৩০টি অ্যাসিড সংক্রান্ত জিকে প্রশ্ন – সাইন্স জিকে প্রশ্ন (Science GK Questions in Bangla)
আজকে আমি তোমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ নিবন্ধ শেয়ার করবো যেখানে আমি তোমাদের জন্যে 30টি অ্যাসিড সংক্রান্ত জিকে প্রশ্ন আলোচনা করব।
যেখানে সাইন্স নিয়ে তোমাদের বিশেষ বিশেষ পরীক্ষার গুলি হয়ে থাকে সেখানে তোমরা এই বিষয়ে আসা সমস্ত প্রশ্নগুলির সঠিক উত্তর দিতে পারবে যদি এই প্রশ্নগুলি মনোযোগ সহকারে পড়ো। শুধু তাই নয় বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু নিম্নে দেওয়া প্রশ্নগুলি খুব সাহায্য করবে। তাহলে চলো বেশি দেরি না করে সরাসরি প্রশ্ন ও উত্তর শুরু করা যাক।
অ্যাসিড নিয়ে 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন – WBP, Mains, Prelims, Group D, Railway Exams
—————————————
1. মিউরিয়েটিক অ্যাসিড/সামুদ্রিক অ্যাসিড কাকে বলে?
A. লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড
B. সালফিউরিক অ্যাসিড
C. নাইট্রিক অ্যাসিড
D. গাঢ় সালফিউরিক অ্যাসিড
উত্তর:- A. লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড
2. অ্যাকোয়া ফটিস বা শক্তিশালী জল কাকে বলে?
A. সালফিউরিক অ্যাসিড
B. নাইট্রিক অ্যাসিড
C. হাইড্রোক্লোরিক এসিড
D. কোনোটিই নয়
উত্তর:- B. নাইট্রিক অ্যাসিড
3. সাধারণ উষ্ণতায় কোন অ্যাসিড গ্যাসীয় অবস্থায় থাকে?
A. হাইড্রোক্লোরিক অ্যাসিড
B. নাইট্রিক অ্যাসিড
C. হাইড্রোব্রোমিন অ্যাসিড
D. পাইরোসালফিউরিক অ্যাসিড
উত্তর:- A. হাইড্রোক্লোরিক অ্যাসিড
4. একটি জারক অ্যাসিড কোনটি?
A. হাইড্রোক্লোরিক অ্যাসিড
B. লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড
C. সালফিউরিক অ্যাসিড
D. কোনোটিই নয়
উত্তর:- C. সালফিউরিক অ্যাসিড
5. একটি অজারক অ্যাসিড হল –
A. হাইড্রোক্লোরিক অ্যাসিড
B. নাইট্রিক অ্যাসিড
C. পাইরোসালফিউরিক অ্যাসিড
D. কোনোটিই নয়
উত্তর:- A. হাইড্রোক্লোরিক অ্যাসিড
6. কোন অ্যাসিড তীব্র জলশোষক?
A. পাইরোসালফাউরিক অ্যাসিড
B. হাইড্রোব্রোমিন অ্যাসিড
C. গাঢ় সালফিউরিক অ্যাসিড
D. কোনোটিই নয়
উত্তর:- C. গাঢ় সালফিউরিক অ্যাসিড
7. ধুমায়মান সালফিউরিক এসিড কোনটি?
A. পাইরোসালফিউরিক অ্যাসিড
B. গাঢ় সালফিউরিক অ্যাসিড
C. লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড
D. নাইট্রিক অ্যাসিড
উত্তর:- A. পাইরোসালফিউরিক অ্যাসিড
8. কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামী বর্ণের গ্যাস নির্গত হয়?
A. অ্যাকোয়া রিজিয়া
B. নাইট্রিক অ্যাসিড
C. সাইট্রিক অ্যাসিড
D. নাইট্রোগ্লিসারিন
উত্তর:- B. নাইট্রিক অ্যাসিড
9. কোন অ্যাসিডের সংস্পর্শে অ্যামোনিয়া গ্যাস এলে সাদা ধোঁয়ার সৃষ্টি করে?
A. সালফিউরিক অ্যাসিড
B. হাইড্রোক্লোরিক অ্যাসিড
C. ম্যালিক অ্যাসিড
D. মিথানোয়িক অ্যাসিড
উত্তর:- B. হাইড্রোক্লোরিক অ্যাসিড
10. কোন এসিডের বিজারণ ক্ষমতা নেই?
A. নাইট্রিক অ্যাসিড
B. হাইড্রোক্লোরিক অ্যাসিড
C. লঘু সালফিউরিক অ্যাসিড
D. কোনোটিই নয়
উত্তর:- A. নাইট্রিক অ্যাসিড
11. বজ্রপাতের ফলে সৃষ্ট অ্যাসিড কোনটি?
A. সালফিউরিক অ্যাসিড
B. লঘু সালফিউরিক অ্যাসিড
C. নাইট্রিক অ্যাসিড
D. কোনোটিই নয়
উত্তর:- C. নাইট্রিক অ্যাসিড
12. অদৃশ্য কালি কোন অ্যাসিড?
A. লঘু সালফিউরিক অ্যাসিড
B. ইউরিক অ্যাসিড
C. মিথানয়িক এসিড
D. কোনোটিই নয়
উত্তর:- A. লঘু সালফিউরিক অ্যাসিড
13. অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিড থাকে?
A. ফরমিক অ্যাসিড
B. সাইট্রিক অ্যাসিড
C. সালফিউরিক অ্যাসিড
D. নাইট্রিক অ্যাসিড
উত্তর:- সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড
14. অ্যাকোয়া রিজিয়া/অম্লরাজ কি?
A. অ্যাকোয়া রিজিয়া (HNO₃ + HCI)
B. তিন আয়তন গাঢ় HCI ও এক আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ
C. গান পাউডার এবং নাইট্রোগ্লিসারিন
D. কোনোটিই নয়
উত্তর:- B. তিন আয়তন গাঢ় HCI ও এক আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ
15. স্বর্ণকারেরা কোন অ্যাসিড ব্যবহার করে?
A. অ্যাকোয়া রিজিয়া
B. সালফিউরিক অ্যাসিড
C. হাইড্রোক্লোরিক অ্যাসিড
D. নাইট্রিক অ্যাসিড
উত্তর:- A. অ্যাকোয়া রিজিয়া
16. কোন অ্যাসিডের স্ফুটনাঙ্ক বেশি?
A. হাইড্রোক্লোরিক অ্যাসিড
B. নাইট্রিক অ্যাসিড
C. সালফিউরিক অ্যাসিড
D. কোনোটিই নয়
উত্তর:- C. সালফিউরিক অ্যাসিড
17. কোন অ্যাসিডের স্ফুটনাঙ্ক কম?
A. হাইড্রোক্লোরিক অ্যাসিড
B. গাঢ় সালফিউরিক অ্যাসিড
C. অ্যাসিটিক অ্যাসিড
D. অ্যামিনো অ্যাসিড
উত্তর:- A. হাইড্রোক্লোরিক অ্যাসিড
18. কোন অ্যাসিড অতি গাঢ় বা ধূমায়মান অবস্থায় লোহাকে নিষ্ক্রিয় করে দেয়?
A. সালফিউরিক এসিড
B. মিথানয়িক এসিড
C. ফরমিক অ্যাসিড
D. নাইট্রিক অ্যাসিড
উত্তর:- D. নাইট্রিক অ্যাসিড
19. স্পর্শ পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়?
A. সালফিউরিক অ্যাসিড
B. হাইড্রোক্লোরিক অ্যাসিড
C. সালফিউরিক অ্যাসিড
D. কোনোটিই নয়
উত্তর:- A. সালফিউরিক অ্যাসিড
20. মার্বেল পাথরের ইমারত কোন অ্যাসিডের সংস্পর্শে ক্ষতিগ্রস্ত হয়?
A. অ্যাকোয়া রিজিয়া
B. সালফিউরিক অ্যাসিড
C. নাইট্রিক অ্যাসিড
D. হাইড্রোক্লোরিক অ্যাসিড
উত্তর:- B. সালফিউরিক অ্যাসিড
21. অ্যাসিডে লিটমাস এর বর্ণ কেমন হয়?
A. লাল থেকে নীল
B. নীল থেকে কালো
C. লাল থেকে বেগুনি
D. নীল থেকে লাল
উত্তর:- D. নীল থেকে লাল
22. কোন অ্যাসিডের সংস্পর্শে চিনি কালো হয়?
A. সালফিউরিক অ্যাসিড
B. হাইড্রোক্লোরিক অ্যাসিড
C. গাঢ় সালফিউরিক অ্যাসিড
D. কোনাটিই নয়
উত্তর:- A. সালফিউরিক অ্যাসিড
23. প্রাণীদের পাকস্থলীতে কোন অ্যাসিডের লঘু দ্রবণ থাকে?
A. সালফিউরিক অ্যাসিড
B. হাইড্রোক্লোরিক অ্যাসিড
C. গাঢ় সালফিউরিক অ্যাসিড
D. কোনোটিই নয়
উত্তর:- B. হাইড্রোক্লোরিক অ্যাসিড
24. সিরাপ ওষুধ তৈরি করতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়?
A. সালফিউরিক অ্যাসিড
B. ইউরিক অ্যাসিড
C. ট্যানিক অ্যাসিড
D. হাইড্রোক্লোরিক অ্যাসিড
উত্তর:- D. হাইড্রোক্লোরিক অ্যাসিড
25. ভিনিগার হলো –
A. অ্যাসিটিক অ্যাসিড
B. অ্যামিনো অ্যাসিড
C. সাইট্রিক অ্যাসিড
D. ল্যাকটিক অ্যাসিড
উত্তর:- A. অ্যাসিটিক অ্যাসিড
অন্যান্য জিকে:- 20 Geography Important GK in Bengali | ২০টি ভূগোল বিষয়ক গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন | WBP, Railway Group D
→ জেনারেল সায়েন্স এবং জেনারেল নলেজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন
26. প্রোটিনে কোন অ্যাসিড আছে?
A. অ্যাসিটিক অ্যাসিড
B. অ্যামিনো অ্যাসিড
C. সাইট্রিক অ্যাসিড
D. ল্যাকটিক অ্যাসিড
উত্তর:- B. অ্যামিনো অ্যাসিড
27. দই-তে কোন অ্যাসিড থাকে?
A. অ্যামিনো অ্যাসিড
B. সাইট্রিক অ্যাসিড
C. ট্যানিক অ্যাসিড
D. ল্যাকটিক অ্যাসিড
উত্তর:- D. ল্যাকটিক অ্যাসিড
28. আপেলে কোন অ্যাসিড আছে?
A. টারটারিক অ্যাসিড
B. ম্যালিক অ্যাসিড
C. সালফিউরিক অ্যাসিড
D. সাইট্রিক অ্যাসিড
উত্তর:- B. ম্যালিক অ্যাসিড
29. মৌমাছির হুলে কোন অ্যাসিড আছে?
A. ফরমিক অ্যাসিড
B. মিথানোয়িক অ্যাসিড
C. ইউরিক অ্যাসিড
D. টারটারিক অ্যাসিড
উত্তর:- B. মিথানোয়িক অ্যাসিড
30. পাকরসে কোন অ্যাসিড আছে?
A. হাইড্রোক্লোরিক অ্যাসিড
B. ইউরিক অ্যাসিড
C. ফরমিক অ্যাসিড
D. অ্যাসিটিক অ্যাসিড
উত্তর:- A. হাইড্রোক্লোরিক অ্যাসিড
যদি উপরের এই অ্যাসিড সংক্রান্ত গুরুত্বপূর্ণ ৩০টি প্রশ্ন তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ব্লগ পেজটিকে স্ক্রিনশট করে রেখে দিতে পারো অথবা এই প্রশ্ন গুলিকে নিজেদের নোটবুকে লিখে রাখতে পারো। ভবিষ্যতে তোমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে এগুলি কিন্তু খুবই সাহায্যকরী হবে।
[su_note note_color=”#d8d89a” text_color=”#0e0e0d” radius=”0″]এই ধরনের বিভিন্ন বিষয়ের উপর জিকে প্রশ্ন পেতে আমাদের ব্লগটিকে ভিজিট করতে থাকুন। এবং আমাদের ব্লগ টিকে নিজেদের ফ্রেন্ডস এবং ক্লাস মেটস দের সাথে শেয়ার করুন। যাতে তাদেরও হেল্প হয়ে যাক বিভিন্ন চাকরির ও কুইজের ক্ষেত্রে।[/su_note]