৫০টি গুরুত্বপূর্ণ ICDS লাস্ট মিনিট সাজেশন প্রশ্ন উত্তর

Top 50  ICDS Important Questions for Exam | ICDS Question Answer 2022 | ICDS Suggestions 2022

ICDS পরীক্ষার প্রস্তুতিকারীদের জন্যে একদম লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের জন্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সমাহার এক সঙ্গে দেখতে পাবে। যেগুলি তোমাদের অব্যশই সাহায্য করবে। আইসিডিএস পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন ২০২২

Top 50  ICDS Important Questions for Exam | ICDS Question Answer 2022 | ICDS Suggestions 2022

১) মহানন্দা নদীর উৎপত্তিস্থল কোথায় ?**

উঃ মহালধিরাম পর্বতের পাগলাঝোরা প্রস্রবণ

২) ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ?**

উঃ ব্যারেন দ্বীপ

৩) কোন স্থানের সময় কে ভারতের প্রমাণ সময় ধরা হয় ?

উঃ এলাহাবাদের স্থানীয় সময়

৪) ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি ?*

উঃ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর

৫) ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ?*

উঃ NH 44

৬) ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি ?

উঃ লুনি নদী

৭) দক্ষিণ ভারতের নদীগুলি কি কি ?*

উঃ মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী

৮) কোথায় বছরে দুবার বর্ষাকাল হয় ?

উঃ করমন্ডল উপকূল, তামিলনাড়ু

৯) কোন শহরকে হায়দ্রাবাদের যমজ শহর বলা হয় ?*

উঃ সেকেন্দ্রাবাদ

১০) সিন্ধু নদীর উপনদী গুলো কি কি ?**

উঃ ঝিলাম (বিতস্তা), চেনাব (চন্দ্রভাগা), রাভি (ইরাবতী), বিয়াস (বিপাশা), সাতলেজ (শতদ্রু)

১১) কোন শস্য কে সোনালী তন্তু বলা হয় ?*

উঃ পাট

১২) বিশ্বের ধান উৎপাদনে ভারতের স্থান কত ?

উঃ দ্বিতীয়

১৩) ধান উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কত ?**

উঃ প্রথম

১৪) ভারতের ধান গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

উঃ ওড়িশার কটক

১৫) ভারতের রূঢ় কাকে বলা হয় ?***

উঃ দুর্গাপুর কে

১৬) পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উঃ মাউন্ট এভারেস্ট

১৭) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উঃ সান্দাকফু

১৮) ভারতের প্রাচীনতম তেল উৎপাদক কেন্দ্র কোনটি ?***

উঃ আসামের ডিগবয়

১৯) কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় ?

উঃ মৌসুমী বায়ুর প্রভাবে

২০) কোন নদীর উপর হিরাকুদ বাঁধ নির্মিত হয়েছে ?

উঃ মহানদীর উপর

২১) গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?**

উঃ নকরেক

২২) পশ্চিমবঙ্গের চারপাশের রাজ্য গুলি কি কি ?

উঃ ওড়িশা, ঝাড়খন্ড, বিহার, সিকিম, আসাম

২৩) ভারতের হলিউড বলা হয় কাকে ?***

উঃ মুম্বাইকে

২৪) নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উঃ দোদাবেতা

২৪) পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উঃ আনাইমুদি

২৫) পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উঃ জিন্দাগাড়া

২৬) জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি?

উঃ ভিটামিন C ও B

২৭) ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কোনগুলি?

উঃ ভিটামিন A, D, E, K

২৮) ভিটামিন A রাসায়নিক নাম কি?

উঃ রেটিনল

২৯) ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি?

উঃ সায়ানোকোবালামিন

৩০) ভিটামিন C এর রাসায়নিক নাম কি?

উঃ এসকরবিক এসিড

৩১) ভিটামিন D এর রাসায়নিক নাম কি?

উঃ ক্যালসিফেরোল

৩২) ভিটামিন E এর রাসায়নিক নাম কি?

উঃ টোকোফেরল

৩৩) ভিটামিন A এর অভাবে কি রোগ হয়?

উঃ রাতকানা

ভিটামিন C এর অভাবে কি রোগ হয়?

উঃ স্কার্ভি

৩৪) ভিটামিন B12 এর অভাবে কি রোগ হয়?

উঃ অ্যানিমিয়া

৩৫) ভিটামিন D এর অভাবে কি রোগ হয়?

উঃ রিকেট

৩৬) ফারেনহাইট স্কেলে মানব দেহের তাপমাত্রা কত?

উঃ 98.4 ডিগ্রী ফারেনহাইট

৩৭) BMR এর পুরো নাম কি?

উঃ বেসাল মেটাবলিক রেট Basal Metabolic Rate

৩৮) খাদ্যের প্রধান ছয়টি উপাদান কি কি?

উঃ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন জল খনিজ পদার্থ

৩৯) হিমোগ্লোবিনে কোন ধাতব মৌলটি উপস্থিত থাকে ?

উঃ লোহা

৪০) AIDS কোন জীবাণু ঘটিত রোগ?

উঃ ভাইরাস (HIV)

৪১) মানব দেহের প্রধান রেচন অঙ্গের নাম কি?

উঃ বৃক্ক

৪২) পশ্চিমবঙ্গের একটি সংরক্ষিত বনভূমির নাম কি?

উঃ জলদাপাড়া অভয়ারণ্য

৪৩) পশ্চিমবঙ্গে উন্নতমানের কয়লা কোথায় পাওয়া যায়?

উঃ রানীগঞ্জ, আসানসোল

৪৪) কপালকুণ্ডলা কে রচনা করেন?

উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৪৫) জৈন ধর্মের প্রবর্তক কে?

উঃ মহাবীর

৪৬) তোমার ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র টি কোথায় অবস্থিত?**

উঃ নিজে করো (যার যার নিজের নিজের জেলার ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নাম লিখতে হবে)

৪৭) বিখ্যাত দুজন বাঙালি বিজ্ঞানীর নাম কি কি?

উঃ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়  আচার্য জগদীশচন্দ্র বসু

৪৮) শিক্ষক দিবসের সঙ্গে কোন প্রাক্তন রাষ্ট্রপতির নাম যুক্ত আছে?

উঃ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ

৪৯) ছন্দের জাদুকর কাকে বলা হয়?

উঃ সত্যেন্দ্রনাথ দত্ত

৫০) ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছে?

উঃ পালি ভাষায়

৫১) ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি?

উঃ উত্তর প্রদেশ

৫২) দূরবীক্ষণ কে আবিষ্কার করেন?

উঃ গ্যালিলিও

৫৩) পোলিও রোগের টিকা কে আবিস্কার করেন?

উঃ জোনাস শল্ক

[su_note note_color=”#f2f26b” text_color=”#112cf9″ radius=”0″]এই ধরণের আরো বিভিন্ন পরীক্ষার সাজেশন প্রশ্ন উত্তরের জন্যে অবশ্যই যুক্ত থাকুন আমাদের বাংলা সাজেশন অফিসিয়াল সাইটের সাথে। [/su_note]

Back to top button