ভারতীয় নেভি থেকে প্রকাশিত হলো নতুন চাকরীর বিজ্ঞপ্তি – Indian Navy SSR Vacancy 2022 (Indian Navy Recruitment 2022)
Indian Navy SSR Vacancy 2022 | Indian Navy Recruitment 2022
Indian Navy Recruitment 2022:- অগ্নিবীর নিয়োগের জন্য ইন্ডিয়ান নেভি থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। ইন্ডিয়ান নেভি তে SSR এবং MR পদের জন্যে নিয়োগ করা হয়। তো এখানে আজকের যে বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হলো SSR পদ নিয়ে। Senior Secondary Recruit ।
এই এসএসআর পদের নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে তোমরা ছেলে অথবা মেয়ে আবেদন জানাতে পারবে। তো আজকের এই আলোচনাটি এই বিষয়ে হতে চলেছে এবং এখানে তোমাদের জানিয়ে দেবো যে কিভাবে তোমরা আবেদন করতে পারবে কি কি ডকুমেন্টস লাগবে শেষ তারিখ কবে রয়েছে এবং কবে থেকে তোমরা আবেদন শুরু করতে পারবে এবং এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু জানিয়ে দেবো।
সুতরাং আজকের এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত পড়বে এবং এই ধরনের চাকরির খবর এবং আপডেটেড নিউজ এর জন্য আমাদের বাংলা সাজেশন ব্লগ থেকে অবশ্যই ফলো করবে।
তো সবার প্রথমে তোমাদের জানিয়ে দিয়েছে এই এস এস আর এর পুরো নাম কি। এসএসআর – এর পুরো নাম হল সিকিউরিটি সেকেন্ডারি রিক্রুট।
পোষ্টের নাম – Indian Navy Invites Online Applications From Unmarried Male and Unmarried Female Candidates For Agniveer (SSR) – 01/2022 Batch
মোট শূন্যপদ- 2800 (maximum 560 female)
শিক্ষাগত যোগ্যতা– উচ্চমাধ্যমিক পাশ হতে হবে, Math এবং Physics tomader অবশ্যই থাকতে হবে। এছাড়াও তোমাদের কেমিস্ট্রি/ বায়োলজি/ কম্পিউটার সাইন্স এই তিনটি বিষয়ের মধ্যে একটি থাকতে হবে।
বয়সসীমা – তোমাদের জন্মতারিখ অবশ্যই 1 নভেম্বর 1999 থেকে 30 এপ্রিল 2005 এর মধ্যে থাকতে হবে।
ম্যারিটাল স্ট্যাটাস– অবশ্যই তোমাদের অবিবাহিত হতে হবে তবেই কিন্তু এখানে আবেদন জানতে পারবে
কতদিনের জন্যে – অগ্নীবীর এর জাতীয় আইন অনুযায়ী 4 বছরের জন্যে তোমাদের চাকরিটি হবে
বেতন কাঠামো – মাসিক তোমাদের 30, 000 টাকা করে কিন্তু বেতন রয়েছে। (বেতন কাঠামোর জন্যে তোমরা অগ্নিবীর আইনের বিধিনিয়ম গুলি দেখে নেবেন)
• কেন্দ্রীয় হাসপাতালে কর্মী নিয়োগ | মাধ্যমিক পাশে চাকরি | বেতন 18000 থেকে শুরু
• রাজ্যে SSC এর দ্বারা প্রচুর কর্মী নিয়োগ শুরু হল | বেতন ৪০০০০ | SSC Recruitment 2022
সিলেকশন প্রসেস – সবার প্রথমে তোমাদের শর্ট লিস্টিং করা হবে। Math এবং Physics tomader অবশ্যই থাকতে হবে। তোমাদের কেমিস্ট্রি/ বায়োলজি/ কম্পিউটার সাইন্স এই তিনটি বিষয় এবং উপরের বিষয় গুলিতে কত কত নম্বর ছিল সেই অনুযায়ী কিন্তু তোমাদের কাট অফ মার্কস তৈরি করা হবে। এই মার্কস দিয়েই তৈরি করা হবে শর্ট লিস্ট। সেখান থেকেই তোমাদের এলোটমেন্ট করা হবে।
তারপর এই শর্ট লিস্টেড ক্যান্ডিডেট দের কিন্তু PFT অর্থাৎ ফিজিকাল ফিটনেস টেস্ট নেওয়া হবে। এবং রিটেন এক্সামিনেশন নেওয়া হবে।
PFT পরীক্ষায় কি কি দরকার – ছেলে ক্যান্ডিডেট দের 1.6km দৌড় কমপ্লিট করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে এবং মেয়েদের কমপ্লিট করতে হবে 8 মিনিটে। ছেলেদের উঠাক-বেঠাক করতে হবে 20 বার এবং মেয়েদের 15 বার। এছাড়াও ছেলেদের পুষ আপস করতে হবে 12 বার। এবং মেয়েদের বেন্ট নী সিট আপস করতে হবে 10 বার।
অন্যান্য বিষয়:- 5 টি সেরা ব্যাংকের চাকরি যেগুলির ভ্যাকেন্সি প্রতিবছর বের হয় – Top 5 Banking Jobs
উচ্চমাধ্যমিকের পরে কোন কোন চাকরি রয়েছে – দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই জেনে নিন
নতুন আপডেট:- রাজ্যের ডাকবিভাগে ১ লক্ষ কর্মী নিয়োগের উদ্যোগ | জেনে নিন কি বলছে কেন্দ্রীয় সরকার
ছেলেদের ক্ষেত্রে হাইট বলা হয়েছে 157 cm এবং মেয়েদের ক্ষেত্রে 152 cm।
মেডিক্যাল – PFT এবং রিটেন পরীক্ষার পরে তোমাদের একটি মেরিট লিস্ট বের করা হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু একটি মেডিকেল এক্সামিনেশন নেওয়া হবে। তোমাদের কিন্তু কিছু ভিজ্যুয়াল স্ট্যান্ডার্ড পরীক্ষা নেওয়া হবে। যেখানে তোমাদের চোখের পরীক্ষা নাকের পরীক্ষা কানের পরীক্ষা করা হবে।
কিভাবে আবেদন জানাবে – তোমাদের কিন্তু ইন্ডিয়ান নেভির যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন জানাতে হবে। ইন্ডিয়ান নেভির যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেটির লিংক আমি নিচে দিয়ে দেব। সেই লিংক কপি করে নিজেদের ব্রাউজারে পেস্ট করলেই কিন্তু আপনারা সেখানে ভিজিট করে অনলাইনে আবেদন শুরু করতে পারবেন।
আবেদন কবে থেকে শুরু – 15 জুলাই থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে
আবেদনের শেষ তারিখ কবে- 22 শে জুলাই পর্যন্ত তোমাদের শেষ তারিখ এখানে আবেদন করার
রেজিস্ট্রেশন কবে থেকে শুরু – 1স্ট জুলাই থেকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে
Official Website:- https://www.joinindiannavy.gov.in/
Apply Now:- https://www.joinindiannavy.gov.in/en/account/account/state
একদম নতুন:- বিনামূল্যে মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরি, বেতন রয়েছে ১৯৯০০ টাকা
[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]এই ধরনের বিভিন্ন চাকরির খবর পেতে অবশ্যই আমাদের বাংলা সাজেশন ব্লগটিকে ফলো করুন।[/su_note]