জুলাই মাসে প্রকাশিত সেরা চাকরির খবর – July Month New Job Updates 2022

প্রকাশিত হয়েছে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি এই জুলাই মাসেই। জেনে নেওয়া যাক কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে।

July Month New Job Updates 2022

July Month New Job Updates 2022: জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আবেদন চলছে এমন কিছু সরকারি চাকরীর তথ্য ও বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করব। এখানে কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বিভিন্ন রকমের পোষ্টের জন্য আবেদন করতে পারবে। এই চাকরির পদ অর্থাৎ জব প্রফাইল এর সঙ্গে সঙ্গে স্যালারীও কিন্তু খুবই ভালো রয়েছে।

জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত কয়েকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। যেখানে আমি তোমাদের প্রত্যেকটি পোষ্টের বিষয়ে ডিটেইলসে আলোচনা করব যে সেখানে আবেদন করতে গেলে তোমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন, বয়সসীমা কত চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, আবেদন কবে থেকে শুরু হবে, আবেদনের শেষ তারিখ কত রয়েছে, আবেদন ফিস কত ইত্যাদি সমস্ত রকমের তথ্য আলোচনা করব এই নিবন্ধে। সুতরাং তোমরা যদি মাধ্যমিক পাশ হয়ে থাকো অথবা উচ্চমাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন পাশ হয়ে থাকো আর তোমরা ভালো একটি চাকরি পেতে চাও তারপর নিজের ক্যারিয়ার গড়তে চাও তাহলে এটা কিন্তু তোমাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। তাই জন্য আজকের নিবন্ধটি অবশ্যই শেষ পর্যন্ত পড়বে।

আর এই ধরনের চাকরির খবর, বিজ্ঞপ্তি, সরকারি প্রকল্পের বিষয়ে সবার আগে জানতে আমাদের বাংলা সাজেশন ব্লগটিকে অবশ্যই ভিজিট করবেন এবং আমাদের নোটিফিকেশনটি Allow করে নেবেন। যাতে প্রকাশ করা চাকরির পোস্ট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।

অন্যান্য:- পশ্চিমবঙ্গের জলদপ্তর থেকে প্রকাশিত হল নতুন চাকরির বিজ্ঞপ্তি | বেতন ২৫০০০ টাকা, একাধিক শূন্যপদ (WB Water Supply Department Vacancy 2022)

নতুন চাকরি: Indian Coast Guard Recruitment 2022: ভারতীয় উপকূলরক্ষা বাহিনীতে নতুন নিয়োগ, জেনে নিন আবেদন প্রক্রিয়া

তাহলে চলুন জেনে নিই কি কি জব ভ্যাকান্সী রয়েছে এবং কি কি তার রিকোয়ারমেন্ট রয়েছে।

#১ ইন্ডিয়ান নেভি এমআর ভ্যাক্যান্সি ২০২২ (Indian Navy MR Vacancy 2022)

তোমাদের বলে রাখি ইন্ডিয়ান নেভিতে অগ্নিবীর এমআর এর জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হয়ে গেছে, অর্থাৎ তোমাদের ইন্ডিয়ান নেভি এমআর পদে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে। ইন্ডিয়ান নেভিতে অগ্নিবীর হয়ে কাজ করার জন্য ইচ্ছুক যারা যারা রয়েছে তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন জানাতে পারো।

ইন্ডিয়ান নেভির এমআর- এ তোমাদের তিনটি পোস্টে আবেদন চলছে। অর্থাৎ অগ্নিবীর এমআর এর জন্য তিনটি পোষ্টের ভ্যাকেন্সি বের হয়েছে। যা হলো এমআর (চিফ), এমআর (স্টেওয়ার্ড) এবং এমআর (হাইজেনিস্ট)। তোমাদের বলে রাখি এই চিফ, স্টেওয়ার্ড এবং হাইজেনিস্ট পদে কিন্তু ছেলে ও মেয়ে উভয়েই আবেদন জানাতে পারে।

পোষ্টের নাম:- ইন্ডিয়ান নেভি এমআর ভ্যাক্যান্সি ২০২২

কি কি পদ রয়েছে:- এমআর (চিফ), এমআর (স্টেওয়ার্ড) এবং এমআর (হাইজেনিস্ট)

কারা আবেদন করতে পারবে:- ছেলে ও মেয়ে উভয়েই

শিক্ষাগত যোগ্যতা:- মাধ্যমিক পাশ (যেকোনো রিকগনাইজ বোর্ড থেকে)

বয়সসীমা:- 1 ডিসেম্বর 1999 থেকে 31 মে 2005 সালের মধ্যে জন্ম হতে হবে

শূন্যপদ:- 200 টি

আবেদনের ধরন:- অনলাইন

অফিসিয়াল ওয়েবসাইট:- www.joinindiannavy.gov.in

আবেদন কবে থেকে শুরু:- ২৫ জুলাই ২০২২

আবেদনের শেষ তারিখ:- ৩০ শে জুলাই ২০২২

আমরা যদি এখানে এলিজিবল হয়ে থাকো এবং তোমরা যদি অগ্নিবীর রূপে ইন্ডিয়ান নেভির এমআর পদে চাকরি করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারো তোমাদের আবেদন প্রসেস কিন্তু ২৫ শে জুলাই থেকে শুরু হবে।

অন্যান্য:- 5 টি সেরা ব্যাংকের চাকরি যেগুলির ভ্যাকেন্সি প্রতিবছর বের হয় – Top 5 Banking Jobs

#২ ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার রিক্রুটমেন্ট ২০২২ (BARC Recruitment 2022)

ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে কিন্তু একটি নতুন চাকরির ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি বের হয়েছে যেখানে তোমরা মাধ্যমিক পাশে ছেলে ও মেয়ে উভয়েই কিন্তু আবেদন জানাতে পারবে।

তোমাদের বলে রাখি এই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে তোমাদের তিনটি পোস্টের জন্য ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তোমরা তিনটি পোষ্টের যেকোনো একটিতে কিন্তু এপ্লাই করতে পারবে।

কি কি পোস্ট রয়েছে তাহলে চলো দেখে নেওয়া যাক।

i) স্টেনোগ্রাফার (গ্রেড III)

শূন্যপদ:- 6 টি (UR-03, SC-01, OBC-01, ST-01)

শিক্ষাগত যোগ্যতা:- মাধ্যমিক পাস (যে কোন রিকগনাইজ বোর্ড থেকে)

অন্যান্য যোগ্যতা:- মিনিমাম 80 টি শব্দ/মিনিট টাইপ করতে হবে ইংলিশ স্টেনোগ্রাফিতে এবং 30টি শব্দ/প্রতি মিনিট সাধারণ ইংলিশে

বয়সসীমা:- 18 বছর থেকে 27 বছর পর্যন্ত (শ্রেণী হিসেবে বয়সের ছাড় থাকবে।

বেতন:- 25000 টাকা

সিলেকশন:- অবজেক্টিভ টেস্ট, ইন্টারভিউ

অন্যান্য বিজ্ঞপ্তি:- পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে অষ্টম শ্রেণী পাশে চাকরি | বেতন ১২০০০ টাকা | অষ্টম শ্রেণী পাশে চাকরি

ii) ড্রাইভার (অর্ডিনারি গ্রেড)

শূন্যপদ:- 11 টি (UR-04, EWS-01, SC-02, OBC-02, ST-02)

শিক্ষাগত যোগ্যতা:- মাধ্যমিক পাস (যে কোন রিকগনাইজ বোর্ড থেকে)

অন্যান্য যোগ্যতা:- ড্রাইভিং লাইসেন্স অবশ্যই প্রয়োজন, মোটর মেকানিক এর ছোটখাটো কাজ জানতে হবে। গাড়ি চালানোর 3 বছরের যোগ্যতা অবশ্যই দরকার।

বয়সসীমা:- 18 বছর থেকে 27 বছর পর্যন্ত (শ্রেণী হিসেবে বয়সের ছাড় থাকবে।

বেতন:- 19900 টাকা

সিলেকশন:- অবজেক্টিভ টেস্ট, ড্রাইভিং টেস্ট

iii) ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট-এ (গ্রুপ সি)

শূন্যপদ:- 72 টি (UR-20, EWS-3, SC-15, OBC-15, ST-12, pWbd-07)

শিক্ষাগত যোগ্যতা:- মাধ্যমিক পাস (যে কোন রিকগনাইজ বোর্ড থেকে)

বয়সসীমা:- 18 বছর থেকে 27 বছর পর্যন্ত (শ্রেণী হিসেবে বয়সের ছাড় থাকবে।

বেতন:- 18000 টাকা

সিলেকশন:- প্রিলিমিনারী টেস্ট, ওভারভিউ টেস্ট

আবেদনের ধরন:- অনলাইন

অফিসিয়াল ওয়েবসাইট:- https://recruit.barc.gov.in

আবেদন কবে থেকে শুরু:- ০১ জুলাই ২০২২

আবেদনের শেষ তারিখ:- ৩১ শে জুলাই ২০২২

কি কি কাজ করতে হবে:- মাল্টি টাস্কিং সার্ভিস এর মতন কাজ করতে হবে

#৩ হেড কনস্টেবল AWO & TPO (Head Constable Recruitment 2022)

এরপরে যে চাকরির ভ্যাক্যান্সী রয়েছে সেটি হলো হেড কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটর এবং টেলি প্রিন্টার অপারেটর। এখানে কিন্তু শুধুমাত্র উচ্চমাধ্যমিক যোগ্যতাতেই আপনারা এপ্লাই করতে পারবেন।

পোষ্টের নাম:- Head Constable AWO and TPO

শূন্যপদ:- 857 টি (573 ছেলেদের জন্যে + 284 মেয়েদের জন্যে)

কারা কারা আবেদন করতে পারবে:- ছেলে ও মেয়ে উভয়েই কিন্তু আবেদন করতে পারবে

বয়সসীমা:- 18 বছর থেকে 27 বছর পর্যন্ত (শ্রেণী হিসেবে বয়সের ছাড় থাকবে।

আবেদন কবে থেকে শুরু:- ০৮ জুলাই ২০২২

আবেদনের শেষ তারিখ:- ২৯ শে জুলাই ২০২২

অফিসিয়াল ওয়েবসাইট:- https://ssc.nic.in

বেতন:- পে লেভেল 4 অনুযায়ী তোমাদের বেতন হবে 25500 থেকে 81100 পর্যন্ত

#৪ আই বি পি এস ক্লার্ক রিক্রুটমেন্ট ২০২২ (IBPS Clerk Recruitment 2022)

এরপরে যে জব ভেকেন্সি রয়েছে সেটি হল আইবিপিএস ক্লার্ক রিকোয়ারমেন্ট ২০২২-২৩। এখানে কিন্তু তোমাদের ক্লার্ক পোষ্টের জন্যে ভ্যাকেন্সি বের হয়েছে। যেখানে তোমরা যারা আইডিপিএস এর ক্লার্ক হতে চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন জানাতে পারবে।

SBI তে তোমরা যেমন PO পরীক্ষা দিয়ে SBI এর চাকরিটা করতে পারো ঠিক সেরকমই বিভিন্ন সরকারি ব্যাংক গুলিতে চাকরি পেতে হলে এই IBPS এর পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা দিয়েই তোমাদের ব্যাংকের ক্লার্ক থেকে শুরু করে, এম্প্লয়, স্টাফ ইত্যাদি পদে চাকরি পেতে পারো।

পোষ্টের নাম:- CRP Clerk XII

কোন কোন ব্যাংকে চাকরি পেতে পারবে:-

• UCO Bank
• Bank of Baroda
• Indian Overseas Bank
• Canara Bank
• Punjab National Bank
• Bank of India
• Central Bank of India
• Union Bank of India
• Bank of Maharashtra Indian Bank
• Punjab & Sind Bank

শিক্ষাগত যোগ্যতা:- যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ যেকোনো রিকোগনাইজড ইউনিভার্সিটি থেকে

বয়সসীমা:- 20 থেকে 28 বছর (বয়স সীমাতে যে ছাড় দেওয়া হয় সে ছাড় কিন্তু এখানেও থাকবে।

শূন্যপদ:- 6035 টি

আবেদনের ধরন:- অনলাইনে

আবেদনের লিঙ্ক:- https://ibpsonline.ibps.in

আবেদন শুরু কবে থেকে:- ০১ জুলাই ২০২২

আবেদনের শেষ তারিখ:-
২১ জুলাই ২০২২

যারা যারা উপরে দেওয়া চারটি বিজ্ঞপ্তিট যেকোনো কিছুতেই আগ্রহী তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন জানাতে পারবে। কেননা এটা তোমাদের জন্য খুবই ভালো একটি সুযোগ রয়েছে যেখানে তোমাদের খুবই ভালো বেতন এবং অনেক ভেকেন্সি এবং খুবই সহজ সিলেকশন প্রসেস।

[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]এই ধরনের আরও বিভিন্ন সরকারি চাকরির আপডেট, সরকারি প্রকল্প, বাংলা জিকে, জিআই, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি সবার আগে পাওয়ার জন্য আমাদের বাংলা সাজেশন ব্লগটিকে ভিজিট করুন।[/su_note]

Back to top button