কলকাতা পুলিশ কনস্টেবল কিভাবে হবে – শিক্ষাগত যোগ্যতা কি, বয়সসীমা কত, সিলেকশন প্রসেস কেমন

How To Become Kolkata Police Constable in Bengali | Kolkata Police New Vacancy 2022

How to become a kolkata police constable

আজকের পোস্টে আমরা আলোচনা করব কলকাতা পুলিশের কনস্টেবল পদে তোমরা কিভাবে চাকরি পাবে। কলকাতা পুলিশের কনস্টেবল এবং এসআই পদের ভ্যাকেন্সি খুব শীঘ্রই বেরোবে। তাই তোমরা যারা কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরি পেতে চাও তাহলে অবশ্যই আজকের এই পোস্টটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়বে।

আজকে এই পোস্টটিতে আমি তোমাদের বলব কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরি পেতে গেলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, এজ লিমিট, আবেদন কিভাবে করবে, এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস, সিলেকশন প্রসেস কিভাবে হবে, PMT এবং PET তে কি দেখা হয় এবং আফটার পোস্টিং অর্থাৎ পোস্টের পরে তোমার স্যালারি কত হবে এই সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনা।

সুতরাং আজকের এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অর্থাৎ তোমরা যদি শেষ পর্যন্ত না পারো তাহলে হয়তো অনেক স্টেপ বুঝতে পারবে না এবং এই কলকাতা পুলিশের কনস্টেবল পদ পাওয়ার জন্য যা যা দরকার হয় সেগুলো প্রপারলি ভাবে বুঝতে না পারার জন্য হতে পারে তোমরা কোথাও গিয়ে আটকে যেতে পারো।

কলকাতা পুলিশের বিভিন্ন ভ্যাকেন্সি এর মধ্যে কনস্টেবল জব ভ্যাকেন্সি খুবই পপুলার একটি জব ভ্যাকেন্সি। যার জন্য প্রতিবছর প্রচুর স্টুডেন্ট অ্যাপ্লাই করে থাকে। সবার প্রথমে বলব এই কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরি পাওয়ার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়।

কনস্টেবল হওয়ার জন্যে শিক্ষাগত যোগ্যতা

কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল উভয় পদের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস প্রয়োজন যেকোনো Recognized Board থেকে। কোনরকম শতাংশের প্রয়োজন নেই, তোমরা মিনিমাম একটা নাম্বার পেয়ে মাধ্যমিক পাশ করে থাকলেই কলকাতা পুলিশের কনস্টেবল অথবা লেডি কনস্টেবল পদের জন্য এপ্লাই করতে পারবে।

কনস্টেবলের জন্যে বয়স সীমা কি প্রয়োজন

কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল জব এর জন্য বয়স সীমা রাখা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 18 থেকে 27 বছর। তবে তোমরা যদি SC ST হয়ে থাকো তাহলে কিন্তু আপার বয়স সীমাতে 5 বছরের ছাড় পাবে সুতরাং 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তোমরা OBC হয়ে থাকো তাহলে কিন্তু আপার বয়স সীমাতে 3 বছরের ছাড় পাবে অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে বয়স পর্যন্ত তোমরা এই কনস্টেবল জব এর জন্য এপ্লাই করতে পারবে।

আবেদন কিভাবে করবে

এবার চলে আসি ইম্পর্টেন্ট পয়েন্টে অর্থাৎ তোমরা কীভাবে এই কনস্টেবল পদের জন্য আবেদন করবে। কলকাতা পুলিশের কনস্টেবল পদে আবেদনের জন্য কলকাতা পুলিশের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে www.kolkatapolice.gov.in এই সাইটে কিন্তু তোমরা অফিশিয়াল নোটিফিকেশন গুলো চেক করতে পারো। সেখানেই তোমাদের চাকরির ভেকেন্সি নোটিশ দিয়ে দেওয়া হয় এবং সেখান থেকেই তোমরা Apply Now বাটনটিতে ক্লিক করে অনলাইনের মাধ্যমেই এপ্লাই করে দিতে পারো। এছাড়া বলে রাখি উপরি-উক্ত ওয়েবসাইট ছাড়া ও কিন্তু ওয়েস্ট বেঙ্গল এর www.wbpolice.gov.in অফিশিয়াল পুলিশ ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও তোমরা ভ্যাকান্সি নোটিফিকেশন পেতে পারো। এবং সেখান থেকেই কিন্তু তোমরা অ্যাপ্লাইও করতে পারবে।

অবশ্যই কিন্তু পুলিশের যে কোন চাকরির জন্য এই দুটো ওয়েবসাইট তোমরা ফলো করতে পারো এখানে সমস্ত রকম ভ্যাকেন্সি আপডেট দিয়ে দেওয়া হয় এবং এখান থেকেই তোমরা অনলাইনে এপ্লাই করতে পারবে।

Exam Pattern কেমন হয়?

এবার জেনে নেব এপ্লাই করার পরে তোমাদের যখন এক্সাম দিতে হবে তখন সেই এক্সাম প্যাটার্নটি কেমন হবে। এক্সাম এর ক্ষেত্রে বলে দিয়েছ তোমাদের কিন্তু এক্সাম চারটি পার্ট হিসেবে নেওয়া হবে। প্রথম হবে PMT অর্থাৎ Physical Measurement Test তারপর হবে PET অর্থাৎ Physical Efficiency Test তারপর হবে লিখিত পরীক্ষা এবং তারপরেই হবে তোমাদের ইন্টারভিউ। এবং তার পরে কিন্তু তোমাদের মেডিক্যাল হবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ট্রেনিং। এই সমস্ত প্রসেস পার হওয়ার পরেই কিন্তু তোমাদের পোস্টিং।

PMT তে কি চাওয়া হয়

এবার বলে দেবো PMT তে কি চাওয়া হয়। মনোযোগ সহকারে পড়বে। PMT অর্থাৎ Physical Measurement Test সুতরাং এর মধ্যেই কিন্তু তোমাদের হাইট, ওয়েট, চেস্ট ইত্যাদি সমস্ত কিছু দেখা হয়। ছেলেদের ক্ষেত্রে হাইট দেখা হয় 167 সেমি এবং মেয়েদের ক্ষেত্রে দেখা হয় 160 সেমি। ছেলেদের ক্ষেত্রে চেস্ট দেখা হয় 78 সেমি তবে ছাতি ফুলিয়ে তোমাদের 83 সেমি থাকতে হবে। এই হাইট অনুযায়ী কিন্তু তোমাদের ওয়েট থাকতে হবে। ওয়েটের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যে হাইট অনুযায়ী মেডিকেল লাইনে যেটা সবথেকে নিন্ম ওয়েট।

এছাড়াও তোমরা যারা গোর্খা, রাজবংশী, গারওয়ালি এবং ST হয়ে থাকো তাহলে কিন্তু হাইট এর ক্ষেত্রে তোমরা ছাড় পেয়ে যাবে 160 সেমি এবং চেস্ট এর ক্ষেত্রে 76 সেমি সাধারণ এবং ফুলিয়ে 81 সেমি পর্যন্ত। এবং মেয়েদের ক্ষেত্রে হাইট এর ক্ষেত্রে ছাড় পাবে 152 সেমি এবং হাইট অনুযায়ী মিনিমাম ওয়েট।

PET তে কি চাওয়া হয়

PET অর্থাৎ Physical Efficiency Test যেখানে তোমাদের রানিং করানো হবে। ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার যেটা তোমাদের কমপ্লিট করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। এবং মেয়েদের ক্ষেত্রে 400 মিটার যেটা তোমাদের কমপ্লিট করতে হবে 2 মিনিটের মধ্যে।

এভাবেই কিন্তু তোমাদের PMT এবং PET এক্সাম কমপ্লিট হয়ে যাবে। এখানে যদি তোমরা কোয়ালিফাই করে যাও তাহলে নেক্সট তোমাদের কিন্তু রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে বলে রাখি, টোটাল মার্কস কিন্তু 90 নম্বর যেখানে তোমাদের সময় দেওয়া হবে 1 ঘণ্টা। এই এক ঘন্টার মধ্যেই কিন্তু তোমাদের 90 নম্বরের পরীক্ষা দিতে হবে। এখানে তোমাদের বিষয় থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 25, জেনারেল নলেজ থেকে 20, জেনারেল ইংলিশ থেকে 20, এলিমেন্টারি ম্যাথ এর অ্যানালিটিক্যাল অফ থেকে 25 সুতরাং টোটাল এই 90 নম্বরের পরীক্ষা কিন্তু তোমাদের হবে। (নম্বরের তথ্যটি কিন্তু 2015 এর নোটিফিকেশনে অনুযায়ী)

90 নম্বরের কিন্তু MCQ Type এর পরীক্ষা নেওয়া হবে যেখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 0.25 করে। অর্থাৎ 4 টি প্রশ্নের ভুল উত্তরের পিছনে 1 নম্বর করে করতে নেওয়া হবে।

এই লিখিত পরীক্ষা দেওয়ার পরে তোমরা যদি সেই লিখিত পরীক্ষায় পাস করো তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে। এবার সেই ইন্টারভিউ কিন্তু তোমাদের 10 নম্বরের হবে। তাহলে কিন্তু তোমাদের টোটাল পরীক্ষার নম্বর দাঁড়াচ্ছে 100 নাম্বার। এর ভিত্তিতেই কিন্তু তোমাদের কাট অফ হওয়ার পরেই সিলেকশন প্রসেস শুরু হবে।

এবার দেখে নেব তোমাদের সিলেকশন প্রসেস কিভাবে হবে। অর্থাৎ আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে ট্রেনিং প্রক্রিয়া পর্যন্ত তোমাদের কোটি ধাপের মধ্যে দিয়ে সিলেকশন হতে হবে। সবার প্রথমে তোমাদের অনলাইনে ফর্ম ফিলাপ করতে হবে, তারপরে তোমাদের ডাকা হবে এবং PMT তারপরে PET এবং তারপরেই লিখিত পরীক্ষা দিতে হবে, এই সমস্ত কিছুতে কোয়ালিফাই হওয়ার পরে তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে। তারপরে কিন্তু তোমাদের মেডিকেল টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ট্রেনিং এই সমস্ত কিছু হওয়ার পরেই কিন্তু তোমরা পোস্টিং পাবে।

এখানে তোমাদের বলে রাখি যে ট্রেনিং পিরিওডে তোমাদের কিন্তু স্যালারী দেওয়া হবে। যে স্যালারির পরিমাণ কিন্তু কম।

এবার বলে রাখি যে তোমাদের স্যালারি কত দেওয়া হবে? কলকাতা পুলিশের স্যালারী কিন্তু WBP যে কনস্টেবল রয়েছে তার মতই সমান সমান স্যালারী থাকে। এখানে তোমাদের বেসিক স্যালারী দেওয়া হবে 5400 থেকে 25200 টাকা পর্যন্ত। তার মধ্যে গ্রেড পে থাকবে 2600 টাকা। এছাড়াও তোমাদের কিন্তু এক্সট্রা অ্যালোয়ান্স দেওয়া হবে। তো এই সমস্ত কিছু ধরে একসাথে তোমাদের গ্রস স্যালারী হচ্ছে 25000a থেকে 27000 অ্যাপ্রক্স। এটা কিন্তু মাধ্যমিক পাস জবের বেশ একটা স্যালারী। সুতরাং মাধ্যমিক পাশের পরে এটা কিন্তু বেশ ভালো একটি সুযোগ যেখানে তোমরা ছেলে অথবা মেয়ে উভয়েই আবেদন করতে পারো।

ভ্যাকান্সী কবে আসবে

তোমাদেরকে বলে রাখি এই মে অথবা জুন মাসেই কিন্তু নতুন ভ্যাক্যান্সী আসতে চলেছে তাই জন্যে তোমরা যারা এই কলকাতা পুলিশের কনস্টেবল পদে আবেদন করতে ইচ্ছুক তারা তোমাদের প্রস্তুতি নেওয়া শুরু করে দাও।

যদি এই পোষ্টটি তোমাদের একটুও সাহায্য করে থাকে কলকাতা পুলিশের কনস্টেবল পদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তাহলে অবশ্যই এই বাংলা সাজেশন ব্লগটিকে তোমরা ফলো করে নাও এবং আমাদের ব্লগটিকে তোমাদের বুকমার্কে সেভ করে নাও। যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানাবে আমরা সবসময় তোমাদের সাহায্যের জন্যে প্রস্তুত রয়েছি।

Back to top button