এইচএসসি পৌরনীতির প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র চূড়ান্ত সাজেশন | HSC Exam Civice 1st and 2nd Paper Suggestion
HSC Exam Civice 1st and 2nd Paper Suggestion
HSC Exam : ২০২২ এ যে সমস্ত পরীক্ষার্থীরা এইচএসসি এক্সাম (HSC Exam) দিচ্ছে এই সাজেশনটি মূলত তাদের জন্য। আমরা পৌরনীতির প্রথম এবং দ্বিতীয় পত্রের একটি পূর্ণ সাজেশন নিচে তুলে ধরেছি। এই সাজেশন থেকে আশা করি তোমরা সৃজনশীল এর জন্য সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে এবং এমসিকিউ এর জন্য অনেক হেল্পফুল হবে। আমরা চেষ্টা করেছি অর্থনীতির গুরুত্বপূর্ণ কয়েকটি চ্যাপ্টারের টপিক গুলো তুলে ধরতে। আমরা আশা করছি যে এর মধ্যে থেকে তোমরা সাজেশন পেয়ে যাবে। আমরা আশা করছি যে তোমাদের এই সাজেশনটি ভালো লাগবে এবং অনেক কাজে আসবে।
যে অধ্যায়গুলো পড়তে হবেঃ
১/ প্রথম অধ্যায়
২/ তৃতীয় অধ্যায়
৩/ সপ্তম অধ্যায়
৪/ দশম অধ্যায়
প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়সমূহঃ
পৌরনীতির ধারণা ও সংঙ্গা, পৌরনীতি ও
সুশাসনের পরিধি ও বিষয়বস্তু, পৌরনীতি ও
সুশাসন পাঠের প্রয়োজনীয় তা, পৌরনীতি ও ও
সুশাসনের ক্রমবিকাশ
তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
মূল্যবোধ, মূল্যবোধের শ্রেণী বিভাগ,
মূল্যবোধ ও সুশাসন, আইনের ধারণা ও
সংঙ্গা, আইনের উৎস, আইনের শ্রেণী
বিভাগ, নৈতিকতা, স্বাধীনতার সংঙ্গা,
সাম্যের সংঙ্গা ও অর্থ
সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
সরকার, সরকারের শ্রেণী বিভাগ, গণতন্ত্র, গণতন্ত্রের প্রকারভেদ, গণতন্ত্রের দোষ গুন, একনায়কতন্ত্র, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের তুলনামূলক আলোচনা, মন্ত্রী পরিষ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য, এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার, সামরিক সরকার, সরকারের অঙ্গসমূহ,আইন সভা, এক কক্ষবিশিষ্ট আইন সভা, দ্বিকক্ষ বিশিষ্ট আইন সভা, শার্সন বিভাগ, বিচার বিভাগ।
দশম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়সমূহঃ
(১). জাতির ধারণা ও সংঙ্গা.
(২). জাতিয়তার ধারণা ও সংঙ্গা
(৩). জাতি ও জাতিয়তার সম্পর্ক,
(8). দেশপ্রেম.
(৫). দেশপ্রেম ও জাতিয়তার সম্পর্ক
যে অধ্যায়গুলো পড়তে হবেঃ
১/ প্রথম অধ্যায়
২/ দ্বিতীয় অধ্যায়
৩/ তৃতীয় অধ্যায়
৪/ দশম অধ্যায়
১ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়সমূহঃ
১. উপমহাদেশে ব্রিটিশ শাসন
২. বঙ্গভঙ্গ ১৯০৫.
৩. মুসলিমলীগ ১৯০৬.
৪. দৈতশাসন
৫. ভারত শাসন আইন ১৯৩৫
৬. প্রাদেশিক নির্বাচন ১৯৩৭
৭. জিন্নাহর দ্বিজাতিতত্ত্ব
৮. ভারত স্বাধীনতা আইন ১৯৪৭
২য় অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
১.ভাষা আন্দোলন, ১৯৪৭-১৯৫২
২ ১৯৫৪ সালের যুক্ত
৩. ১৯৬৬ সালের ৬ দফা
৪. ছাত্র সমাজের ১১ দফা
৫. আগরতলা মামলা
৬. ১৯৭০-এর নির্বাচন
৭.৭ মার্চ ঐতিহাসিক ভাষণ
৮. মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়
৩য় অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
১. হাজি শরীয়তউল্লাহ
২. শহীদ তিতুমীর
৩. শেরে বাংলা এ.কে. ফজলুল হক
৪. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
৫. আব্দুল হামীদ খান ভাসানী
৬. শেখ মুজিবর রহমান
৭. নবাব স্যার সলিমুল্লাহ
দশম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়সমূহঃ
১. প্রতিবন্ধ
২ দুর্নীতি
৩. খাদ্য ভেজাল
৪. এইডস