Lottery Winning Tricks: আপনি কি লটারি কেটে লাখ পতি হতে চান ? লটারি কাটার জন্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ টিপস !
Lottery Winning Tricks: অর্থনৈতিক পরিস্থিতি সব সময় ভালো যায় না , অনেক সময় এতটাই খারাপ যাই যে তখন মনে হয় যদি একটু লটারি কেটে কিছু টাকা জেতা যেত, তাহলে হয়তো এই লটারি থেকে জেতা টাকায় এই খারাপ সময়টি উদ্ধার হতো। কোনো প্রকার পরিশ্রম ছাড়াই লটারি জিতবো এটা ভেবে নেওয়াও কিন্তু ভুল হবে, টাকা উপার্জনের জন্য অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু মাঝে মধ্যে একটু লটারি কেটে দেখতে পারেন। বর্তমান পরিস্থিতি এমন হয়েছে যে প্রায় কেও না কেও লটারি কেটে কোটি পতি হচ্ছে? এই সব দেখে আপনার মনে হতে পারে যে একটু লটারি কেটে দেখতে, কিন্তু এই লটারি কাটার সময় আপনকে মনে রাখতে হবে এই সহজ টিপস গুলি। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই লটারি কাটার সময় অনেক ঝুঁকি থাকে। এই সমস্ত জায়গায় টাকা ঢালার আগে অবশ্যই একটু ভেবে চিন্তে টাকা ঢালবেন কারণ এখানে অনেক ঝুঁকি রয়েছে। তবে আপনি যদি লটারি কাটতে চান তাহলে আপনি অবশ্যই এই টিপস গুলি মেনে চলবেন।
ডিসক্লেমার :লটারি কাটাটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই কারনেই লটারি কাটার আগে সব দিক দেখে শুনে কাটবেন নাহলে কোনো সমস্যা হলে আমাদের Banglasuggestion সাইট কোনোভাবেই দায়ী থাকবে না।
১) আপনি যদি দেখেন যে আগের দিন 2,4,6,8 এই ঘরের সংখ্যা পুরষ্কার পেয়েছে তাহলে সে ক্ষেত্রে বুঝতে হবে, পরের দিন বা পরের বারের খেলাতে 3,5,7,9 ঘরের সংখ্যার পুরস্কার পাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে।
২) যদি কোন লটারির দ্বিতীয় সংখ্যাটি ৫৩ হয় এক্ষেত্রে শেষ সংখ্যাটি এমন একটা সংখ্যা হবে, যার সাথে ৩ এর বিয়োগফল -১, ০, ১ হবে। এক্ষেত্রে শেষ সংখ্যাটি ২, ৩ বা ৪ যে কোনো একটি হতে পারে। মিরর রিফ্লেক্সশন যেমন, 23432, 63036, 71917, 78387 এগুলো প্রত্যেকটি মিরর রিফ্লেকশন যুক্ত সংখ্যা। কারণ, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার পুনরাবৃত্তি হয়েছে চতুর্থ এবং পঞ্চম স্থানে। এই নম্বরে টিকিট কেটে দেখতে পারেন। আপনার ভাগ্য সংখ্যাতেও পারে।
৩) বর্তমানে অনেক জায়গাতেই অনেক লটারি বিক্রেতা বা সেন্টার খুলেছে , আপনি প্রথম দিন যেই দোকান বা সেন্টার থেকে লটারি জিতেছেন পরের দিন একটা অন্য দোকান বা সেন্টার থেকে লটারি কেটে দেখতে পারেন , এক্ষেত্রে লটারি জেতার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে ।
৪) আপনি যদি দেখেন যে কোনো সেন্টার থেকে সকালে প্রচুর পরিমাণে লটারি জিতেছে , এক্ষেত্রে আপনি রাতে সেই দোকান থেকে লটারি না কেটে পরের দিন কাটতে পারেন , এক্ষেত্রে জেটারি সম্ভবনাও অনেক বেশি থাকে।
৫) বর্তমানের যুগ হলো অনলাইনের যুগ। তাই এই অনলাইনের যুগে সুবিধার জন্য লটারির ব্যবস্থাকে অনলাইনে কাটার সুবিধা করে দিয়েছে। এক্ষেত্রে আপনি অনলাইনে লটারি কাটতে পারেন কারণ অনেক সময় লটারি কাটার পর সেই টিকিট হারিয়ে গেলে আপনি কোন টাকা পাবেন না।