HS পাশে একদম নতুন চাকরির বিজ্ঞপ্তি – বেতন রয়েছে প্রতি মাসে 38000 টাকা

New Job Uodate

একদম নতুন সুখবর রয়েছে বিভিন্ন চাকরিপ্রার্থী দের জন্যে। অনেক এমন ছাত্রছাত্রী রয়েছে যারা শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ করার পর থেকেই চাকরির জন্যে এদিকে ওদিকে খোঁজ করে। তারা খুঁজে পায় না কোথায় কি ধরনের সুবিধা অসুবিধা রয়েছে, কোথায় গেলে ভালো বেতন সহ একটা চাকরি পেতে পারবে, চাকরির আসল কাঠামো বুঝতে পারে না। তাদের জন্যে নিয়ে এসেছি একটি নতুন চাকরির খবর। এখানে বলা হয়েছে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করা যাবে।

আমাদের রাজ্যের বিভিন্ন বিভিন্ন জেলার যেকোনো চাকরিপ্রার্থী ছেলে মেয়ে এখানে আবেদনের জন্যে চেস্টা নিতে পার। কারণ এখানে জানানো হয়েছে খুবই ভালো বেতন রয়েছে প্রতি মাসে। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস করলেই এখানে আবেদনের যোগ্য।

বিজ্ঞপ্তিতে বলা রয়েছে দুটি শ্রেণীতে কর্মী নিয়োগ করা হচ্ছে। বেতন খুবই ভালো দেওয়া হবে যা হচ্ছে আলাদা আলাদা শ্রেণীর জন্যে আলাদা । 30000 টাকা প্রতি মাসের বেতন দেওয়া হবে প্রথম শ্রেণীর জন্যে, 38000 হাজার টাকা বেতন দেওয়া হবে পরের শ্রেণীর কর্মরতদের।

যদি আপনারা সবাই এখানে আবেদন করতে চান তাহলে অবশ্যই এই ব্যাপারে আপনাদের খুঁটিনাটি বিষয়গুলি জানতে হবে।

1) এখানে এই বিজ্ঞপ্তির Advertisement Number দেওয়া রয়েছে – R&C/550/2021

নিম্নে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটির ঝলক দেখতে পারবেন।

Bangla Suggestion

আবেদন কবে থেকে শুরু – 04/08/2022

আবেদনের শেষ তারিখ – 24/08/2022

বয়সসীমা কত – 18 থেকে 28 বছর পর্যন্ত এখানে আবেদন করা যাবে। (কাস্ট অনুযায়ী বয়সের ছাড় আছে)

বেতন – 30000 টাকা প্রতি মাসের বেতন

যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাস / টাইপিং স্পীড লাগবে

নতুন বিজ্ঞপ্তি:- 1 লক্ষ 33 হাজার টাকা বেতন সহ প্রকাশিত হলো নতুন চাকরির খবর

2) Advertisement Number – R&C/555/2021

পোষ্টের নাম – জুনিয়র স্টেনোগ্রাফার

ভ্যাকেন্সি কোড – 5552101

শূন্যপদ – 4টি

বেতন – 38000 টাকা প্রতি মাস

যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ তার সাথে টাইপিং স্পীড অবশ্যই চেক করা হবে

বয়সসীমা – 18 বছর থেকে 27 বছর পর্যন্ত (কাস্ট অনুযায়ী ছাড় থাকছে)

(বি:দ্র: 12 পাস যেকোনো স্ট্রিম থেকেই হোক না কেন এখানে আবেদন করা যাবে।)

একদম নতুন চাকরির খবর : Job Update: ১৭০০০ টাকা প্রতি মাসে বেতনের নতুন চাকরির সুযোগ SAIL সংস্থায়

সিলেকশন কিভাবে হবে

পেপার 2 এর ক্ষেত্রে যে মেরিট লিস্ট তৈরি করা হবে সেটাই ফাইনাল লিস্ট সিলেকশন এর জন্যে। প্রথম যে পরীক্ষা হবে সেখানে শুধু পাশ করলেই চলবে কারণ সেটা ছাঁটাই করা লিস্ট। দ্বিতীয় পরীক্ষায় শেষ আর ফাইনাল পরীক্ষার। যার ভিত্তিতে এই সিলেকশন করা হয়।

প্রথম পেপারে পরীক্ষা হবে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। আর প্রথম পেপারে পাশ করে গেলে ডাকা হবে দ্বিতীয় পেপারে। 100টি প্রশ্নের পরীক্ষা হবে যার জন্যে 2 নম্বর করে প্রতিটা প্রশ্নে থাকবে বলে জানা হয়েছে। এটা কিন্তু সত্যিই খুব ভালো একটি চাকরির সুযোগ। কোন রকমের নেগেটিভ মার্কিন থাকবে না।

পেপার টু এর পরীক্ষায় বসতে গেলে অবশ্যই পেপার ওয়ানে পাশ করতে হবে তবেই পরের পরীক্ষার জন্যে বসা যাবে। অবশ্যই করে প্রফিসিয়েন্সি টেস্টে কোয়ালিফাই হতে হবে।

নতুন বিজ্ঞপ্তি:= Job Update: রেলওয়ের তরফ থেকে ২৭০০০ টাকা প্রতি মাস বেতনের চাকরির খবর

কিভাবে আবেদন করবেন

অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে যা নিম্নে পেয়ে যাবেন। সেই অফিসের ওয়েবসাইট এর মান অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে।

আবেদন ফিস কত

খুবই সামান্য আবেদন ফিস চেয়েছে। তারমধ্যে আবার এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যাল ডিসেবিলিটি ব্যক্তিদের কোনো ফিস প্রয়োজন নেই। জেনারেল শ্রেণীর ব্যক্তিদের শুধুমাত্র ১০০ টাকা আবেদন ফিস দেওয়া হয়।

জরুরী লিঙ্ক

Official Website 1 – https://iicb.res.in
Official Website 2 – https://career.iicb.res.in
Official NotificationClick Here

আরও খবর:- Read More News

Back to top button