কলকাতা পুলিশে নতুন কর্মী নিয়োগ, HS পাশে আবেদন করুন – Kolkata Police New Recruitment
কলকাতা পুলিশের শূন্য পদে নতুন কর্মী নিয়োগের একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশের কর্মী নিয়োগ যেখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন ছেলে ও মেয়ে আবেদন করতে পারবে।
কোন কোন পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে : pathologist, Chemist , X-Ray Technician , Lab Technician এবং Lab Attendant এই সমস্ত পোস্টে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে।
কতকগুলি শুন্যপদ রয়েছে:
Pathologist- 1 টি।
Chemist- 2টি।
X-Ray Technician- 1 টি ।
Lab Technician- 3 টি।
Lab Attendant- 1 টি।
কোন কোন ক্যাটাগরির সদস্য এখানে আবেদন করতে পারবে:
Pathologist- UR
Chemist- 1-SC এবং 1-UR
X-Ray Technician- UR
Lab Technician- 1-SC এবং 2-UR
Lab Attendant- UR
বেতন কাঠামো :
Pathologist- 50,000 ₹
Chemist- 40,000 ₹
X-Ray Technician- 20,000 ₹
Lab Technician- 20,000 ₹
Lab Attendant- 15,000 ₹
সময়কাল: এখানে তোমাদের এক বছরের জন্য রিক্রুট বা নিয়োগ করা হবে। পরবর্তীকালে এই সময়কাল বাড়ানোও হতে পারে।
বয়স সীমা: আবেদনকারির বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আপনি যদি ১৮ থেকে ৪০ বছর বয়সের হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে বয়সের হিসাব অবশ্যই ১লা জানুয়ারি ২০২২ এর হিসাব অনুসারে করতে হবে।
আবেদনের তারিখ: এখানে আবেদন শুরু 21.10.2022 এবং আবেদনের লাস্ট ডেট 4.11.2022 ।
শিক্ষাগত যোগ্যতা:
Lab Attendant:- উচ্চমাধ্যমিকে পাস করলে এখানে আবেদন করা যাবে এবং সাথে কম্পিউটার নলেজ এবং উচ্চমাধ্যমিকে অবশ্যই সাইন্স সাবজেক্ট থাকতে হবে।
Lab Technician:- উচ্চ মাধ্যমিক পাসের সাথে সাথে labrotary টেকনিশিয়ান এর উপর ডিপ্লোমা থাকতে হবে।
X-Ray Technician:- উচ্চ মাধ্যমিক পাসের সাথে সাথে দু বছরের ডিপ্লোমা থাকতে হবে রেডিওলজি টেকনোলজির উপর।
Chemist:- M.Sc করতে হবে ( chemistry/Physiology/biochemistry )।
Pathologist:- Pathology এর উপর MD ডিগ্রি থাকতে হবে।
আবেদন পদ্ধতি:- এখানে আবেদন করতে হলে কলকাতা পুলিশের অফিসের নোটিফিকেশনে গিয়ে আবেদন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে।
Website: Link Here