উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন ২০২৩ | Higher secondary (HS) Philosophy Suggestion 2023
HS Philosophy Suggeation 2023:
উচ্চ মাধ্যমিকের বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন রকমের সাবজেক্ট তাদের নিজেদের পছন্দমত নিয়ে থাকে। তার মধ্যে একটি অধিক পরিমাণে নেওয়ার সাবজেক্ট হলো দর্শন। এই সাবজেক্ট এর সম্পূর্ণ বোঝার বিষয়। এই সাবজেক্টটি অনেকেই খুব পছন্দ করে এবং অনেকেই পছন্দ করেনা। এই সাবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি এ বছর আসার মতন সেগুলি নিচে বিস্তারিত আলোচনা করা হলো-
3.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :
(a) 1.বচন বলতে কী বোঝো? বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য করো। নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? চার প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণসহ লেখ পদের ব্যাপতা সংক্রান্ত সাধারণ নিয়ম গুলো কি কি।
2. নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ কর।
(এটা লজিকের অংশ বচন প্র্যাকটিস করতে হবে এবং তার সঙ্গে ব্যাপকতা নির্ণয় করাটা কিন্তু শিখতে হবে। নীচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তরিত করে কোন্ পদ ব্যাপ্য ও কোন্ পদ অব্যাপ্য তা উল্লেখ করতে হবে)
(b) 1.অমাধ্যম অনুমান কী? দৃষ্টান্ত সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। নিষেধ মূলক আবর্তন বলতে কী বোঝো।
2.আবর্তন কী? 0 বচনের আবর্তন সম্ভব নয় কেন আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ উল্লেখ করো।
(নিম্নলিখিত বাক্যগুলির বিবর্তন করো। লজিক হিসেবে আসবে চারটে চারটেয় করতে হবে)
(c) ( এখানে প্রথমে নিরপেক্ষ ন্যায়ের একটা দৃষ্টান্ত দেয়া থাকবে সেই দৃষ্টান্ত দেখে তার বৈধতা নির্ণয় করতে হবে মূর্তি সহ এটি সম্পূর্ণ লজিক এর অন্তর্গত)
বিপরীত দিকে সম্পূর্ণ টিকা আকারে প্রশ্ন আসবে।
1. নিরপেক্ষ ন্যায়। 2.অবৈধ সাধ্য দোষ।3. চতুষ্পদ ঘটিত দোষ
(d) মিলের সংযুক্ত পদ্ধতিটি আলোচনা করো: সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা (দুটি), অসুবিধা (দুটি)। 1+2+1+2+2
(অথবা তে একটি দৃষ্টান্ত দেয়া থাকবে এবং সেই দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে দৃষ্টান্তে যিলের কোন্ পদ্ধতি অনুসরণ করা হয়েছে? তা লিখতে হবে এবং পদ্ধতিটি ব্যাখ্যা করতে হবে চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা (দুটি), অসুবিধা (দুটি) করতে হবে)
(e) নীচের আরোহযুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো:
(এখানে প্রথমে দুটো যুক্তি থাকবে সেগুলো বিশ্লেষণ করে দোষ নির্ণয় করতে হবে এবং সেই দোষ সম্পর্কে আলোচনা করতে হবে। এই পার্টি লজিক থাকবে এর বিপরীত দিকে যে প্রশ্নগুলো থাকবে সেগুলি তুলে ধরা হলো)
অথবা, সংক্ষিপ্ত টীকা লেখো:
1.মন্দ উপমা
2. অবৈধ সামান্যীকরণ দোষ
3. সহকার্যকে কারণ হিসেবে গ্রহণ জনিত দোষ
4. কাকতালীয় দোষ