ইন্ডিয়ান আর্মিতে উচ্চ পদে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে ! নিচে দেওয়া যোগ্যতা গুলি থাকলে আবেদন করতে পারবেন আপনিও!
Indian Army New Recruitment 2022
যে সমস্ত চাকরিপ্রার্থীরা ইন্ডিয়ান আর্মিতে চাকরি করতে চাও তাদের জন্য রয়েছে বিরাট সুখবর। এই মুহূর্তে ইন্ডিয়ান আর্মি থেকে আরও একটি পার্মানেন্ট চাকরির ভ্যাকেন্সি বের হয়েছে। ইন্ডিয়ান আর্মির এই ভেকেন্সিটির একটি কোর্স অর্থাৎ TGC-137 ব্যাচে এই ভেকেন্সিটি বের হয়েছে। টিজিসি কোর্স বলতে টেকনিক্যাল গ্রাজুয়েট কোর্স। তুমি যদি এই টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স কমপ্লিট করে থাকো তাহলে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির সর্বোচ্চ পদে চাকরি পেতে পারো। এখানে শুধুমাত্র পুরুষেরা আবেদন করতে পারবে কোন মহিলারা এখানে আবেদনে যোগ্য নয়। এই ভেকেন্সিটিতে ভারতবর্ষের যে কোন জেলার যেকোনো।অবিবাহিত পুরুষ এখানে আবেদন করতে পারবে।
বয়স সীমা কত লাগবে ?
ইন্ডিয়ান আরবির এই ভ্যাকেন্সিতে তোমার বয়স যা হয়েছে কুড়ি থেকে ২৭ বছরের মধ্যে 1 জুলাই 2023 এর তারিখ অনুযায়ী। তোমার বয়স টি অবশ্যই করবে ২ জুলাই 1996 থেকে 01 জুলাই 2003 এই তারিখে মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে?
এখানে আবেদনের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে তুমি যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী কোর্স কমপ্লিট করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তুমি যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী কোর্সের স্টুডেন্ট হয়ে থাকো এবং ফাইনাল ইয়ারে রয়েছো তবুও তুমি এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমার যদি 1 টা সেমিস্টার বাকি থাকে তবুও তুমি এখানে আবেদনযোগ্য হবে।
শূন্য পদ কত ?
এখানে বিভিন্ন পোষ্টের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন ভেকেন্সি রয়েছে এবং সম্পূর্ণ শূন্যপদ মিলিয়ে টোটাল ৪০ টি ভ্যাকেন্সি রয়েছে।
বেতন কাঠামো কত ?
এখানে যেহেতু উচ্চপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেও তো প্রত্যেকটি পদের ক্ষেত্রে এখানে ভালো বেতন দেওয়া হচ্ছে। পদের ক্ষেত্রেই প্রায় এখানে ১ লাখ এর উপরে প্রতি মাসে বেতন রয়েছে।
এছাড়াও তোমরা যদি এখানে চাকরি করো তাহলে তোমরা বিভিন্ন ভাতা পেয়ে যাবে এবং পেনশন পেয়ে যাবে।
কিভাবে আবেদন করবে?
1) প্রথমে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2) তারপর সেখানে এন্টিবা লগইন বলে একটি অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
3) এই ভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে।
কিভাবে নিয়োগ করা হবে?
1)প্রথমে তোমাদের এখানে আবেদন করতে হবে।
2) তারপর তোমার পার্সেন্টেজ দেখা হবে।
3) পার্সেন্টেজের ভিত্তিতে একটি কাটঅফ মার্ক তৈরি করা হবে।
4) তোমার নাম উঠলে তুমি এই ট্রেনিং এর জন্য যোগ্য হবে।
5)ট্রেনিং এর সময় তোমাদের অনেক ফেসিলিটি দেওয়া হবে।
6) ট্রেনিং এর পর তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে।
7) মেডিকেল এক্সামিনেশন এর পর তারপর তোমাদের এসএসবির একটি ইন্টারভিউ হবে।
8) এখানে তোমাদের যাবতীয় খরচ দেওয়া হবে।
9) তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বের করা হবে।
10) নোটিফিকেশনে কত হাইট এবং কতটা দৌড়াতে হবে সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া নেই।
এই ভেকেন্সিতে অনেকগুলি পোষ্টের নিয়োগ করা হচ্ছে সেই পোস্টগুলি জানতে আপনারা নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে দেখে নিতে পারেন।
Official website → Click Here
Official notification → Download Now
চাকরির খবর → পশ্চিমবঙ্গে প্রাণী ও মৎস্য দপ্তরে নতুন কর্মী নিয়োগ – WB Animal and Fishery Sciences Job