IDBI ব্যাংকের তরফ থেকে প্রকাশিত হলো নতুন চাকরির বিজ্ঞপ্তি – IDBI Bank Recruitment 2022

চলে এসেছি নতুন একটি চাকরির খবর নিয়ে। তোমাদের মধ্যে যারা ব্যাংকে জব করতে চাও ব্যাংকে নিজেদের ক্যারিয়ার গড়তে চাও তাদের জন্যে নিয়ে এসেছি একদম নতুন একটি জব ভ্যাকান্সি আপডেট। আইডিবিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া এর তরফ থেকে একদম নতুন নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে (IDBI Bank Recruitment 2022)। নতুন নোটিফিকেশন অনুযায়ী অল ইন্ডিয়ার ছেলে মেয়ে কিন্তু এখানে এপ্লাই করতে পারবে।

IDBI Bank Recruitment 2022

এখানে কিন্তু তোমাদের ভালো জব প্রফাইল এর সাথে সাথেই ভালো স্যালারীও রয়েছে। অবশ্যই আজকের এই তথ্যটি শেষ পর্যন্ত পড়বেন। এবং যদি আপনারা এখানে আবেদনের জন্য এলিজিবল হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করবেন। কারণ এখানে কিন্তু খুবই ভাল একটি জব অপরচুনিটি রয়েছে।

আমি আজকে আপনাদের জানিয়ে দেবো এখানে কত ভ্যাকেন্সী রয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, বয়স সীমা কত প্রয়োজন, অ্যাপ্লিকেশন প্রসেস কি রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস কত দিতে হবে, এক্সাম প্যাটার্ন, সিলেকশন প্রসেস এবং পোস্ট ওয়াইস তোমাদের স্যালারী কেমন হবে, অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ ইত্যাদি সমস্ত ধরনের তথ্য কিন্তু জানিয়ে দেবো। তার জন্য আমি আপনাদের বলব অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন এবং আপনি যদি এলিজিবল হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে কিন্তু ট্রাই করতে পারেন।

Advertisement No. 1/2022-2023 এটা কিন্তু IDBI এর তরফ থেকে প্রকাশিত নোটিশের অ্যাডভারটাইজমেন্ট নম্বর। Executive Assistant পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। আপনাদের বলে দিই এই চাকরি কিন্তু পুরোপুরি কন্ট্রাকচুয়াল।

এখানে কিন্তু বলা হয়েছে যে এই পোস্টের জন্য আবেদন করার শেষ তারিখ কিন্তু রয়েছে জুনের 17 তারিখ পর্যন্ত। নোটিফিকেশন দিতে কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে যে একজন ব্যক্তি শুধুমাত্র একটি পোস্টেই অ্যাপ্লাই করতে পারবে।

ভ্যাকেন্সি কত রয়েছে?

এখানে Executive পদের ভ্যাকেন্সি রয়েছে 1044 টি। এই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের জেনারেল, এসসি, এসটি, ওবিসি ইত্যাদি সমস্ত শ্রেনীর ক্ষেত্রে ভাগ করে দেওয়া রয়েছে। সেটা একবার জানিয়ে দিই,

• জেনারেলদের জন্যে রয়েছে 418 টি
• SC দের জন্যে রয়েছে 175 টি
• ST দের জন্যে রয়েছে 79
• OBC দের জন্যে রয়েছে 268
• EWS শ্রেণির জন্যে রয়েছে 104
• VI দের জন্যে রয়েছে 10টি
• HI দের জন্যে 11
• OH দের জন্যে 10টি
• MD/ID দের জন্যে 10টি

এছাড়াও তোমাদের Admission to IDBI Bank PGBDF 2022-23 পদের জন্যে ভ্যাকেন্সি রয়েছে মোট 500। যা কিন্তু এক্সেকিউটিভ এর মতই বিভিন্ন শ্রেণি অনুযায়ী ভাগ করে দেওয়া আছে যা তোমরা অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারবে।

তোমাদের যে বয়স সীমা এবং এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেই এডুকেশন কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে 1 এপ্রিল 2022 তারিখের মধ্যে অর্থাৎ এপ্রিলের 1 তারিখের আগে কিন্তু তোমাকে অবশ্যই তোমার এডুকেশন কোয়ালিফিকেশন যেটা এই চাকরির জন্য চাওয়া হয়েছে সেটা কমপ্লিট করে থাকতে হবে।

কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে?

তোমাদের কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে জুন মাসের 3 তারিখ থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যার শেষ তারিখ রয়েছে জুন মাসের 17 তারিখ পর্যন্ত।

Tentative Online Test যেটা তোমাদের এই পোষ্টের জন্য নেওয়া হবে তার তারিখ রয়েছে Executive (on contract) এর পরীক্ষার তারিখ জুলাই মাসের 9 তারিখ। এবং Admission to IDBI Bank PGBDF 2022-23 এই পোষ্টের জন্যে পরীক্ষার তারিখ রয়েছে জুলাই 23, 2022।

তোমাদের বলে রাখি যে তোমাদের এই তারিখ কিন্তু আপডেটও হতে পারে যা তোমরা জানতে পারবে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের রিক্রুটমেন্ট সেকশনে।

অন্যান্য আপডেট:- 5 টি সেরা ব্যাংকের চাকরি যেগুলির ভ্যাকেন্সি প্রতিবছর বের হয় – Top 5 Banking Jobs

উচ্চমাধ্যমিকের পরে কোন কোন চাকরি রয়েছে – দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই জেনে নিন

বয়সসীমা কি চাওয়া হয়েছে?

বয়সসীমা কি রয়েছে তা একটু ভালো করে জেনে নাও, Executive পদের ক্ষেত্রে বয়স হতে হবে 20 বছর থেকে 25 বছরের মধ্যে। অবশ্যই কিন্তু তোমার জন্ম এপ্রিল 2, 1997 এর আগে হলে হবে না এবং এপ্রিল 1, 2002 এর পরে হলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না।

এছাড়া, IDBI Bank PGBDF 2022-23 এর ক্ষেত্রে কিন্তু বয়স হতে হবে 21 বছর থেকে 28 বছরের মধ্যে। এখানে কিন্তু তোমার জন্ম এপ্রিল 2, 1994 এর আগে হলে হবে না এবং এপ্রিল 1, 2001 এর পরে হলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না।

বিভিন্ন কাস্ট এর ক্ষেত্রে যেমন ছাড় দেওয়া হয় যেমন SC, ST দের ক্ষেত্রে 5 বছরের আপার লিমিটে ছাড় এবং ওবিসি দের ক্ষেত্রে 3 বছরের আপার লিমিটে ছাড় রয়েছে। এবং যারা PWD রয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু 10 বছরের ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে?

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের কিন্তু কেন্দ্রীয় সরকারের অথবা রাজ্য সরকারের যেকোনো সরকারের আন্ডারে থাকা রেকগনাইজ ইউনিভার্সিটি অথবা কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে তবে কিন্তু তোমরা এখানে আবেদনের যোগ্য হবে।

এই যে চুক্তিভিত্তিক তোমাদের চাকরিটা হবে এই চুক্তিভিত্তিক সময় তোমাদের কিন্তু পরবর্তীকালে আরো এক্সট্রা দু বছর বাড়ানো হতে পারে। সে বিষয়ে এখনই কোনরকম কার্যকরী আপডেট কিন্তু ব্যাংকের তরফ থেকে দেওয়া সম্ভব হবে না।

এক্ষেত্রে আমি তোমাদের বলতে পারি যে তোমাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের পরবর্তীকালে সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে। সুতরাং তোমরা তোমাদের পারফরম্যান্সকে আরো অ্যাডভান্স পর্যায়ে নিয়ে যেতে পারো।

বেতন কাঠামো কি রয়েছে?

বেতনকাঠামোর ক্ষেত্রে বলা রয়েছে প্রথম বছরে তোমাদের দেওয়া হবে প্রতি মাসে 29,000 টাকা করে। এরপর দ্বিতীয় বছর তোমাদের দেওয়া হবে 31,000 টাকা করে প্রতি মাসে। এবং তারপরে তৃতীয় বছরে তোমাদের কিন্তু 34,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে তোমাদের এই চাকরিতে। (পরবর্তীকালে বাড়ানো হতে পারে যার আপডেট আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন।)

এবার তোমাদের জানিয়ে দেবো সিলেকশন প্রসেস কি রয়েছে।

সিলেকশন প্রসেস কিভাবে হবে?

এক্সিকিউটিভ এর ক্ষেত্রে সিলেকশন প্রসেস শুরু হবে অনলাইন টেস্টের মাধ্যমে অর্থাৎ সবার প্রথমে তোমাদের অনলাইন টেস্ট নেওয়া হবে। তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপরে তোমাদের একটি প্রি রিক্রুটমেন্ট মেডিকেল টেস্ট নেওয়া হবে।

IDBI Bank PGBDF 2022-23 এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রেও কিন্তু সিলেকশন হবে এক্সিকিউটিভ পদের মতই। সবার প্রথমে তোমাদের অনলাইন টেস্ট নেওয়া হবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপরে প্রি রিক্রুটমেন্ট মেডিকেল টেস্ট এবং এখানে কিন্তু তোমাদের পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে।

পরীক্ষার সিলেবাস কি রয়েছে?

পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে সেবিষয়ে এবার জেনে নেব। Interpretation, Logical Reasoning, Data Analysis ইত্যাদি থেকে থাকবে 60 টি প্রশ্ন 60 নম্বরের। English Language থেকে থাকবে 40 নম্বরের 40টি প্রশ্ন। Quantitative Aptitude থেকে 40টি প্রশ্ন থাকবে 40 নম্বরের। এছাড়াও General/Economy/Banking Awareness/ Computer/IT থেকে 60 নম্বরের 60টি প্রশ্ন থাকবে। সুতরাং মোট কিন্তু তোমাদের 200 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এবং এই পরীক্ষার জন্যে সময় থাকবে 2 ঘণ্টা।

এবার চলে আসি মেইন টপিকে তোমরা এখানে অ্যাপ্লাই কিভাবে করবে। তো এই বিষয়ে আমি তোমাদের জানিয়ে দিয়ে জুন মাসের 3 তারিখ থেকে কিন্তু অলরেডি অনলাইনে এপ্লাই শুরু হয়ে গিয়েছে। এই আবেদন কিন্তু জুন মাসের 17 তারিখ পর্যন্ত চলবে সুতরাং এখনো কিন্তু সময় রয়েছে আপনারা যারা এই পোস্টে চাকরির জন্য ইচ্ছুক তারা অবশ্যই এখানে আবেদন জানাবে।

কিভাবে অ্যাপ্লাই করবে?

www.idbibank.in লিঙ্কে সবার প্রথমে তোমাদের ভিজিট করতে হবে। তারপরে তোমাদের “Career/Current Openings” অপশনে ক্লিক করতে হবে। এর পরে কিন্তু তোমরা নোটিফিকেশন দেখতে পাবে। যার পাশে Apply Now বলে একটি বটন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে কিন্তু তোমরা আবেদন করার পেজটিতে পৌঁছে যাবে। তারপরেই সেখানে লেখা তথ্যগুলি ঠিকঠাকভাবে ফিলাপ করে সাবমিট বাটনে ক্লিক করলে আপনারা পরের পেজে চলে যাবেন যেখানে আপনাদের আবেদন ফিস জমা করতে হবে। সব প্রসেস ক্লিয়ার করার পরে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু তোমাদের আবেদন সাকসেসফুলি হয়ে যাবে।

আবেদন ফি কত লাগবে?

এবার বলে দেবো তোমাদের আবেদন ফি কত দিতে হবে। তোমাদের মধ্যে যারা SC, ST রয়েছে তাদের কিন্তু কোনোরকম আবেদন ফি দিতে হবে না। তাদের শুধু ইন্টিমেশন ফি 200 টাকা দিতে হবে। এছাড়া যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 1000 টাকা এডমিশন ফিস এবং ইন্টিমেশন ফিস মিলিয়ে পে করতে হবে।

তোমাদেরকে এখানে আবেদন করার আগে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়ে দিতে চাই। আবেদন করার সময় অবশ্যই তোমাদের মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ঠিকঠাকভাবে ফিলাপ করবে। কারণ পরবর্তীকালে তোমার আবেদন সংক্রান্ত সমস্ত স্ট্যাটাস কিন্তু তোমার মোবাইল নম্বর অথবা তোমার জিমেইলে মেইল করে পাঠানো হবে।

এই জবের জন্য তোমরা যারা এলিজেবল রয়েছে অথবা যারা চাও ব্যাংকে উঁচু পদে ভালো স্যালারীর সাথে জব করতে তাদের জন্য এটি একটি দারুন সুযোগ।

অফিসিয়াল ওয়েবসাইট:- https://www.idbibank.in/

তো আজকের আপডেট কি এই পর্যন্তই অবশ্যই এই আপডেটটি নিজেদের সোশ্যাল মিডিয়া ও বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবে।

[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]চাকরি সংক্রান্ত এবং পরীক্ষা প্রস্তুতির সমস্ত তথ্য সবার আগে পেতে অবশ্যই বাংলা সাজেশন ব্লগটিকে ফলো করবেন।[/su_note]

Back to top button