মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে ITBP হেড কনস্টেবল এ নতুন কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি
ITBP হেড কনস্টেবল এর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গিয়েছে এবং অনলাইন আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন ছেলে ও মেয়ের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য আপনার শুধুমাত্র মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস হলে হবে।
কোন কোন পোস্টে রিক্রুট করানো হচ্ছে : এখানে হেড কনস্টেবল এবং কনস্টেবল পোস্টে রিক্রুট করানো হচ্ছে এবং এখানে Group ‘C’ পোস্ট রয়েছে।
বেতন কাঠামো:
হেড কনস্টেবল: হেড কনস্টেবল এর জন্য আপনাদের সেলারি দেওয়া হবে লেভেল 4 এর অনুযায়ী অর্থাৎ 25,500 থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত।
কনস্টেবল : কনস্টেবল এর জন্য আপনাদের সেলারি দেয়া হবে পেয়ে লেভেল 3 এর অনুযায়ী অর্থাৎ 21,700 থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত।
Physical Standard Test :
পুরুষ: পুরুষদের জন্য এখানে উচ্চতা লাগবে 162.5 সেন্টিমিটার এবং ST প্রার্থীদের জন্য বুকের ছাতি নরমালি 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে 81 সেন্টিমিটার হতে হবে।
মহিলা: মহিলাদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 150 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে বুকের ছাতি মাপা হয় না।
যে সমস্ত প্রার্থীরা গোর্খা রয়েছেন অথবা গাড়ওয়ালী রয়েছেন অথবা পাহাড়ি এলাকার বাসিন্দা রয়েছেন তাদের জন্য উচ্চ পুরুষদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 165 সেন্টিমিটার এবং মহিলাদের জন্য উচ্চতা লাগবে 155 সেন্টিমিটার। পুরুষদের জন্য বুকের ছাতি প্রয়োজন 78 সেন্টিমিটার যেটি ফুলিয়ে 83 সেন্টিমিটার হতে হবে।
যে সমস্ত প্রার্থীরা জেনারেল তাদের জন্য পুরুষদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 170 সেন্টিমিটার এবং মহিলাদের জন্য উচ্চতা লাগবে 157 সেন্টিমিটার। পুরুষদের ক্ষেত্রে বুকের ছাতি প্রয়োজন 80 সেন্টিমিটার যা ফুলিয়ে 85 সেন্টিমিটার করতে হবে।
Application Fees: OBC এবং জেনারেল পুরুষ প্রার্থীদের জন্য এখানে এপ্লিকেশন ফি ১০০ টাকা করে লাগবে। আপনি যদি ST, SC এবং মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে এখানে আপনার কোন আবেদন ফি লাগবে না।
চাকরির খবর → স্কুলে গ্রুপ ‘ডি’ এবং গেস্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ – WB Job Recruitment 2022
শূন্যপদের সংখ্যা :
হেড কনস্টেবল: পুরুষ: UR → 34, EWS → 10, ST→ 4, OBC → 44, SC → 15 অর্থাৎ টোটাল মিলিয়ে এখানে 107 টি শূন্য পদ রয়েছে।
মহিলা: UR → 6, EWS → 2, ST→ 1, OBC → 8, SC → 2 অর্থাৎ টোটাল মিলিয়ে এখানে 19 টি শূন্যপদ রয়েছে।
কনস্টেবল: পুরুষ: UR → 58, EWS → 14, ST→ 11, OBC → 38, SC → 21 অর্থাৎ টোটাল মিলিয়ে এখানে 142 টি শূন্য পদ রয়েছে।
মহিলা: UR → 10, EWS → 2, ST→ 2, OBC → 7, SC → 4 অর্থাৎ টোটাল মিলিয়ে এখানে 25 টি শূন্যপদ রয়েছে।
বয়স সীমা:
হেড কনস্টেবল: হেড কনস্টেবল এর জন্য আপনার বয়স সময় এখানে ১৮ থেকে ২৫ বছর চাওয়া হয়েছে। এবং ST, SC এবং OBC ক্ষেত্রে এখানে বয়সের ছাড় রয়েছে। অবশ্য এখানে বয়সের হিসাবটি করবেন 30-11-2022 এই হিসাব অনুসারে।
কনস্টেবল: কনস্টেবল পোষ্টের জন্য আপনার বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। এখানেও ST, SC এবং OBC ক্ষেত্রে এখানে বয়সের ছাড় রয়েছে।অবশ্য এখানে বয়সের হিসাবটি করবেন 30-11-2022 এই হিসাব অনুসারে।
চাকরির খবর → WBPSC এর তরফ থেকে প্রকাশিত হলো ৩ টি নতুন চাকরির বিজ্ঞপ্তি
শিক্ষাগত যোগ্যতা:
হেড কনস্টেবল: আপনি যদি উচ্চমাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনাকে সাইন্সে 45% নাম্বার পেতে হবে।মাধ্যমিক পাশের পর আপনি যদি 2 বছরের ITI এর ডিগ্রি করে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন।
কনস্টেবল: কনস্টেবল এর ক্ষেত্রে আপনি যদি মাধ্যমিক পাশ হয়ে থাকেন এবং মাধ্যমিক পাস করার পাশাপাশি যদি আপনার ডিপ্লোমা সার্টিফিকেট অথবা ITI er ডিগ্রি থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন।
তারিখ: আবেদন প্রক্রিয়া এখানে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে 1 / 11 / 2022 এবং আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ 30 / 11 / 2022 ।
এই চাকরি সম্পর্কিত বিস্তারিত জানতে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিতভাবে পড়ে নেবেন।
official website: Link Here