার তারতম্যর তিনটি কারণ লেখো।***
2. বায়ুমন্ডলের যে কোনো দুটি স্তরের বিবরণ।
3. ভূমধ্যসাগরীয় ও মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট ।
4. দৈর্ঘ্য, প্রস্থ অনুসারে হিমালয়ের শ্রেণিবিভাগ।
5. উত্তর ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য।
6. ভারতের মাটির শ্রেণীবিভাগ করে দুটির বিবরণ।
7. ভারতের জলবায়ু তে মৌসুমী বায়ুর প্রভাব।
8. হিমোবাহ ও জলাধারের মিলিত কাজের ফলে
সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ লেখো।
৩ নম্বরের প্রশ্ন
১. অবরোহন ও আরোহনের পার্থক্য লেখো।
২. গিরিখাত ও ক্যানিয়ন পার্থক্য।
৩. নদীর ক্ষয়ের বিভিন্ন প্রক্রিয়া লেখো।
৪.পার্বত্য প্রবাহে V ও I আকৃতির উপত্যকা গঠিত হয় কেন?
৫. নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি কারণ লেখো?
৬. জলপ্রপাতের পশ্চাৎপশারণ বলতে কী বোঝো?
৭. রসে মোতানে ও ড্রামলিন পার্থক্য।
৮. মহাদেশীয় ও উপত্যকা হিমোবাহের পার্থক্য।
৯. হিমবাহের ক্ষয়ের প্রক্রিয়া লেখো।
১০. পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য।
১১. জিওগেন ও ইযারডাং পার্থক্য।
১২. মরুকরণের কারণ ও প্রতিরোধের উপায়।
১৩. ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ার পার্থক্য।
১৪. ট্রপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার কমে
যাওয়ার কারণ।
১৫. ওজোন স্তরে গুরুত্ব এবং বিনাশের কারন কী?
১৬. বায়ু উত্তপ্ত হওয়ার পদ্ধতি লেখো।
১৭. বিশ্বয়নের প্রভাব লেখো।
১৮. বায়ুর চাপ বলয়ের সীমানা পরিবর্তনের কারণ ।
১৯. জেট বায়ু কী ও বৈশিষ্ট লেখো।
২০. নিউফাউন্ডেল্যান্ড ঘন কুয়াশা, ঝড়ঝঞ্ঝা সৃষ্টি কারণ লেখ।
২১.ভরা ও মরা কোটালের পার্থক্য।
২২. মুখ্য ও গৌণ জোয়ারের পার্থক্য
২৩. কোনো স্থানে দু বার মুখ্য জোয়ারের সময়ের ব্যাবধান 24ঘন্টা 52 মিনিট হয় কেন?
২৪. বজ্র ব্যবস্থাপনায় 3R/4R গুরুত্ব লেখ।
২৫. বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি এবং প্রয়োজনীতা লেখ।
২৬.ভাগীরথী হুগলি নদীতে বর্জ্যের প্রভাব লেখ।
২৭. বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো।
২৮. বৃষ্টির জল সংরক্ষনে তামিলনাড়ু ভূমিকা।
২৯. অতিরিক্ত ভৌমজল উত্তোলনের সমস্যা কী তা লেখ ।
৩০. ভারতের জলবায়ু নিয়ন্ত্রণে হিমালয় পর্বতের প্রভাব লেখ ।
৩১. করমন্ডল উপুকুলে বছরে দুবার বৃষ্টি হয় কেন?
৩২. মাটি সংরক্ষনের উপায় লেখো।
৩৩. ভাঙার ও খাদার পার্থক্য।
৩৪. বন সংরক্ষনের উপায় কী?
৩৫. খারিফ ও রবি শস্য এর পার্থক লেখ।
৩৬. পাঞ্জাব হরিয়ানা কৃষি সমৃদ্ধির কারণ কি?
৩৭. ভারতের কৃষির সমস্যার সমাধানকল্পে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে?
৩৮. ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নতির কারণ কি?
৩৯.বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামালের পার্থক্য।
৪০. শহর গড়ে ওঠার কারণ কি
৪১. নগরায়নের সমস্যা লেখো।
৪২. পরিবহন ও যোগাযোগ পার্থক্য।
৪৩. সড়ক, রেল, জলপথের তিনটি করে সুবিধা অথবা অসুবিধা লেখো।
৪৪. রেলপথকে জাতীয় জীবন রেখা বলে কেন?
৪৫. সান সিনক্রোনাস ও জিওগ্ স্টেশনারী স্যাটেলাইট পার্থক্য।
৪৬. উপগ্রহ ও ভূবৈচিসূচক মানচিত্র পার্থক্য লেখ।
৪৭. উপগ্রহ চিত্রের ব্যবহার, গুরুত্ব, পর্যায় লেখো।
৪৮. ভূবৈচিত্ৰক মানচিত্রের উদ্দেশে লেখো।
অন্যান্য → মাধ্যমিক ২০২৩ ভূগোল ম্যাপ পয়েন্টিং সাজেশন | Madhyamik 2023 Geography Map pointing Suggestion
আমরা সবাই জানি যে শর্ট প্রশ্নের কোন সাজেশন হয় না। শর্ট প্রশ্ন এবং দুই নাম্বারের প্রশ্নের জন্য, বিদ্যালয়ের শিক্ষকেরা ক্লাসে যে প্রশ্ন গুলি আলোচনা করেছেন সেগুলিকেই প্র্যাকটিস করতে হবে অথবা টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে।