কীভাবে 2 মিনিটের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট চেক করবেন জেনে নিন
আগামী 3 তারিখে মাধ্যমিকের রেজাল্ট। তো যারা মাধ্যমিকের ছাত্র-ছাত্রী রয়েছো বা অভিভাবক হোক কিংবা স্যারেরা রয়েছে যারা নিজেদের স্টুডেন্ট বা নিজেদের ছেলেমেয়েদের মাধ্যমিকের রেজাল্ট বাড়িতে বসে চেক করতে চাই আজকে তথ্যটি তাদের জন্য।
আমি এই নিবন্ধে তোমাদের জানাবো যে কিভাবে তোমরা দু মিনিটের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট বাড়িতে বসে কম্পিউটার হোক কিংবা ল্যাপটপ হোক কিংবা মোবাইল যেকোন কিছুর সাহায্যেই মাত্র দু মিনিটের মধ্যে চেক করতে পারবে। শুধু দেখায় নয় সেই রেজাল্ট তোমরা কিভাবে ডাউনলোড করতে পারবে নিজেদের ডিভাইসে সেই পদ্ধতিও কিন্তু জানতে পারবেন আজকের এই নিবন্ধে।
কত নাম্বার পেলে কোন ডিভিশন হয় কত নম্বরে পাশ হয় এ বছর যারা একটু কম নাম্বার পেয়েছে তাদের কি গ্রেস মার্ক দিয়ে পাস করিয়ে দেওয়া হবে ইত্যাদি সমস্ত রকমের তথ্যই কিন্তু জানাবো।
শুধু তাই নয় এছাড়াও আরও আরেকটি তথ্য হয়তো তোমরা জানতে পেরেছ যে বছর বোর্ড কিছু ছাত্র ছাত্রী রেজাল্ট কিন্তু আটকে দেবে তো কাদের রেজাল্ট আটকাচ্ছে তার মধ্যে তুমি আছো কিনা। এছাড়াও তারা পরবর্তী দু-তিন বছর পরীক্ষাতেই বসতে পারবে না বলেও সূত্রে খবর জানা গেছে। সে সমস্ত কিছু তথ্য কিন্তু জানতে পারবে যদি আজকের এই তথ্যটি তোমরা মনোযোগ সহকারে পড়ো তাহলে। তাহলে চলো জেনে নেওয়া যাক।
আগামী ৩রা জুন বোর্ডের নির্ধারিত সময় অর্থাৎ সকাল ১০ টার পর তুমি যখন wbresults.nic.in এই ওয়েবসাইটে যাবে তখনই কিন্তু তুমি তোমার মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবে। তার আগে কিন্তু কোনোভাবেই তুমি তোমার রেজাল্ট দেখতে পারবে না।
এই ওয়েব সাইটে যাওয়ার পর তোমরা একটি অ্যানাউন্সমেন্ট বক্স দেখতে পাবে। যার মধ্যে সবার উপরেই কিন্তু WB Madhymik Result 2022 বলে একটি নতুন লিঙ্ক ওপেন হবে। যেখানে ক্লিক করলেই তোমরা নিচে দেওয়া ছবির মতই একটি পেজ দেখতে পাবে।
ছবিতে তোমরা হয়তো দেখতে পাচ্ছ সবার প্রথমেই তোমাকে তোমার রোল নম্বর লিখতে হবে তারপরে তোমার Date of birth (জন্ম তারিখ) লিখতে হবে। এই দুটি সঠিকভাবে দেখে নিয়ে ফিলাপ করে ‘submit’ বটনে ক্লিক করলেই কিন্তু তোমার সামনে তোমার রেজাল্ট শো হবে।
বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় যে যখন মাধ্যমিকের রেজাল্ট আউট হয় তখন অনেক জন একসঙ্গে ওয়েবসাইট ভিজিট করার ফলে ওয়েবসাইটের সার্ভার কিন্তু পুরো ডাউন হয়ে যায়।
এতে তোমাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই। সকাল ১০ টার পরে না হলেও ১০.৩০ টার পরে তোমরা অবশ্যই তোমাদের রেজাল্ট কিন্তু দেখতে পারবে।
তোমাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই যে তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু এই dd/mm/yyyy ফরম্যাটে লিখতে হবে। অর্থাৎ সবার প্রথমে লিখতে হবে ডেট তারপরে মাস এবং তারপরে সাল লিখতে হবে।
আমি এই একটি ওয়েবসাইট ছাড়াও কিন্তু বোর্ডের তরফ থেকে ঘোষিত আরো 11 টি ওয়েবসাইট এর লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি। যেই প্রত্যেকটি ওয়েবসাইটে তোমরা ভিজিট করে তোমাদের রেজাল্ট দেখতে পারবে।
i) www.schools9.com
ii) www.wbbse.wb.gov.in
iii) www.jagranjosh.com
iv) http://wbresults.nic.in (recommended)
v) www.vidyavision.com
vi) www.exametc.com
vii) www.news18bangla.com
viii) http://abpananda.abplive.in
ix) Bangla.hindustantimes.com
x) www.anandabazar.com
xi) www.fastresult.in
xii) www.indiaresults.com
xiii) www.indiatoday.in/education-today
xiv) www.results.shiksha
তবে এই সমস্ত ওয়েবসাইটগুলির থেকে সবথেকে বেশি ফাস্ট এবং সবথেকে বেশি প্রচলিত ওয়েবসাইট হচ্ছে wbresults.nic.in
শুধু ওয়েবসাইটের মাধ্যমে নয়, তোমরা কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্ট মোবাইলে এসএমএসের মাধ্যমেও দেখতে পারবে। সেটা কিভাবে একটু জেনে নিই।
‘WB10 <space> Roll Number’ then Send to 5676750
অর্থাৎ সবার প্রথমে তোমাকে WB10 লিখতে হবে তারপরে একটু ফাঁকা জায়গা অর্থাৎ স্পেস দিয়ে নিজের রোল নাম্বার নির্ভুল ভাবে লিখতে হবে। তারপরে কিন্তু সেই SMS টা তোমাদের 5676750 নম্বরে সেন্ড করে দিতে হবে।
এছাড়াও কিন্তু তুমি নিচে নেওয়া লিঙ্কে গিয়ে তোমার রেজাল্টের জন্যে প্রি-রেজিষ্টার করতে পারো।
Link- https://exametc.com/pre_registration.php
যেখানে কিন্তু পরিষ্কার ভাবে লেখা রয়েছে “ফলাফল প্রকাশের পরপরই এসএমএসে বিনামূল্যে ফলাফল পেতে আপনার বিশদ বিবরণ সহ প্রাক নিবন্ধন করুন।”
অর্থাৎ উপরে দেওয়া লিংকে গিয়ে যদি তোমাদের ডিটেইলস সেখানে ফিলাপ করো। তাহলে রেজাল্ট বেরোনোর সাথে সাথেই কিন্তু রেজাল্ট তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে।
এবার আসা যাক গুরুত্বপূর্ণ আরেকটি আলোচনাতে। যারা তাদের মাধ্যমিকের খাতায় অমার্জিত কথা, রাজনৈতিক কথা, গালিগালাজ ইত্যাদি বিচিত্র সব জিনিস লিখে এসেছে তাদের মধ্যে কিছু সংখ্যক ছাত্রছাত্রীকে কিন্তু ছাড় দেওয়া হতে পরে কিন্তু যারা মাত্রাধিকভাবে বিচিত্র জিনিস লিখে এসেছে তাদের রেজাল্ট কিন্তু বোর্ড আটকে দিতে পারে। এবার কিন্তু 100% ছাত্র-ছাত্রী মোটেই পাস করছে না।
তোমাদের পাশ নম্বর কিন্তু 25 রাখা হয়েছে অর্থাৎ প্রজেক্ট এবং লিখিত পরীক্ষার নাম্বার মিলিয়ে তোমাকে 25 পেতে হবে। এখানেও তোমাদের কিন্তু ছাড় দেওয়া হয়েছে তোমাদের যদি 25 এর থেকে 1-2 নাম্বার কম থেকে থাকে তাহলে কিন্তু সেটা গ্রেস মার্ক হিসাবে দিয়ে তোমাকে পাশ করিয়ে দেওয়া হবে।
অন্যান্য তথ্য:- নবম শ্রেণী থেকেই বিভাগ বেছে নিতে পারবে ছাত্রছাত্রী – কি বলছে সিলেবাস বৈঠক
এবার তোমাদের আরও একটি সূত্র মারফত পাওয়া তথ্য জানাতে চাই যেটার কিন্তু অফিশিয়াল ভাবে কোনরকম তথ্য এখনো সামনে আসেনি। যারা ইতিহাস খাতায় মোটামুটি লিখে এসেছে তাদের কিন্তু কোনোভাবেই ফেল করানো হবে না। হ্যাঁ যারা ইতিহাসের সাদা খাতা জমা দিয়ে এসেছো তাদের তো অবশ্যই ফেল করানো হবেই।
কত নম্বর পেলে কোন গ্রেড পেয়েছো সেটা জানার জন্য অবশ্যই এই পোস্টটি পড়তে পারো –
[su_note note_color=”#e2e2e0″ text_color=”#0e0e0d” radius=”0″]আজকের এই তথ্যটি যদি তোমাদের সাহায্য কর বলে মনে হয় তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমাদের ক্লাসমেটদের সাথে কিন্তু শেয়ার করবে।[/su_note]