ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন নতুন কর্মী নিয়োগ করছে, জানুন কিভাবে করবেন অ্যাপ্লাই

আপনি কি মাধ্যমিক পাশ। তাহলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করাই ভালো । এবার কর্ম প্রার্থীদের সামনে মেগা রিক্রুটমেন্ট নিয়ে হাজির ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকের অধীনে থাকা ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন (INDIAN OIL CORPORATION )। এবার গোটা দেশ জুড়ে কয়েকশো অ্যা প্রেন টিসশিপ অর্থাৎ শিক্ষানবিশ নিচ্ছে ইন্ডিয়ান ওয়েল। 

সম্প্রতি ভারত সরকারের এই বৃহৎ সংস্থা মারফৎ গোটা দেশের কর্মপ্রার্থীদের কাছ থেকে আবেদন পত্র চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান ওয়েল । এক্ষেত্রে গোরা দেশের যে কোনও প্রান্তের প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলে একাধিক ট্রেডের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। তাহলে আসুন চটপট দেখে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে। 

প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ 

Advertisement No. IOCL/MKTG/APPR/2022-23     

Dated: 14/12/2022

আবেদন পদ্ধতি

এক্ষেত্রে আবেদনকারীকে ইন্ডিয়ান ওয়েলের (Indian Oil )নির্দিষ্ট ওয়েব সাইটে (https://www.iocl.com/apprenticeship) গিয়ে প্রার্থীকে তার নাম এবং ইমেল আই ডি দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন পত্র দাউন লোড করে নিতে হবে । তারপর আবেদন পত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে আবেদন পত্র টি সাবমিট করতে হবে । 

নিয়োগ পদ্ধতি

এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে অনলাইন টেস্ট দিতে হবে । তারপর সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা এবং প্রার্থীর জমা করা ডকুমেন্টস ভালো ভাবে খুঁটিয়ে দেখে সফল এবং যোগ্য প্রার্থীর হাঁটে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ।

প্রয়োজনীয় ডকুমেন্টস 

আবেদন ফর্ম পূরণের সময়  আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল:

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র সহ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি।

শূন্যপদের বিবরণ

এক্ষেত্রে বেশ কয়েকটি বিভাগে অ্যাপ্রেন্টিসশিপ বা শিক্ষানবিশ নেওয়া হবে । যেমন ,

1. Fitter  

2. Electrician  

3. Electronics Mechanic 

4. Instrument Mechanic 

5. Machinist

6. Technician Apprentice – (Mechanical / Electrical / Instrumentation / Civil / Electrical & Electronics / Electronics)

7. Data Entry Operator 

8. Retail Sales Associate

শূন্যপদ 

উল্লেখিত পদ গুলিতে শূন্যপদের সংখ্যা কয়েকশো । তবে এটি দেশের বেশিরভাগ  রাজ্য ব্যাপি বিভাজিত । 

শিক্ষাগত যোগ্যতা 

সংশ্লিষ্ট বিষয়ে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞ -দক্ষ এবং ডিগ্রিধারী হতে হবে । 

বয়স সীমা 

এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

আবেদনের শেষ তারিখ – 03/01/2023 

অফিসিয়াল নোটিশHere 

আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – (https://www.iocl.com/apprenticeship

Back to top button