উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ | HS Test Exam Suggestion 2023 | ইতিহাস সাজেশন | HS History Suggestion 2023
নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আবারো আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষার ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে টেস্ট পরীক্ষায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুলে আলাদা আলাদা ভাবে কোশ্চেন করা হয়ে থাকে। এই কারণে প্রতিটি কোশ্চেন কমন পাওয়া খুব দুষ্কর। কিন্তু তবুও শুধুমাত্র তোমাদের সুবিধার্থে আমরা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে চলে এসেছি যেগুলো হয়তো টেস্ট পরীক্ষায় তোমরা কমন পেতেও পারো আবার ফাইনালেও এগুলো কমন পেতে পারো।
প্রথম অধ্যায়
১. পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী? ***
২. জাদুঘর বা মিউজিয়াম কাকে বলে? এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো।
৩. মিথ ও লিজেন্ড বলতে কী বোঝো? অতীতের বিষয় মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে?
৪. আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
দ্বিতীয় অধ্যায়
১. উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন-লেনিনের তত্ত্ব আলোচনা করো। ***
২.সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো। সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ কী ? ***
৩. উপনিবেশবাদ বলতে কী বোঝো? উপনিবেশ স্থাপনের কারণগুলি কী কী?
৪. উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো।
৫. উপনিবেশিক সমাজে জাতিগত ব্যবধান ও তার প্রভাব আলোচনা করো।
তৃতীয় অধ্যায়
১. চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি গুলির সংক্ষিপ্ত পরিচয় দাও / নানকিং সন্ধির শর্ত গুলি লেখো। ***
২. উপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল লেখো। ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো।
৩. ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। ***
৪. পলাশী ও বক্সার যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো।
৫. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও।
→ HS Bangla Suggestion 2023 (Poem Part) উচ্চমাধ্যমিক বাংলা কবিতার সাজেশন 2023
চতুর্থ অধ্যায়
১. সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো।***
২. ব্রিটিশ শাসনকালে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও।
৩. বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতা কী ছিল?
৪. চীনের চৌঠা (৪) মে আন্দোলনের কারণ বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব আলোচনা কর। ***
পঞ্চম অধ্যায়
১. বাংলায় পঞ্চাশের মন্বন্তরের কারণ ও প্রভাব/ভয়াবহতা আলোচনা করো। ***
২. লক্ষনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করে এই চুক্তির গুরুত্ব আলোচনা করো। ***
৩. ১৯১৯ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটি গুলি আলোচনা করো।
৪. মন্টেগু-চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্য লেখ। এই আইনের ত্রুটি গুলি আলোচনা করো।
৫. ১৯৩৫ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী ছিল।
৬. জালিয়ানওয়ালাবাদ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট এবং এই ঘটনার গুরুত্ব আলোচনা কর।
ষষ্ঠ অধ্যায়
১. ১৯৪২ খ্রিস্টাব্দের ভারতছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে লেখো। ***
২. ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো।
সপ্তম অধ্যায়
১. ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার সংক্ষেপে আলোচনা করো। ***
২. জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কী বোঝ? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য লেখ। ***
৩. ঠান্ডা লড়াই কি? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা।
৪. কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৫. সুয়েজ সংকটের কারণ গুলি লেখ। এই সংকটের গুরুত্ব ও ফলাফল লেখো । এই সংকটে ভারতের ভূমিকা কী ছিল।
অষ্টম অধ্যায়
১. সার্ক কিভাবে গঠিত হয় / সার্ক গঠনের প্রেক্ষাপট এবং এর উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো। ***
২. স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের অবদান আলোচনা করো।
৩. স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো।
আমাদের আজকের এই ইতিহাস সাজেশন যে কটি প্রশ্ন দেওয়া হল সে কটি প্রশ্ন ভালোভাবে তৈরি করে নেবে। কারণ এগুলো তোমাদের শুধু টেস্ট পরীক্ষা নেয় বরঞ্চ ফাইনালেও আসতে পারে। টেস্ট পরীক্ষার জন্য বেশি গুরুত্ব দেবে সেই সমস্ত প্রশ্নগুলিতে যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের স্কুলের স্যারেরা বারবার রিভাইস করতে বলছে বা যে সমস্ত কোশ্চেনগুলি স্যারেরা বার বার স্কুলে ধরছেন। আমরা আশা করছি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে।