গুরুত্বপূর্ন বাংলা জিকে প্রশ্ন | Important Bangla GK Questions

Important Bangla GK Questions:

GK Questions: নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন নিয়ে। এগুলো তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় কাজে লাগবে এবং তোমাদের সাধারণ নলেজ কে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। আশা করছি আপনাদের এই পোস্টটি ভালো লাগবে।

Bangla GK Questions

1. প্রতি বছর ভারতের বৃহত্তম পশু মেলা হয়?

A. শিলাপুর
B. সোনপুর
C. সোনমার্গ
D. জয়পুর

উ: B. সোনপুর।

2. ডিজেল লোকমোটিভ কারখানা কোথায় অবস্থিত?

A. চিত্তরঞ্জন
B. পেরাম্বু
C. বারাণসী
D. কাপুরথালা

উ: C. বারাণসী।

3. কোন বেদে প্রাচীন বৈদিক যুগের সংস্কৃতি সম্বন্ধে উল্লেখ আছে?

A. ঋগবেদ
B. যজুর্বেদ
C. অথর্ববেদ
D. সামবেদ

উ: A. ঋগবেদ।

4. প্রাচীনতম ব্যাকরণ ‘অস্টাধায়ী’ রচনাকার-

A. গৌতম
B. কপিল
C. পাণিনী
D. পতঞ্জলি

উ: C. পাণিনী।

5. কর্কটক্রান্তি রেখা ভারতের কতগুলো রাজ্যের মধ্যে দিয়ে গেছে?

A. 7
B. 8
C. 9
D. 10

উ: B. 8

6. ভারতের কোন রাজ্যে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি?

A. কেরল
B. গুজরাট
C. উত্তরপ্রদেশ
D. মুম্বাই

উ: A. কেরল।

7. গায়েত্রী মন্ত্রের রচনা কে করেন?

A. ইন্দ্ৰ
B. পরীক্ষিত
C. বিশ্বামিত্র
D. অগ্নি

উ: C. বিশ্বামিত্র।

8. কালিবঙ্গান শহরটি কোথায় অবস্থিত?

A. রাজস্থান
B. গুজরাট
C. মধ্যপ্রদেশ
D. উত্তরপ্রদেশ

উ: A. রাজস্থান।

9. ছুরি দিয়ে কাটা যায় কোন ধাতু?

A. তামা
B. লোহা
C. সীসা
D. সোডিয়াম

উ: D. সোডিয়াম।

10. লোকসভার অধিকতম সদস্য সংখ্যা কত?

A. 543
B. 545
C. 547
D. 552

উ: D. 552।

11. টমেটোর সসে কোন এসিড পাওয়া যায়?

A. ল্যাকটিক এসিড
B. ম্যালিক এসিড
C. সাইট্রিক এসিড
D. কোনোটিই নয়

উ: C. সাইট্রিক এসিড।

12. ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম 2ঘণ্টা আগে সূর্য ওঠে?

A. ত্রিপুরা
B. মেঘালয়
C. সিকিম
D. অরুণাচলপ্রদেশ

উ: D. অরুণাচলপ্রদেশ।

13. লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত?

A. মহারাষ্ট্র
B. উত্তরপ্রদেশ
C. অসম
D. ঝাড়খন্ড

উ: A. মহারাষ্ট্র।

14. ভারতের কোন রাজ্যে রেললাইন সবচেয়ে বেশি?

A. UP
B. মহারাষ্ট্র
C. রাজস্থান
D. উত্তরাখন্ড

উ: A. UP।

15. কার্বন ডেটিং পদ্ধতিতে কিসের বয়স নির্ধারণ করা হয়?

A. গাছ
B. জীবাশ্ম
C. মাটি
D. পৃথিবীর

উ: B. জীবাশ্ম।

16. নিম্নলিখিত কোন জল শুদ্ধ মানা হয়?

A. নলকুপের জল
B. বৃষ্টির জল
C. মাটির জল
D. চোখের জল

উ: B. বৃষ্টির জল।

17. ব্যারোমিটার যন্ত্রের পাঠ হঠাৎ করে কমে গেলে নিম্নলিখিত কি বুঝবে?

A. তুফান
B. বর্ষা
C. স্বচ্ছ আবহাওয়া
D. কোনোটিই নয়

উ: A. তুফান।

অন্যান্য → গুরুত্বপূর্ন বাংলা জিকে প্রশ্ন সেট-২ | Important Bangla GK Questions SET-2

18. ভারতের কোন রাজ্যকে ‘চিনির পাত্র’ বলা হয়?

A. মধ্যপ্রদেশ
B গুজরাট
C. উত্তরপ্রদেশ
D. উত্তরাখন্ড

উ: C. উত্তরপ্রদেশ।

19. সাইলেন্ট ভ্যালি কাকে বলে?

A. উত্তরাখন্ড
B. ওড়িশা
C. কেরল
D. গোয়া

উ: C. কেরল।

20. নাগারহোল অভয়ারণ্য কোথায় অবস্থিত?

A. কর্ণাটক
B. ঝাড়খন্ড
C. বিহার
D. গুজরাট

উ: A. কর্ণাটক।

21. হাজারিবাগ অভয়ারণ্য কোথায় অবস্থিত?

A. কর্ণাটক
B. ঝাড়খন্ড
C. বিহার
D. গুজরাট

উ: B. ঝাড়খন্ড।

22. বায়ুযানের টায়ারে কোন গ্যাস থাকে?

A. হাইড্রোজেন
B. হিলিয়াম
C. নিয়ন
D. নাইট্রোজেন

উ: B. হিলিয়াম।

23. কেমুর বন্যজীব অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?

A. গুজরাট
B. কর্ণাটক
C. বিহার
D. ওড়িশা

উ: C. বিহার।

24. গির অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?

A. গুজরাট
B. কর্ণাটক
C. বিহার
D. ওড়িশা

উ: A. গুজরাট।

25. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে কে গুলি চালায়?

A. লর্ড সাইমন
B. ডায়ার
C. রোলট
D. উধম সিং

উ: B. ডায়ার।

বন্ধুরা তোমাদের যদি আজকের এই আর্টিকেলটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তোমাদের যদি মনে হয় যে কোন প্রশ্নের উত্তর ভুল আছে এবং কোন প্রশ্নের উত্তর নিয়ে যদি মনে সংশয় থাকে তাহলে সেটিও কমেন্ট করে জানাবেন। যাতে আমরা তোমাদের মনে সংশয় এবং ভুল প্রশ্নের উত্তরটা ঠিক করার চেষ্টা করতে পারি।

Back to top button