শুধুমাত্র মাধ্যমিক পাশেই কৃষি দফতরে চাকরি – কি কি ডকুমেন্ট লাগবে

Madhyamik Pass Job

অবশেষে মাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগের জন্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। CIBA অর্থাৎ Central Institute of Brackishwater Aquaculture এর তরফ থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংক্ষিপ্তে বলে দিই এটা হলো নোনা জলে কি ধরনের ধরনের চাষবাস করা যায় তার রিসার্চ কিন্তু এখানে করা হয়। এই দফতরে কিন্তু লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার সম্মন্ধে আমি বিস্তারিত জানিয়ে দেব। যাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে তারাও কিন্তু এই বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে দেখবে কেননা মাধ্যমিক পাশের ছাত্র-ছাত্রীরাও কিন্তু এখানে আবেদন জানাতে পারবে।

সবার প্রথমেই বলে দিই যে এই আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ অনলাইনে। অর্থাৎ অনলাইনে ফর্ম ফিলাপ এবং ইমেইলের মাধ্যমে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া।

তো জানিয়ে দেব কিভাবে তোমরা আবেদন করতে পারবে, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি প্রক্রিয়ায় রয়েছে এবং কারা কারা এখানে আবেদন করতে পারবে ইত্যাদি সমস্ত কিছু তথ্য কিন্তু আমি এখানে জানিয়ে দেবো। সুতরাং এই নিবন্ধটি অবশ্যই শেষ পর্যন্ত পড়বে।

অন্যান্য তথ্য:- 5 টি সেরা ব্যাংকের চাকরি যেগুলির ভ্যাকেন্সি প্রতিবছর বের হয় – Top 5 Banking Jobs

২৪০০০ টাকার স্কলারশিপ পেয়ে যাবে মাধ্যমিক পাশ করলেই – জেনে নিন বিস্তারিত

তো বন্ধুরা CIBA এর অফিশিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে তোমাকে প্রথমে ভিজিট করতে হবে। আমি নিচে কিন্তু তোমাদের জন্যে লিঙ্ক দিয়েছি তোমরা দেখে নাও।

অফিসিয়াল ওয়েবসাইট:- http://www.ciba.res.in/

এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে শুধু নোটিশ এ ক্লিক করে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করলেই কিন্তু তোমরা অফিশিয়াল যে বিজ্ঞপ্তি সেটি দেখতে পাবে।

ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (SCSP) এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (TSP) পদে কাকদ্বীপ থেকে এই রিক্রুটমেন্ট। অর্থাৎ এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কাকদ্বীপ থেকে। এই বিজ্ঞপ্তি অনুসারে এই পোষ্টের জন্যে অ্যাপ্লাই করার লাস্ট ডেট হলো ৬.০৬.২০২২ অর্থাৎ ৬ই জুন কিন্তু শেষ তারিখ আবেদন করার।

পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোন জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়েই কিন্তু এই পোস্টের জন্য আবেদন জানাতে পারবে। সবার প্রথমে জেনে নেবো যে তোমরা এখানে অ্যাপ্লাই করবে কিভাবে।

কিভাবে অ্যাপ্লাই করবে?

তো এখানে এপ্লাই করতে গেলে সবার প্রথমে নিম্নে দেওয়া লিংকটিতে আপনাদের ক্লিক করতে হবে। অথবা যে অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক আমি উপরে দিয়েছি সেই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নোটিশ অপশনে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে গেলেই তোমরা বিজ্ঞপ্তিটি দেখতে পাবে। সবার উপরেই থাকবে বিজ্ঞপ্তিটি। তার পাশেই কিন্তু Action বটন রয়েছে যেখানে Apply Now এর লিঙ্ক দেখতে পাবে। সেখানে ক্লিক করলেই কিন্তু এখানে আবেদনের যে ফর্ম রয়েছে সেটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে।

প্রসেস:- Official Website Homepage → Notice → Recruitment → Advertisement → Then Click Apply Now

Advertisement Download Link:- http://www.ciba.res.in/wp-content/uploads/2022/05/Notification-of-Walk-in-Interview-under-SCSP-TSP-at-KRC.pdf

এই অ্যাপ্লাই নাও বাটনটিতে ক্লিক করলেই আরেকটি পেজ খুলে যাবে যেখানে কিন্তু তোমাদের সামনে এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার লিঙ্ক খুলে যাবে যেখান থেকে তুমি এই রিক্রুটমেন্ট এর বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবে। সেখান থেকে তুমি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নেবে।

ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। তো এবার বলে দিই কোন পোষ্টের জন্যে রিক্রুটমেন্ট করা হচ্ছে।

পোষ্টের নাম:- সোশ্যাল ডেভলপমেন্ট প্রোগ্রাম আন্ডার শিডিউল্ড কাস্ট সাব প্ল্যান (SCSP) অ্যাট কাকদ্বীপ এবং সোশ্যাল ডেভলপমেন্ট প্রোগ্রাম আন্ডার ট্রাইবাল (TSP) সাব প্ল্যান অ্যাট কাকদ্বীপ

শিক্ষাগত যোগ্যতা:- মাধ্যমিক পাশ বা তার ঊর্ধ্বে

ইন্টারভিউ এর সময়:- ০৮ই জুন ২০২২ দুপুর ১২ টার সময়

ইন্টারভিউ ও স্থান:- কাকদ্বীপ রিসার্চ সেন্টার অফ CIBA, কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ

চাকরির ধরন:- টেম্পোরারি বেসিস অর্থাৎ কন্ট্রাক্টচুয়াল

বেতন:- প্রতি মাসে ১২,০০০ টাকা

বয়সসীমা:- ৩৫ থেকে ৪০ বছর বয়স থাকতে হবে।

কাস্ট অনুযায়ী ছাড়:- ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে।

এক কথায় তোমরা বলতে পরো এই চাকরিটা এগ্রিকালচার ডিপার্টমেন্টের চাকরি।

তো এবার বলে দেব আবেদন কিভাবে করবে?

কিভাবে আবেদন জানাবে?

অফিশিয়াল লিঙ্ক থেকে সবার প্রথমে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে হবে তারপরে সেই বিজ্ঞপ্তিটি ওপেন করতে হবে ওপেন করলেই সেখানে সমস্ত প্রসেস এবং বিষয়বস্তু কিন্তু ডিটেইলসে দেওয়া আছে। সেই বিজ্ঞপ্তিতে কিন্তু Step-by-Step সমস্ত তথ্য ক্লিয়ার করে দেওয়া আছে।

সেই বিজ্ঞপ্তিটি সাথে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবে তোমরা। সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু তোমাদের প্রিন্ট আউট করতে হবে। তারপরে সেই প্রিন্ট আউট ফ্রম থেকে ভালোভাবে দেখেশুনে ফিলাপ করে সেই ফর্মটির সাথে জরুরী যাবতীয় ডকুমেন্টস কিন্তু জেরক্স করে দিতে হবে। ওই অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে যে যে ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ডকুমেন্টস জেরক্স সাথে তোমার মাধ্যমিকের রেজাল্ট কার্ড, অ্যাডমিট কার্ড ইত্যাদি এছাড়াও তোমার পাসপোর্ট সাইজ ছবিও কিন্তু গুছিয়ে রাখবে।

তারপর সেই সমস্ত কিছু কিন্তু তোমাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করে নিচে দেওয়া দুটি জিমেইল এর মধ্যে যেকোনো একটিতে সেন্ড করে দিতে হবে। মনে রাখবে অ্যাপ্লিকেশন ফর্মটি তে যেন কোনো রকম ভুলভাল না হয়। মেইল করার শেষ তারিখ কিন্তু 06.06.2022 ।

G-mail:- (i) krckakdwip@gmail.com (ii) prem.cife@gmail.com

ইন্টারভিউ দেওয়ার পরে যদি সে ইন্টারভিউতে তোমরা পাস করো তাহলে কিন্তু ডাইরেক্ট তোমার চাকরি কনফর্ম হয়ে যাবে।

[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]এরকমই বিভিন্ন ধরনের চাকরির আপডেট পেতে ও পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে আমাদের বাংলা সাজেশন ব্লগ এর সাথে আপডেট থাকুন।[/su_note]

Back to top button