গুরুত্বপূর্ণ ৩০ টি বাংলা জিকে প্রশ্ন (Bangla Interesting GK) | বাংলা জিকে প্রশ্ন পার্ট ২ | বাংলা সাজেশন
নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইট আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কয়েকটি গুরুত্বপূর্ণ মজাদার বাংলা জিকে প্রশ্ন নিয়ে। এই প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং সাধারন মানুষকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। তোমার আশা করছি তোমাদের এই আর্টিকেলটি ভালো লাগবে।
Importent And Intersting Bangla GK Questions | Bangla Gk | KP, SSC, Group D
1. কোন ভিটামিনে কোবাল্ড ধাতু পাওয়া যায়?
A. ভিটামিন A
B. ভিটামিন B12
C. ভিটামিন C
D. ভিটামিন D
উ: ভিটামিন B12
2. ‘লাইফ ডিভাইন’ এর লেখক কে?
A. শিবানন্দ
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. মহাত্মা গান্ধী
D. অরবিন্দ ঘোষ
উ: অরবিন্দ ঘোষ।
3. একজন সুস্থ মানুষের কিডনির ওজন কত?
A. 120 gm
B. 130 gm
C. 150 gm
D. 145 gm
উ: 150 gm
4. কোন রাজ্যটি ইংরেজদের গোলাম ছিল না?
A. গুজরাট
B. গোয়া
C. সিকিম
D. আসাম
উ: গোয়া।
5. হাওয়া মহল কে নির্মাণ করেছিলেন?
A. মহারাজা ভগত সিং
B. মহারাজা জগজিৎ সিং
C. মহারাজা সাওয়াই প্ৰতাপ সিং
D. মহারাজা যসবন্ত সিং
উ: মহারাজা সাওয়াই প্ৰতাপ সিং।
6. বক্সার যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাটের কাছে প্রতিবছর কত টাকা নিত?
A. 82 লাখ
B. 26 লাখ
C. 44 লাখ
D. 20 লাখ
উ: 26 লাখ।
7. কোন জীব কোনোদিন জল পান করে নি?
A. ক্যাঙ্গারু্যার্ট
B. ঘোড়া
C. পাখি
D. সাদা ভালুক
উ: ক্যাঙ্গারু্যার্ট।
8. সর্বোচ্চ আদালতের ব্যবস্থা ভারতীয় সংবিধানে কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
A. জাপান
B. ব্রিটেন
C. USA
D. দক্ষিণ আফ্রিকা
উ: USA
9. মানব শরীরে ইনসুলিন কোথায় উৎপন্ন হয়?
A. ফুসফুস
B. বৃক্ক
C. অগ্ন্যাশয়
D. অস্থিমজ্জা
উ: অগ্ন্যাশয়।
10. ভারতে সংবিধান সংশোধনের অধিকার কাকে দেওয়া হয়েছে?
A. সংসদকে
B. রাষ্ট্রপতিকে
C. সুপ্রিম কোর্টকে
D. লোকসভাকে
উ: সংসদকে।
11. কোন আন্দোলনের সময় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে সর্দার উপাধি দেওয়া হয়েছিল?
A. লবণ সত্যাগ্রহ
B. বারদৌলি সত্যাগ্রহ
C. ভারতছাড়ো আন্দোলন
D. ভুদান সত্যাগ্রহ
উ: বারদৌলি সত্যাগ্রহ।
অন্যান্য:- কোন কোন রোগের জন্যে কোন কোন টেস্ট – গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন (Science GK)
12. কোন পশু শব্দ করতে পারে না?
A. জিরাফ
B. কুমীর
C. জলহস্তী
D. আনাকোন্ডা
উ: জিরাফ।
13. সর্ববৃহৎ সামুদ্রিক পাখি কি?
A. পেঙ্গুইন
B. কিউই
C. অ্যালব্যাট্রোস
D. কোনোটিই নয়
উ: অ্যালব্যাট্রোস।
→ ৩০টি অ্যাসিড সংক্রান্ত জিকে প্রশ্ন – সাইন্স জিকে প্রশ্ন (Science GK Questions in Bangla)
14. কোন প্রাণী সবচেয়ে বেশিদিন বাঁচে?
A. হাতি
B. কচ্ছপ
C. সাপ
D. মাছ
উ: কচ্ছপ।
15. কোন মুঘল সম্রাট বাংলার বার ভূঁইয়াদের দমন করেন?
A. আকবর
B. জাহাঙ্গীর
C. ঔরঙ্গজেব
D. শেরশাহ
উ: জাহাঙ্গীর।
16. ভারতে তামাক উৎপাদন কোথায় সবচেয়ে বেশি হয়?
A. অন্ধ্রপ্রদেশ
B. অসম
C. গুজরাট
D. UP
উ: অন্ধ্রপ্রদেশ।
17. কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন?
A. ইলটুৎমিস
B. আলাউদ্দিন খিলজী
C. গিয়াসউদ্দিন বলবন
D. মহম্মদ বিন তুঘলক
উ: ইলটুৎমিস।
18. ভারতের প্রথম মহিলা যুদ্ধ বিমান চালিকার নাম কি?
A. অবনী চতুর্বেদী
B. দূর্গা সিং
C. শিখা চতুর্বেদী
D. শ্রেয়সী সিং
উ: অবনী চতুর্বেদী।
19. নিম্নলিখিত কাকে গান্ধীজী নিজের রাজনৈতিক গুরু মানতেন?
A লালা লাজপত রায়
B. গোপালকৃষ্ণ গোখলে
C. আচার্য নরেন্দ্র দেব
D. মহাদেব দেশাই
উ: গোপালকৃষ্ণ গোখলে।
20. আঙ্কোরভাট মন্দির কে নির্মাণ করেন?
A. মহেন্দ্ৰ বৰ্মন
B. সূর্য বর্মন
C. নরসিংহ বর্মন
D. অনন্ত বর্মন
উ: সূর্য বর্মন।
21. ভারতবর্ষে নাগরিকদের নাগরিকত্ব প্রদানের ক্ষমতা কার আছে?
A. প্রেসিডেন্ট
B. প্রধানমন্ত্রী
C. স্বরাষ্ট্রমন্ত্রী
D. রাজ্য সরকার
উ: স্বরাষ্ট্রমন্ত্রী।
22. সর্বভারতীয় জাতীয় সম্মেলনে(1883) কে সভাপতিত্ব করেন?
A. গোপালকৃষ্ণ দেশমুখ
B. সুরেন্দ্রনাথ ব্যানার্জি
C. রামতনু লাহিড়ী
D. আনন্দমোহন বসু
উ: রামতনু লাহিড়ী।
23. নৌবিদ্ৰোহ কত সালে হয়েছিল?
A. 1945
B. 1946
C. 1940
D. 1930
উ: 1946 সালে।
24. ‘ওয়াল স্ট্রিট’ কোথায় অবস্থিত?
A. জেরুজালেম
B. নিউইয়র্ক
C. ইয়াঙ্গন
D. জাকার্তা
উ: নিউইয়র্ক।
25. কাশ্মীরের আকবর কাকে বলা হয়?
A. জয়নাল আবেদিন
B. সিকন্দর
C. রানি দিদ্দা
D. সম্রাট সংগ্রাম সিং
উ: জয়নাল আবেদিন।
26. ভারতীয় রেলওয়ের মাসকট কি?
A. বাঘ
B. স্ট্যাম্পি
C. মহারাজা
D. ভোলু হাতি
উ: ভোলু হাতি।
27. পঞ্চায়েতি রাজের ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে রয়েছে –
A. গ্রাম সভা
B. গ্রাম পঞ্চায়েত
C. জেলা পরিষদ
D. পঞ্চায়েত সমিতি
উ: জেলা পরিষদ।
28. ত্যাগ ও ধার্মিক কার্যাবলী কিসে বর্ণিত আছে?
A. ঋকবেদে
B. যজুর্বেদে
C. সামবেদে
D. অথর্ব বেদে
উ: যজুর্বেদে।
29. নারকলেপসি কিসের সাথে সম্বন্ধিত এক রোগ?
A. চুরির অভ্যাস
B. ভুলে যাওয়া
C. মির্গি রোগ
D. অত্যাধিক ঘুম
উ: অত্যাধিক ঘুম।
30. মহম্মদ-বিন-তুঘলকের আসল নাম কি ছিল?
A. জুনা খাঁ
B. মুবারক খান
C. কাসিম খান
D. আশরাফ রাখ
উ: জুনা খাঁ।
তোমাদের যদি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন প্রশ্নের উত্তর নিয়ে যদি মনে সংশয় থাকে অথবা মনে হয় যে কোন প্রশ্নের উত্তর ভুল আছে তাহলে সেটিও কমেন্ট করে জানাবে। যাতে আমরা তোমাদের মনের সংস এবং ভুল উত্তরটি ঠিক করার চেষ্টা করতে পারি।
[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট, জিকে প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স প্রভৃতি সম্পর্কে জানতে হলে আমাদের বাংলা সাজেশন সাইটটিকে ফলো করুন।[/su_note]