বাংলা জিকে প্রশ্ন এবং উত্তর | Important Bangla GK Questions | GK In Bengali

Bangla GK Questions | GK in Bengali | বাংলা জিকে প্রশ্ন এবং উত্তর

Bangla GK

নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন নিয়ে। এগুলো তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় কাজে লাগবে এবং তোমাদের সাধারণ নলেজ কে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। আশা করছি আপনাদের এই পোস্টটি ভালো লাগবে।

1. একজন মানুষের চোখের ওজন কত গ্রাম?

A. মাত্র 7 গ্রাম
B. মাত্র 8 গ্রাম
C. মাত্র 6 গ্রাম
D. কোনোটিই নয়

উ: মাত্র 8 গ্রাম

2. একজন মানুষের ব্রেনের ওজন কত?

A. 1.3 কেজি
B. 1.4 কেজি
C. 1.5 কেজি
D. 1.6 কেজি

উ: 1.3 কেজি।

3. কোন দেশে ৬ মাস দিন ও ৬ মাস রাত?

A. সাউথ আফ্রিকা
B. দক্ষিণ আমেরিকা
C. নরওয়ে
D. স্কটল্যান্ড

উ: নরওয়ে।

4. জলের স্রোত থেকে উৎপন্ন বিদ্যুৎকে কি বলে?

A. হাইড্রো ইলেকট্রিসিটি
B. হাইড্রোলিক
C. ইলেকট্রিক হাইড্রো
D. কোনোটিই নয়

উ: হাইড্রো ইলেকট্রিসিটি।

5. ‘মনসুন’ শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে?

A ল্যাটিন শব্দ
B. আরবি শব্দ
C. তুর্কি শব্দ
D. কোনোটিই নয়

উ: আরবি শব্দ।

6. ভিয়েতনামের মুদ্রার নাম কি?

A. ভং
B. হাং
C. ডং
D. ঢং

উ: ডং।

7. মানুষের হৃদপিন্ডের ওজন কত?

A. 250-350 গ্রাম
B. 250-300 গ্রাম
C. 350-400 গ্রাম
D. 200-300 গ্রাম

উ: 250-350 গ্রাম। 

অন্যান্য → ১০টি গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন । Top 10 Important Bengali GK

→ ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন | Bangla GK For WBP, WBCS, PSC, Group D, SSC

8. কোন দেশে মাত্র 40 মিনিট রাত থাকে?

A. নরওয়ে
B. ডেনমার্ক
C. নিউজিল্যান্ড
D. দক্ষিণ আফ্রিকা

উ: নরওয়ে।

9. সিগারেটকে বাংলায় কি বলে?

A. ধূমপান গ্রহণ
B. ধুম্রপান
C. ধূমপান দণ্ড
D. কোনোটিই নয়

উ: ধূমপান দণ্ড।

10. বিশ্বের কোন দেশের রাষ্ট্রপতির মেয়াদ এক বছর?

A. সুইজারল্যান্ড
B. কানাডা
C. অস্ট্রেলিয়া
D. ব্রাজিল

উ: সুইজারল্যান্ড।

11. মানুষ এক মিনিটে কতবার শ্বাস নেয়?

A. 16–18
B. 20-25
C. 12–41
D. 70–72

উ: 16–18 বার।

12. মানুষের শরীরের সবচেয়ে ছোট গ্রন্থি কোনটি?

A. অগ্নাশয়
B. থাইরয়েড
C. পিটুইটারি
D. কোনোটিই নয়

উ: পিটুইটারি।

13. ঘুমানোর সময় রক্তের চাপের কিরূপ পরিবর্তন দেখা যায়?

A. বাড়ে
B. কমে
C. প্রথমে কমে পড়ে বাড়ে
D. একই থাকে

উ: কমে।

14. রক্তচাপ মাপক যন্ত্রের নাম কি?

A. ইসিজি
B. টেথোস্কোপ
C. ফিগমোম্যানোমিটার
D. কোনোটিই নয়

উ: ফিগমোম্যানোমিটার।

15. মানব শরীরের হৃৎপিণ্ড একবার হৃৎস্পন্দন সম্পূর্ণ হতে কত সময় লাগে?

A. 1 সেকেন্ড
B. 1 মিনিট
C. 1.5 সেকেন্ড
D. 0.4 সেকেন্ড

উ: 0.4 সেকেন্ড।

16. ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর নির্মিত হয়েছে?

A. কাবেরী
B. গন্ডক
C. দামোদর
D. যমুনা

উ: দামোদর।

17. আগ্রা শহর কে নির্মাণ করেন?

A. সিকন্দর লোদী
B. আকবর
C. শাহজাহান
D. বহলুল লোদী

উ: সিকন্দর লোদী।

18. রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন?

A. রামকৃষ্ণ
B. বিবেকানন্দ
C. পনবানন্দ
D. দয়ানন্দ স্বরস্বতী

উ: বিবেকানন্দ।

19. ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থানে আছে?

A. দার্জিলিং
B. অন্ধ্রপ্রদেশ
C. কর্ণাটক
D. উত্তরপ্রদেশ

উ: কর্ণাটক।

20. কলেরা কিসের ফলে হয়?

A. ব্যাকটেরিয়া
B. ভাইরাস
C. ফ্লু
D. ছোঁয়াচে

উ: ব্যাকটেরিয়া।

21. লোকসভায় সিকিম রাজ্যের সংখ্যা কত?

A. এক
B. দুই
C. তিন
D. চার

উ: এক।

22. জাতীয় পঞ্চায়েতরাজ দিবস কবে পালন করা হয়?

A. 22 মাৰ্চ
B. 28 এপ্রিল
C. 24 এপ্রিল
D. 27bমার্চ

উ: 24 এপ্রিল।

23. মহাভাষ্য কে রচনা করেন?

A. কালিদাস
B. পতঞ্জলি
C. কুমারগুপ্ত
D. বিশাখদত্ত

উ: পতঞ্জলি।

24. এপিকালচার কিসের সঙ্গে যুক্ত?

A. মৌমাছি
B. রেশম
C. মৎস
D. মুক্তো

উ: মৌমাছি।

25. দিল্লী কোন নদীর তীরে অবস্থিত?

A. শতদ্রু
B. যমুনা
C. মন্দাকিনী
D. কোনোটিই নয়

উ: যমুনা।

বন্ধুরা তোমাদের যদি আজকের এই আর্টিকেলটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তোমাদের যদি মনে হয় যে কোন প্রশ্নের উত্তর ভুল আছে এবং কোন প্রশ্নের উত্তর নিয়ে যদি মনে সংশয় থাকে তাহলে সেটিও কমেন্ট করে জানাবেন। যাতে আমরা তোমাদের মনে সংশয় এবং ভুল প্রশ্নের উত্তরটা ঠিক করার চেষ্টা করতে পারি।

[su_note]এরকম আরো নতুন নতুন প্রশ্ন পেতে আপনারা ফলো করুন বাংলা সাজেশন সাইটটিকে।[/su_note]

অন্যান্য → ২০২৩ এর জন্য নতুন বাংলা জিকে প্রশ্ন | Bangla GK Questions for 2023 new List

Back to top button