মাধ্যমিক ২০২৩ ভূগোল ম্যাপ পয়েন্টিং সাজেশন | Madhyamik 2023 Geography Map pointing Suggestion
Madhyamik 2023 Geography Map pointing Suggestion
আমরা সবাই জানি মাধ্যমিকে ভূগোলে ১০ নম্বরের ম্যাপ পয়েন্টিং দেওয়া হয়। মাধ্যমিকে ভূগোলে যাতে ১০ নম্বরে ম্যাপ পয়েন্টিং এর সবাই দশে দশ পায় সেই উদ্দেশ্যে আমরা মাধ্যমিক ভূগোলের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং নিয়ে চলে এসেছি। এই ম্যাপ পয়েন্টিং গুলো ভালো করে প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই মাধ্যমিক ২০২৩ এর ম্যাপ পয়েন্টিং এ দশে মধ্যে ১০ পাবে।
তোমরা যদি আমাদের এই ম্যাপ পয়েন্টিং এর আর্টিকেলটি পড়ে থাকো তাহলে তোমরা অবশ্যই একটি ভারতের ম্যাপ নিয়ে বসবে। এতে করে তোমরা একবারে আমরা ম্যাপে যা যা জায়গার নাম বলে দেব সবটাই একবারে প্র্যাকটিস করে নিতে পারো। ম্যাপ নিয়ে বসাটা পুরোটাই তোমাদের নিজের ইচ্ছা। তোমরা চাইলে এখন খাতায় নোট করে পরেও প্র্যাকটিস করতে পারো। আমরা আশাবাদী যে আমাদের আজকের এই আলোচনা তোমাদের ভালো লাগবে।
1. একটি গম উৎপাদক অঞ্চল।
2. একটি অন্ত:বাহিনী নদী (লুনি নদী)।
3. আরাবল্লী পর্বত।
4. একটি করমুক্ত বন্দর।
5. একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল।
6. গোয়ার একটি বন্দর (মর্মাগাঁও)।
7. ভারতের একটি ইস্পাত কেন্দ্র (সালেম)।
8. বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বা করমন্ডল উপকূল।
9. পুলিকট হ্রদ।
10. চিরহরিৎ অরণ্য অঞ্চল।
11. পিরপাঞ্জাল পর্বতমালা।
12. উত্তর ভারতের মেগাসিটি (দিল্লি)
13. লাক্ষাদ্বীপ।
14. কফি উৎপাদক অঞ্চল (কর্ণাটক)।
15. পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র (বার্নপুর)।
16. পশ্চিমবঙ্গের পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র বা পূর্ব ভারতের একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র (হলদিয়া)।
17. ভারতের মরু উদ্ভিদ।
18. নর্মদা নদী।
19. কঙ্কন উপকূল।
20. ছোটনাগপুর মালভূমি।
21. পূর্ব ভারতের রেল ইঞ্জিন কারখানা বা চিত্তরঞ্জন।
22. পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল (দার্জিলিং)।
23. ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল।
24. লাদাখ মালভূমি।
25. দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর (চেন্নাই)।
26. পোর্ট ব্লেয়ার বন্দর।
27. বেঙ্গালুরু।
28. মালাবার উপকূল।
29. ভারতের বৃহত্তম জনবহুল শহর (মুম্বাই)।
30. এলাহাবাদ।
অন্যান্য → মাধ্যমিক ২০২৩ এর বাংলা সাজেশন | Madhyamik Bengali Suggestion 2023 | BanglaSuggestion
আমরা আশা করি যে আমাদের আজকের এই ম্যাপ পয়েন্টিং এর সাজেশন তোমাদের ভালো লেগেছে। আমাদের আজকেরে ৩০ টি ম্যাপ পয়েন্টিং দেয়া হল তোমরা যদি ম্যাপ পয়েন্টিং গুলো ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারো তাহলে তোমরা ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ে অনেকটাই উপকৃত হবে।