মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে ভারতীয় রেলে গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্টে নিয়োগ!
Indian Railway Group C and Group D Post Job Recruitment:
ভারতীয় রেল থেকে একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন চাকরি প্রার্থী সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন রুপসি এবং গ্রুপ ডি পদের জন্য। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশেই আপনারা এখানে আবেদন করতে পারবেন।
আবেদনের তারিখ: এখানে আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে 10-11-2022 তারিখ থেকে এবং আবেদন শেষ হবে 9-12-2022 এই তারিখ পর্যন্ত।
কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে: এখানে লেভেল টু অর্থাৎ গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং লেভেল ওয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে।
বেতন :- লেভেল ওয়ান পোস্ট এর ক্ষেত্রে মাসিক বেতন 18,000-56,900 টাকা পর্যন্ত দেওয়া হবে এবং লেভেল টু এর ক্ষেত্রে মাসিক বেতন 19,900-63,200 টাকা পর্যন্ত দেওয়া হবে।
শূন্যপদ: লেভেল ওয়ান পোস্ট এর ক্ষেত্রে শূন্য পদ রয়েছে 12 টি এবং লেভেল টু পোস্টের ক্ষেত্রে শূন্য পদ রয়েছে 2 টি।
শিক্ষাগত যোগ্যতা: লেভেল টু পোস্টের ক্ষেত্রে আপনারা যদি ক্লাস 12 পাশ করে থাকেন সঙ্গে ফিফটি পার্সেন্ট আপনাদের যদি নাম্বার থেকে থাকে তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা যদি SC, ST, Ex-serviceman হয়ে থাকেন তাহলে আপনাদের এখানে কোন পারসেন্টেজের দরকার পড়বে না। এরও সঙ্গে আপনাদের অবশ্যই স্কাউটিং এবং গাইটিং এর এক্সপেরিয়েন্স থাকতে হবে।
লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডি পোস্ট এর ক্ষেত্রে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন অথবা আইটিআই ডিগ্রী কমপ্লিট করে থাকেন তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন এছাড়া আপনাদের যদি এখানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিভ সার্টিফিকেট থেকে থাকে অথবা আপনারা যদি সমতুল্য পাশ করে থাকেন তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন। এছাড়া এখানে অডিও অন্যান্য বাদবাকি কোয়ালিফিকেশনে আছে যেগুলি আপনারা অফিসিয়ালি নোটিফিকেশনে দেখে নিতে পারেন এবং এগুলি ছাড়াও আপনাদের অবশ্যই স্কাউটিং এবং গাইডিং এর এক্সপেরিয়েন্স থাকতে হবে।
অফিসিয়াল নোটিফিকেশনে স্কাউটিং এবং রাইটিং এর বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে দেখে নিতে পারেন।
অন্যান্য → রাজ্যে সরকারি ইউনিভার্সিটিতে নতুন কর্মী নিয়োগ – WB Govt University Job Recruitment 2022
বয়স সীমা:
Level 2 (Group C) :- 18 বছর – 30 বছর।
Level 1 (Group ‘D’) :- 18 বছর – 33 বছর।
এছাড়া আপনার দুটি পোষ্টের ক্ষেত্রে এসসি অথবা এসটি প্রার্থী হয়ে থাকলে সরকারি হিসাব অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবেন।
আবেদন ফিস:- এখানে আবেদন করার জন্য আপনাদের অবশ্যই আবেদন ফিস দিতে হবে এবং আপনাদের আবেদন ফিস এখানে চাওয়া হয়েছে 500 টাকা। আপনারা যদি SC, ST, Ex-serviceman হয়ে থাকেন তাহলে আপনাদের এখানে 250 টাকা লাগবে আবেদন ফিস।
আপনাদের এই দুটি পোস্টে রিটেন টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।
রিটেন টেস্টে কি কি সিলেবাস থাকবে তার সমস্ত অফিসের নোটিফিকেশনে দেওয়া রয়েছে আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিতে পারেন।
এখানে আপনাদের কি কি ডকুমেন্ট ভেরিফাই করা হবে তো সমস্তটা অফিসিয়ালি নোটিফিকেশনে আপনারা দেওয়া আছে। আরো তথ্য জানতে এই অফিসিয়াল নোটিফিকেশনটি বিস্তারিতভাবে দেখে নিতে পারেন।
Official website → Link Here
Official notification → Link Here
অন্যান্য → পশ্চিমবঙ্গে প্রাণী ও মৎস্য দপ্তরে নতুন কর্মী নিয়োগ – WB Animal and Fishery Sciences Job