Indian Coast Guard Recruitment 2022: ভারতীয় উপকূলরক্ষা বাহিনীতে নতুন নিয়োগ, জেনে নিন আবেদন প্রক্রিয়া
ভারতীয় উপকূল রক্ষকের চাকরি সন্ধানকারীদের জন্যে এটা একটা বিরাট বড়ো সুযোগ। কারণ এই মাত্র Indian Coast Guard এর তরফ থেকে প্রকাশিত করা হলো এক নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। যেখানে 71 টি শূন্যপদের জন্যে প্রার্থীদের নিয়োগের জন্যে আবেদন জানাচ্ছে। যেখানে বেতন রয়েছে পে লেভেল ১০ অনুযায়ী (৫৬,১০০ টাকা) । এখানে Assistant Commandant General Duty, CPL, Technical (Mechanical and Electrical) এবং Law পোষ্টের জন্যে কর্মী রিক্রুট হচ্ছে।
ভারতীয় নৌবাহিনীতে আবেদনে আগ্রহী প্রার্থীরা নিজেদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। এখানে আবেদনের শেষ তারিখ হল ৭ সেপ্টেম্বর ২০২২। ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইট joinindiancoastguard.cdac.in এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন প্রার্থীদের অবশ্যই আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি বিস্তারিত ভাবে পড়তে বলা হচ্ছে।
অন্যান্য চাকরি: BSF Recruitment 2022: HS পাশে BSF এ 323 টি শূন্যপদে কর্মী নিয়োগ
ভারতীয় কোস্ট গার্ড আসিস্ট্যান্ট কমান্ড্যান্ট 2022: শূন্যপদ
General Duty (GD) | 50 টি |
CPL (SSA) | |
Tech (Engg) | 20 টি |
Tech (Elect) | |
Law | 1 টি |
ভারতীয় কোস্ট গার্ড আসিস্ট্যান্ট কমান্ড্যান্ট 2022: কি কি পোস্ট রয়েছে
(a) Assistant Commandant (GD) – Male (বয়স ২১-২৫)
(b) Assistant Commandant (GD P/N) – Male (বয়স ১৯-২৫)
(c) Assistant Commandant (Women-SSA) – Female (বয়স ২১-২৫)
(d) Assistant Commandant (CPL-SSA) – Male/Female (বয়স ১৯-২৫)
(e) Assistant Commandant (Technical-Mechanical) – Male (বয়স ২১-২৫)
(f) Assistant Commandant (Technical-Electrical/Electronics) – Male (বয়স ২১-২৫)
(g) Assistant Commandant (Law) – Male/Female (বয়স ২১-৩০)
অন্যান্য আপডেট: চাকরির খবর: 4300 শূন্যপদে এসএসসির মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হচ্ছে, জেনে নিন বিস্তারিত
Job details: CBI কি? কিভাবে একজন সিবিআই হওয়া যায়?
শিক্ষাগত যোগ্যতা
General Duty/(Pilot/Navigator): আবেদন প্রার্থীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম 60% নম্বর সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। আবেদন প্রার্থীর 10+2+3 অর্থাৎ মাধ্যমিক, একাদশ-দ্বাদশ এবং গ্র্যাজুয়েশনে অবশ্যই গণিত এবং পদার্থবিদ্যা বিষয় থাকতে হবে। দ্বাদশ শ্রেণি পর্যন্ত গণিত এবং পদার্থবিদ্যায় 60% নম্বর থাকতে হবে।
CPL-SSA: Director General of Civil Aviation (DGCA) এর মাধ্যমে Commercial Pilot Licence (CPL) প্রাপ্ত থাকতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে 60% নম্বর সহ দ্বাদশ শ্রেণী পাশ (পদার্থবিদ্যা ও গণিত)।
Technical (Mechanical): প্রার্থীকে নৌস্থাপত্য/মেকানিক্যাল/মেরিন/অটোমোটিভ/মেকাট্রনিক্স/ইন্ডাস্ট্রিয়াল এবং প্রোডাকশন/মেটালার্জি/ডিজাইন/অ্যারোনটিক্যাল/অ্যারোস্পেসে ন্যূনতম 60% নম্বর সহ একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
অবশ্যই জেনে নিন:- ইন্ডিয়ান নেভির নতুন পতাকার ব্যাপারে পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য
Technical (Electrical/Electronics): আবেদন প্রার্থীর অবশ্যই সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Electrical/Electronics/Telecommunication/Instrumentation/Instrumentation এবং Control/Electronics এবং Communication/Power Engineering/Power Electronics এর উপরে 60% নম্বর সহ ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকতে হবে।
Law Entry: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে LAW এর ডিগ্রি থাকতে থাকতে হবে সাথে থাকতে হবে 60% নম্বর।
বেতন: ৫৬১০০ টাকা প্রতি মাস (লেভেল ১০)
আবেদন ফিস: অনলাইনের পেমেন্ট মাধ্যম গুলির মাধ্যমে আবেদন ফিস জমা করতে হবে। জেনারেল/ওবিসি/EWS দের জন্যে 250 টাকা এবং এসসি/এসটি দের জন্যে কোনো আবেদন ফিস নেই।
আবেদন প্রক্রিয়া: 17 আগস্ট 2022 তারিখে অনলাইন আবেদনের প্রক্রিয়া শুরু হলেই আগ্রহী প্রার্থীরা ইন্ডিয়ান কোস্ট গার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিসিট করে নিজেদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। (আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি)
সিলেকশন প্রসেস: সিলেকশন শুরু হবে কম্পিউটার বেসড পরীক্ষা। তারপরে হবে Mental Ability Test/ Cognitive Aptitude Test and Picture Perception এবং Discussion Test । তারপরে হবে ফাইনাল টেস্ট অর্থাৎ অন্তিম পর্যায়। Psychological Test, Group Task এবং তারপরে হবে Interview (Personality test)।
জরুরী তারিখ
অনলাইনে আবেদন শুরু: 17 আগস্ট 2022
অনলাইনে আবেদন শেষ: 7 সেপ্টেম্বর 2022
জরুরি লিংক