ITBP Recruitment 2022: বর্ডার পুলিশ ফোর্সের এর তরফ থেকে জারি হলো নতুন চাকরীর বিজ্ঞপ্তি, বেতন রয়েছে 1 লক্ষ টাকা প্রতি মাসে
ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স অর্থাৎ ITBPF এর তরফ থেকে জারি হলো এক নতুন চাকরির বিজ্ঞপ্তি। যেখানে পশ্চিমবঙ্গের যেকোনো চাকরির প্রার্থী আবেদন জানাতে পারবেন। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন 11 আগস্ট 2022 তারিখ থেকে। 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকলেই আবেদন যোগ্য।
ITBP এর মাধ্যমে Assistant Commandant (Transport) পোস্টের জন্যে ভাক্যান্সী বের হয়েছে। যেখানে যোগ্য প্রার্থীরা 9 সেপ্টেম্বর তারিখের মধ্যে আবেদন সেরে ফেলবে। বিশদ জানতে অবশ্যই অফিসিয়াল নোটিশ পড়বেন।
পোস্টের নাম | Assistant Commandant (Transport) |
শূন্যপদ | 11টি (জেনারেল – 06, EWS – 01, SC – 01, ST – 01, OBC – 02) |
বেতন | 56100 থেকে 177500 টাকা প্রতি মাস (লেভেল ১০ অনুযায়ী) |
বয়স সীমা | 18 বছর থেকে 30 বছর (সরকারি নিয়মানুযায়ী নির্দিষ্ট শ্রেণী বয়সের ছাড় পেয়ে যাবে) |
শিক্ষাগত যোগ্যতা | মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর উপরে বিএ পাস থাকলেই আবেদনযোগ্য। |
আবেদন শুরু | 11 আগস্ট 2022 |
আবেদন শেষ | 9 সেপ্টেম্বর 2022 |
সিলেকশন প্রসেস
১) Application Check
২) PET (physical endurance test)
৩) PST (physical standard test)
৪) ডকুমেন্টস ভেরিফিকেশন
৫) Written Test (OMR/CBT)
৬) Interview
৭) Detailed Medical Test
চাকরির আপডেট:- আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের সেরা ১৫টি চাকরির খবর । Top 15 Jobs in August 2nd Week
কী কী ডকুমেন্টস প্রয়োজন
PST Exam শেষে সিলেক্ট হয়ে গেলে তারপর অরিজিনাল ডকুমেন্টের ভেরিফিকেশন। যেখানে জমা করা ডকুমেন্ট গুলির ভেরিফিকেশন করা হবে।
• 10th, 12th & Graduation Admit Cards
• Birth Certificate
• Degree Certificate
• Caste Certificate
• Pan Card
• Adhaar Card
• Voter ID
• Passport Size Photo
• Govt Issued Certificate for Ex-Service Man
আবেদন ফিস
UR, EWS,OBC দের আবেদন করতে ফিস হিসেবে 400 টাকা লাগবে আর অন্যান্য শ্রেণীর প্রার্থীদের কোনো ফিস লাগবে না।
চাকরির আপডেট:- BSF Job 2022: 1312টি শূন্যপদে হেড কনস্টেবল নিয়োগ
অন্যান্য চাকরি: SSC JE নিয়োগ বিজ্ঞপ্তি 2022: ssc.nic.in-তে জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন করুন, বেতন, সিলেকশন পদ্ধতি জানুন
আবেদনের প্রক্রিয়া
১) সবার প্রথমে যোগ্য ও এখানে আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিসিট করবে।
২) তারপর রেজিস্টার করবে।
৩) তারপর উক্ত রিক্রুটমেন্ট নোটিশটির পাশে থাকা “Apply Now” তে যাবে।
৪) তারপর সামনে একটি এপ্লিকেশন ফর্ম ওপেন হবে সেখানে গিয়ে এপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে পূরণ করবে।
৫) তারপর সাবমিট করবে।
৬) তারপর আবেদন ফিস জমা করলেই আপনাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট।