মাধ্যমিক পাশে কয়েকশো ভ্যাকেন্সির বিরাট চাকরির সুখবর – WB Job Recruitment 2022
আপনি কি মাধ্যমিক পাশের পর বসে আছেন? মাধ্যমিক পাশের পরে আপনি কোন চাকরির সন্ধান খুঁজছেন? তাহলে এই খবরটি আপনার অনেক কাজে লাগবে। ক্লাস টেন পাশের ITBP এর তরপ থেকে কয়েকশো শূন্য পদে পার্মানেন্ট ভাবে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে তাও সম্পূর্ণ সরকারি।
কোন কোন পোস্টে রিক্রুট করানো হচ্ছে: এখানে Constable (Tailor), Constable (Gardener), Constable (Cobbler), Constable (Safai Karmachari), Constable (Washerman), Constable (Barber) প্রভৃতি পোস্টে নিয়োগ করানো হচ্ছে।
বেতন: এই সমস্ত পোষ্টের জন্য স্যালারি কিন্তু শুরু থেকে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত থাকছে।
শূন্যপদ: এখানে প্রচুর শূন্যপদ রয়েছে যে এখানে ছেলে এবং মেয়ে উভয়েই আবেদন করতে পারবে।
শিক্ষাগত যোগ্যতা: Constable (Tailor, Gardener & Cobbler)→ মাধ্যমিক পাস করতে হবে এবং সাথে দু’বছর রেস্পেক্টিভ ট্রেড work অভিজ্ঞতা থাকতে হবে।
Constable (Safai Karmachari, Washerman & Barber)→ শুধুমাত্র ক্লাস 10 পাশের যোগ্যতা লাগবে।
বয়স সীমা: Constable (Tailor, Gardener & Cobbler)→ 18 থেকে 23 বছর। ST, SC এবং OBC এদের ক্ষেত্রে বয়সের ছার রয়েছে।
Constable (Safai Karmachari, Washerman & Barber)→ 18 থেকে 25 বছর। ST, SC এবং OBC এদের ক্ষেত্রে বয়সের ছার রয়েছে।
চাকরির খবর → রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে হসপিটালে নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে- WB Hospital Recruitment 2022
→ পশ্চিমবঙ্গে রাজা রামমোহন রায় লাইব্রেরীতে নতুন কর্মী নিয়োগ, আবেদন করতে পারবেন আপনিও
আবেদন প্রক্রিয়া: আবেদন প্রক্রিয়ায় এখানে সম্পূর্ণ অনলাইনে। এখানে আবেদনের জন্য মাত্র 100 টাকা করে লাগবে এবং আপনি যদি ST, SC অথবা মহিলা হয়ে থাকেন তাহলে এখানে আবেদনের জন্য কোন প্রকার টাকার প্রয়োজন নেই।
আবেদনের তারিখ: এখানে আবেদন 23th নভেম্বর (23-11-2022) থেকে শুরু হচ্ছে এবং আবেদন চলবে 22th ডিসেম্বর (22-12-2022) পর্যন্ত।
এই চাকরি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন।
Official website: Link Here