উচ্চমাধ্যমিক পাশে ইন্ডিয়ান অয়েলে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন আপনিও!
Indian Oil Job Recruitment:
ইন্ডিয়ান অয়েল থেকে একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই চাকরিতে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন ছেলে ও মেয়ে এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, বেতন কাঠামো কি রয়েছে, কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এই সবকিছুই নিচে বিস্তারিত ভাবে দেওয়া রইল –
আবেদনের তারিখ:- এখানে আবেদন শুরু হয়ে গেছে 10/ 11/ 2022 এই তারিখ থেকে এবং এখানে আপনারা আবেদন করতে পারবেন 30/ 11/ 2022 এই তারিখ পর্যন্ত।
এখানে আপনারা পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন ক্যাটাগরির ছেলে মেয়ে যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন।
শূন্যপদ : এখানে টোটাল মিলিয়ে শূন্য পদের সংখ্যা রয়েছে 465 টি । এছাড়াও এখানে ক্যাটাগরি ওয়াই শূন্য পদ সংখ্যা দেওয়া আছে আপনারা অফিশিয়াল নোটিফিকেশনে বিস্তারিতভাবে দেখে নেবেন।
এখানে বিভিন্ন রাজ্য ছাড়াও ওয়েস্ট বেঙ্গলের ও ভ্যাকেন্সি রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে কি কি ভ্যাকেন্সি রয়েছে এটি জানার জন্য আপনারা অবশ্য অফিশিয়াল নোটিফিকেশনে গিয়ে একটু বিস্তারিতভাবে দেখে দেবেন।
অন্যান্য → SSC Constable Job 2022 নতুন বিজ্ঞপ্তি প্রকাশ 25 হাজার শূন্যপদে কর্মী নিয়োগ
selection process : selection process এর ক্ষেত্রে এখানে তোমাদের প্রথমে ট্রিটমেন্ট টেস্ট হয়ে যাবে যেখানে 100 নম্বরের MCQ প্রশ্ন থাকবে। এছাড়াও এখানে সিলেবাস সংক্রান্ত এবং যাবতীয় তথ্য অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া আছে।
এখানে আপনারা যে এক্সাম দেবেন সে এক্সামের এডমিট কার্ড দেওয়া হবে 8/ 12/ 2022 তারিখে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন।
পরীক্ষার তারিখ : এখানে আপনাদের একটি রিটেন হবে 18/ 12/ 2022 এই তারিখে।
বয়স সীমা : ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে আপনাদের বয়স 18 থেকে 24 বছর হলে আপনার এখানে আবেদন করতে পারবেন। আপনার আপনাদের বয়সের হিসাব করবেন 10/ 11/ 2022 এই তারিখ অনুযায়ী। SC, ST, OBC প্রার্থীরা বয়সের ছার পেয়ে যাবেন।
কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে:
Domestic Data Entry Operator (Skill Certificate Holder), Data Entry Operator (Fresher Apprentices), Trade Apprentices (Accountant), Trade Apprentices (Assistant Human Resource) পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এছাড়াও আরো অন্যান্য পোষ্টের রিক্রুট কারণ হচ্ছে আপনার নোটিফিকেশনে বিস্তারিত ভাবে দেখে নেবেন।
• India Post Recruitment 2022: Age Limit, Education Qualification, Application Fee, Last Date
শিক্ষাগত যোগ্যতা:
Domestic Data Entry Operator (Skill Certificate Holder) :- উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং সঙ্গে অবশ্যই ডাটা এন্ট্রি অপারেটরের উপরে স্কিল থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন।
Data Entry Operator (Fresher Apprentices) :- শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনার এখানে আবেদন করতে পারবেন।
Trade Apprentices (Accountant) :- ফুলটাইম ব্যাচেলর ডিগ্রী কমপ্লিট থাকতে হবে কমার্সের উপরে।
Trade Apprentices (Assistant Human Resource) :- ফুলটাইম ব্যাচেলর ডিগ্রী কমপ্লিট থাকতে হবে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং যেকোনো শাখায়।
Official website :- Link Here
Official notification :- Link Here
Apply Online :- Link Here
অন্যান্য → রাজ্যে সরকারি ইউনিভার্সিটিতে নতুন কর্মী নিয়োগ – WB Govt University Job Recruitment 2022