Job News : বিরাট সুখবর উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় ডাক বিভাগে চাকরির সুযোগ ! শূন্যপদ রয়েছে 60,000 এরও বেশি।

Indian Post Office Job Recruitment:

যে সমস্ত চাকরিপ্রার্থীরা চাকরির আশায় বসে রয়েছেন তাদের জন্য রয়েছে এক বিরাট সুখবর! ভারতীয় ডাক বিভাগের ৬০ হাজার এর বেশি শূন্য পদে নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে। এখানে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জেলায় পোস্টম্যান ও মেল গার্ড পদে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন।

Indian Post Office Recruitment

সবার প্রথমে জানিয়ে দেবো যে এই বিজ্ঞপ্তি টি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফ কমিউনিকেশনস ডিপার্টমেন্ট অফ পোষ্ট এবং Dak Bhawan, Sansad Marg, New Delhi, Date 15.11.2022 ।

1 নম্বর পোষ্টের নাম:- পোস্টম্যান (Postman) পোস্টে নিয়োগ করা হচ্ছে।

শূন্যপদ:- 59099 টি রয়েছে শূন্যপদ।

বেতন :- লেভেল 3 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে অর্থাৎ প্রতি মাসে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়স সীমা: – এই চাকরির জন্য আপনার বয়স সীমা চাওয়া হচ্ছে 18 থেকে 27 বছর। অর্থাৎ আপনি যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন যোগ্য।

শিক্ষাগত যোগ্যতা:- উচ্চমাধ্যমিক পাস করতে হবে এবং সঙ্গে অবশ্যই কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে।

2 নম্বর পোষ্টের নাম :- মেল গার্ড (Mail Guard) পোস্টে নিয়োগ করা হচ্ছে।

শূন্য পদ :- 1445 টি রয়েছে শূন্যপদ।

বেতন কাঠামো:- লেভেল 3 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে অর্থাৎ প্রতি মাসে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়স সীমা:- এই চাকরির জন্য আপনার বয়স সীমা চাওয়া হচ্ছে 18 থেকে 27 বছর। অর্থাৎ আপনি যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন যোগ্য।

শিক্ষাগত যোগ্যতা:- উচ্চমাধ্যমিক পাস করতে হবে এবং সঙ্গে অবশ্যই কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে।

Official website:- Click Here

Official notification:- Download Now

অন্যান্য → Job Update: পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশনে ইন্সপেক্টর পদে নিয়োগ!

Back to top button