উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন | HS Test Exam Suggestion | রাষ্ট্রবিজ্ঞান সাজেশন | HS Political Science Suggestion
নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আবারো আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে টেস্ট পরীক্ষায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুলে আলাদা আলাদা ভাবে কোশ্চেন করা হয়ে থাকে। এই কারণে প্রতিটি কোশ্চেন কমন পাওয়া খুব দুষ্কর। কিন্তু তবুও শুধুমাত্র তোমাদের সুবিধার্থে আমরা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে চলে এসেছি যেগুলো হয়তো টেস্ট পরীক্ষায় তোমরা কমন পেতেও পারো আবার ফাইনালেও এগুলো কমন পেতে পারো।
প্রথম অধ্যায় : আন্তর্জাতিক সম্পর্ক
১. আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো।
২. ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো।
৩. জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। জাতীয় স্বার্থ।রক্ষার বিভিন্ন উপায় গুলি উল্লেখ করো। বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা লেখো এবং জাতীয় স্বার্থের উপাদান সমূহ আলোচনা করো।
[ দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় এর অংশগুলি।থেকে কোন প্রকার আট নাম্বারের বড় প্রশ্ন আসবে না। শুধুমাত্র শর্ট প্রশ্ন দেওয়া হবে]
পঞ্চম অধ্যায় : কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ
১. উদারনীতিবাদ কাকে বলে ?।উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি / মূল সূত্রগুলি সংক্ষেপে আলোচনা করো।
২. কাল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদতত্ত্ব / শ্রেণিসংগ্রাম তত্ত্বটি আলোচনা করো।
ষষ্ঠ অধ্যায় : সরকারের বিভাগ
১. এককক্ষ বিশিষ্ট / দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
২. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে।যুক্তিগুলি বিশ্লেষণ করো। / ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো? “কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভাবও নয়, কাম্যও নয় – মন্তব্যটির যথার্থতা বিচার করো।
৩. আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। বিচার বিভাগের স্বাধীনতার
শর্তগুলি বিশ্লেষণ করো।
সপ্তম অধ্যায় : ভারতের শাসন বিভাগ
১. ভারতের যেকোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো।
২. ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।
৩. রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা আলোচনা করো।
অষ্টম অধ্যায় : ভারতের আইন বিভাগ
১. ভারতীয় পার্লামেন্টের বা কেন্দ্রীয় আইনসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।
২. ভারতীয় পার্লামেন্টের আইন পাশের বা সাধারণ বিল পাশের পদ্ধতি ব্যাখ্যা করো।
৩. পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা
পর্যালোচনা করো।
নবম অধ্যায় : ভারতের বিচার ব্যবস্থা
১. ভারতের লোক আদালত এর গঠন ও কার্যাবলীর সংক্ষেপে বিশ্লেষণ করো।
২. ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী সংক্ষেপে ব্যাখ্যা করো।
৩. ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী সংক্ষেপে ব্যাখ্যা করো।
৪. ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো।
৫. ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে সংক্ষেপে টীকা লেখ।
আমাদের আজকের এই রাষ্ট্রবিজ্ঞান সাজেশনে যে কটি প্রশ্ন দেওয়া হল সে কটি প্রশ্ন ভালোভাবে তুমি করে নাও কারণ এগুলো তোমাদের শুধু টেস্ট পরীক্ষা নয় বরঞ্চ ফাইনালেও আসতে পারে। টেস্ট পরীক্ষার জন্য বেশি গুরুত্ব দেবে সেই সমস্ত প্রশ্নগুলিতে যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের স্কুলের স্যারেরা বারবার রিভাইস করতে বলছে বা যে সমস্ত প্রশ্নগুলি স্যারেরা বার বার স্কুলে ধরছেন। আমরা আশা করছি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে।