গুরুত্বপূর্ন বাংলা জিকে প্রশ্ন সেট – ২ | Important Bangla GK Questions SET – 2

Important Bangla GK Questions:

Bangla GK Questions: নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন নিয়ে। এগুলো তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় কাজে লাগবে এবং তোমাদের সাধারণ নলেজ কে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। আশা করছি আপনাদের এই পোস্টটি ভালো লাগবে।

Important Bangla GK Questions SET - 2

1. ভেম্বনাথ ঝিল কোন রাজ্যে অবস্থিত?

A. কেরল
B. মহারাষ্ট্র
C. উত্তরপ্রদেশ
D. গুজরাট

উ: A. কেরল।

2. কয়না বাঁধ কোন রাজ্যে অবস্থিত?

A. গুজরাট
B. মহারাষ্ট্র
C. কেরল
D. ওড়িশা

উ: B. মহারাষ্ট্র।

3. অস্থি সমন্ধিত বিদ্যাকে কি বলা হয়?

A. অস্থিসন্ধি
B. কার্ডিওলজি
C. অস্টিওলজি
D. মাইক্রোবাইলজি

উ: C. অস্টিওলজি।

4. পতঙ্গ সম্বন্ধিত বিদ্যাকে কি বলে?

A. অর্নিথোলজি
B. অরোলজি
C. আর্কিওলজি
D. এন্টোমোলজি

উ: D. এন্টোমোলজি।

5. ব্রাজ্যপাল তাঁর ত্যাগপত্র কাকে দেন?

A. রাষ্ট্রপতি
B. প্রধানমন্ত্রী
C. সংসদ
D. মুখ্যমন্ত্ৰী

উ: A. রাষ্ট্রপতি।

6. ভারতে কতগুলো রাজ্য তটরেখার সঙ্গে যুক্ত?

A. 6
B. 8
C. 7
D. 9

উ: D. 9

7. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

A. সিঙ্গলীলা
B. গুরুশিখর
C. কারাকোরাম
D. আনাইমুদি

উ: B. গুরুশিখর।

8. বিশ্ব জল দিবস কবে পালন করা হয়?

A. 5 মার্চ
B. 17 মাৰ্চ
C. 20 মার্চ
D. 22 মাৰ্চ

উ: D. 22 মাৰ্চ।

9. ‘দ্য গ্র্যান্ড প্যালেস’ কোথায় অবস্থিত?

A. থাইল্যান্ড
B. চীন
C. সুইডেন
D. রাশিয়া

উ: A. থাইল্যান্ড।

10. মহাত্মা গান্ধী চম্পারন সত্যাগ্রহ কবে শুরু করেন?

1. 1920
2. 1914
3. 1917
4. 1947

উ: 3. 1917 সালে।

অন্যান্য → গুরুত্বপূর্ন বাংলা জিকে প্রশ্ন সেট-৩ | Important Bangla GK Questions SET-3

11. মহাত্মা গান্ধী সম্পাদিত ইংরেজি সাপ্তাহিক পত্রিকার নাম কি?

A. কেশবি
B. ইয়ংবেঙ্গল
C. ইয়ং ইন্ডিয়া
D. বাঙ্গাল গেজেট

উ: C. ইয়ং ইন্ডিয়া

12. ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

A. ক্রিকেট
B. হকি
C. গলফ
D. ফুটবল

উ: D. ফুটবল।

অন্যান্য → গুরুত্বপূর্ন বাংলা জিকে প্রশ্ন | Important Bangla GK Questions

13. ঠোঁট কোন ভিটামিনের অভাবে ফাটে?

A. ভিটামিন B2
B. ভিটামিন D
C. ভিটামিন E
D. ভিটামিন K

উ: A. ভিটামিন B2।

14. মানব শরীরে ভিটামিন A সঞ্চিত হয় কোথায়?

A. বৃক্ক
B. যকৃৎ
C. অগ্ন্যাশয়
D. কোনোটিই নয়

উ: B. যকৃৎ।

15. বিশ্বে সর্বপ্রথম কোন দেশে GST লাঘু করেন?

A. কানাডা 1954
B. জাপান 1954
C. আমেরিকা 1954
D. ফ্রান্স 1954

উ: D. ফ্রান্স 1954।

16. ভারতীয় সংবিধানের মূল অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?

A. দক্ষিণ আফ্রিকা
B. আমেরিকা
C. ব্রিটেন
D. কানাডা

উ: B. আমেরিকা।

17. বর্তমানে ভারতের মৌলিক কর্তব্যের সংখ্যা কত?

A. 6
B. 7
C. 11
D.12

উ: C. 11

18. বর্তমানে ভারতের মৌলিক অধিকারের সংখ্যা কত?

A.5
B. 6
C. 7
D. 12

উ: B. 6

19. গৌতম বুদ্ধ তার প্রথম উপদেশ কোথায় দিয়েছিল?

A. সারনাথ
B. বৌদ্ধগয়া
C. লুম্বিনী
D. কুশিনগর

উ: A. সারনাথ।

20. বর্তমানে ভারতে কতগুলি ভাষাকে শাস্ত্রীয় ভাষার দর্জা প্রদান করা হয়েছে?

A. 5
B. 6
C. 7
D. 8

উ: B. 6

তোমাদের যদি আজকের এই আর্টিকেলটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তোমাদের যদি মনে হয় যে কোন প্রশ্নের উত্তর ভুল আছে এবং কোন প্রশ্নের উত্তর নিয়ে যদি মনে সংশয় থাকে তাহলে সেটিও কমেন্ট করে জানাবেন। যাতে আমরা তোমাদের মনে সংশয় এবং ভুল প্রশ্নের উত্তরটা ঠিক করার চেষ্টা করতে পারি।

অন্যান্য → গুরুত্বপূর্ন বাংলা জিকে প্রশ্ন সেট-৪ | Important Bangla GK Questions SET-4

Back to top button