এইচএসসি র ভূগোল প্রথম পত্র চূড়ান্ত সাজেশন | HSC Exam Geography 1st Paper Suggestion
HSC exam Geography 1st Paper Suggestion:
২০২২ এ যে সমস্ত পরীক্ষার্থীরা এইচএসসি এক্সাম দিচ্ছে এই সাজেশনটি মূলত তাদের জন্য। আমরা ভূগোলের প্রথম পত্রের একটি পূর্ণ সাজেশন নিচে তুলে ধরেছি। এই সাজেশন থেকে আশা করি তোমরা সৃজনশীল এর জন্য সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে এবং এমসিকিউ এর জন্য অনেক হেল্পফুল হবে। আমরা চেষ্টা করেছি ভূগোলের গুরুত্বপূর্ণ কয়েকটি চ্যাপ্টারের টপিক গুলো তুলে ধরতে। আমরা আশা করছি যে এর মধ্যে থেকে তোমরা সাজেশন পেয়ে যাবে। আমরা আশা করছি যে তোমাদের এই সাজেশনটি ভালো লাগবে এবং অনেক কাজে আসবে।
প্রথমে জানিয়ে দিই তোমাদের MCQ এর ক্ষেত্রে তোমাদের 25 টা প্রশ্ন থাকবে এবং তার মধ্যে 15 টি উত্তর করতে হবে এবং বড় প্রশ্নের আটটি থাকবে তার মধ্যে তিনটে উত্তর করতে হবে।
ভূগোল ১ম পত্র সাজেশন
দ্বিতীয় অধ্যায়
তৃতীয় অধ্যায়
চতুর্থ অধ্যায়
পঞ্চম অধ্যায়
দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়বলিঃ
ভূত্বক ও পৃথিবীর অভ্যন্তরীন গঠন
ভূ-অভ্যন্তরের স্তরবিন্যাস
পৃথিবীর ভূমিরুপ, অবস্থ ও গঠনকাঠামো
সমভূমি, মালভূমি
বাংলাদেশের ভূ-প্রাকৃতির বৈশিষ্ট্য
তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়বলিঃ
আগ্নেয়গিরি অগ্নুৎপাত
ভূমিকম্প, ভূমিকম্পের কারণ ও প্রতিকার
সুনামি, সুনামির কারণ ও পরিবেশগত প্রভাব
ভূমিক্ষয়, ভূমিক্ষ রোধে করণীয় ও ফলাফল
নদীর সঞ্চয়জাত ভূমিরুপ
চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়বলিঃ
বায়ুর উপাদান, বায়ুমন্ডলের স্তরবিন্যাস
দূষণ, বায়ু দূষণ, বায়ু দূষণের কারণ
বায়ু দূষণের উৎসব, মানব স্থাস্থ্যের ওপর বায়ু
দূষনের প্রভাব
বায়ু দূষণ প্রতিরোধ
পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়বলিঃ
তাপ বলয়, চাপ বলয়
বায়ুর আর্দ্রতা, ঘনীভবন
বৃষ্টিপাতের সংগঠন শ্রেণিবিভাগ
জীবজগতে জলবায়ুর ভিন্নতার প্রভাব
ঘূর্ণিঝড়, টর্নেডো