টেষ্ট পরীক্ষার জন্য উচ্চমাধ্যমিক বাংলা ২০২৩ প্র্যাকটিস সেট

HS Bengali 2023 Practice Set:

উচ্চ মাধ্যমিক বিভিন্ন পরীক্ষার্থীদের সুবিধার জন্য বাংলার একটি প্র্যাকটিস সেট আমরা নিজে বিস্তারিতভাবে দিয়ে দিলাম –

Hs Bengali Bengali practice set

১.সঠিক বিকল্পটি নির্বাচন করো :

১.১ “সে স্বর্গ সুখ পায়”—উদ্দিষ্ট ব্যক্তি স্বৰ্গসুখ পায়— (ক) জলের স্পর্শে (খ) সন্তানের স্পর্শে (গ) ভাতের স্পর্শে (ঘ) সম্পদের স্পর্শে

১.২ মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে—(ক) দশজন লোক (খ) সাতজন লোক (গ) পাঁচজন লোক (ঘ) নজন লোক

১.৩ রাঢ়বাংলায় শীতে ধারালো বৃষ্টিপাতকে
ছোটোলোকেরা বলে— (ক) ধারাবর্ষণ (খ) ডাওর (গ) ফাঁপি (ঘ) পউষে বাদলা

১.৪ উচ্ছবকে বড়ো বাড়িতে নিয়ে এসেছিল— (ক) ছোটো বউ-এর বাবা (খ) ভজন চাকর (গ) বাসিনী (ঘ) উচ্চবের গ্রামের এক দাদা

১.৫ বুড়িকে “হরিবোল” বলতে স্পষ্ট শুনেছে -(ক) নকড়ি নাপিত (খ) ভটচাজমশাই (গ) ফজলু শেখ (ঘ) নিবারণ বাগদি

অথবা, “নিখিল রোগা, তীক্ষ্ণবুদ্ধি এবং একটু” – (ক) আলসে প্রকৃতির লোক (খ) সাহসী প্রকৃতির লোক (গ) ভীরু প্রকৃতির লোক (ঘ) চালাক প্রকৃতির লোক

১.৬ “The night is calling me” – সংলাপটি কার লেখা?— (ক) বার্নার্ড শ’ (খ) শেলি (গ).শেকসপিয়র (ঘ) বায়রন

অথবা, “Farewell the tranquil mind! farewell content!” উদ্ধৃতিটির মূল উৎস(ক) ওথেলো (খ) ম্যাকবেথ (গ) জুলিয়াস সিজার (ঘ) মার্চেন্ট অব্ ভেনিস

১.৭ “মরা হাতি সোয়া লাখ”—কথাটি বলেন—(ক) রজনী (খ) রামব্রিজ (গ) জনৈক দৰ্শক (ঘ) কালীনাথ

১.৮ “লভ সিন”-এ কোন্ বাদ্যযন্ত্রের ব্যবহার
হয়েছিল?—(ক) বেহালা (খ) গিটার (গ) সেতার (ঘ) হারমোনিয়াম

১.৯ শহরের অসুখ কী?—(ক) প্লেগ (খ) সবুজ ধ্বংস করা (গ) আবাসনের দৌরাত্ম্য (ঘ) কলেরা

১.১০ “আমার ক্লান্তির উপরে ঝরুক”–(ক) মহুয়া ফুল (খ) মচকা ফুল (গ) মোরগ ফুল (ঘ) শীতল বাতাস

১.১১ “আমি কি তাকাব আকাশের দিকে”আকাশের দিকে চেয়ে বিচার প্রার্থনা করা হয় – (ক) মানুষের কাছে (খ) বিচারকের কাছে (গ) কাজির কাছে (ঘ) ভগবানের কাছে

১.১২ “রক্তের অক্ষরে দেখিলাম”— (ক) মৃত্যুর রূপ (খ) প্রকৃতির রূপ (গ) আপনার রূপ (ঘ) রূপনারানের রূপ

১.১৩ ‘কমপিটেন্স’ এবং ‘পারফরম্যান্স’ ধারণার
জনক কে?—(ক) স্যোসুর (খ) পটার (গ) চমস্কি (ঘ) ব্লুমফিল্ড

১.১৪ ‘ল’ ধ্বনিটি—(ক) নাসিক্য ধ্বনি (খ) উষ্ম ধ্বনি (গ) পার্শ্বিক ধ্বনি (ঘ) কম্পিত ধ্বনি

১.১৫ “কে আবার গড়ে তুলল এতবার?”—কী গড়ে তুলেছিল?— (ক) থিবসকে (খ) রোমকে (গ) বাইজেনটিয়ামকে (ঘ) ব্যাবিলনকে

১.১৬ ঋত্বিক ঘটকের ‘অযান্ত্রিক’ ছবিটির সংগীত
পরিচালনা করেছিলেন— (ক) রবিশংকর (খ) বিলায়েৎ খাঁ (গ) সালমৎ খাঁ (ঘ) আলি আকবর খাঁ

অথবা, বিশ্বভারতীর হিন্দি ভবনের দেয়ালে আঁকা ‘মধ্যযুগের সন্তগণ’ ছবিটির স্রষ্টা কে? – (ক) নন্দলাল বসু (খ) বিনোদবিহারী মুখোপাধ্যায় (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর (ঘ) দেবীপ্রসাদ রায়চৌধুরী

১.১৭ কোন্ দিনটিকে ‘চিকিৎসক দিবস’ হিসেবে
পালন করা হয়ে থাকে? – (ক) ১ জানুয়ারি (খ) ১ মার্চ (গ) ১ জুলাই (ঘ) ১ নভেম্বর

১.১৮ ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন— (ক) শ্যামসুন্দর মিত্র (খ) কুমারেশ সেন (গ) নগেন্দ্ৰ প্রসাদ সর্বাধিকারী (ঘ) যতীন্দ্রচরণ গুহ

অন্যান্য → উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন | HS Test Exam Suggestion | শিক্ষাবিজ্ঞান সাজেশন ২০২৩ | HS Education Suggestion

২. অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও:

২.১ “ওই পাঁচ ভাগে ভাত হয়?”—পাঁচ ভাগে তৈরি
ভাতের নাম কী কী?

২.২ “বোঝা গেল, বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে।”— বুড়ির কী অভিজ্ঞতা ছিল?

অথবা, নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের
তুলনায় কত টাকা বেশি পায় এবং কেন?

২.৩ “তাকে সামনের পাথরটা তুলতে বলেন।”— পাথরটা তোলার পর কী দেখা গিয়েছিল?

অথবা, “নিদেন একটা রাঁধুনি তো ছিল?”—কার সঙ্গে, কখন রাঁধুনি থাকার কথা বলা হয়েছে?

২.৪ “কঠিনেরে ভালোবাসিলাম,” কঠিনকে ভালোবাসার কারণ কী?

২.৫ “ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস” বলতে কবি কী বুঝিয়েছেন?

২.৬ “সবুজের অনটন ঘটে …”-কোথায়, কেন সবুজের অনটন ঘটে?

২.৭ “একটি তারা এখন আকাশে রয়েছে”তারাটিকে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন?

অথবা, “আমি তা পারি না।”—বক্তা কী পারেন না? না পারার কারণ কী?

২.৮ কে, কত খ্রিস্টাব্দে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন?

২.৯ LAD কী? অথবা, ‘সঞ্জননী ব্যাকরণ’ কাকে বলে?

২.১০ লোকনিরুক্তি কাকে বলে? উদাহরণ দাও।

২.১১ কাবুকি কী? পাঠ্যানুযায়ী কে তার উচ্ছ্বসিত
প্রশংসা করেন?

২.১২ “এই তো জীবনের সত্য কালীনাথ!” – জীবনের সত্যটি কী?

৩. অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের
উত্তর দাও:

৩.১ “দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে।”—কে, কার প্রতি এরূপ আচরণ করেছিল? তার এরূপ আচরণের কারণ কী?

৩.২ “কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে।”—‘সে’ বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন?

৪. অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের
উত্তর দাও:

৪.১ “সত্য যে কঠিন”—এই উপলব্ধিতে কবি কীভাবে উপনীত হলেন, তা ‘রূপনারানের কূলে’ কবিতা অবলম্বনে আলোচনা করো।

৪.২ “ঘুমহীন তাদের চোখে হানা দেয়/কীসের ক্লান্ত দুঃস্বয়।”-কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন?

৫. অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের
উত্তর দাও:

৫.১ বিভাব কথাটির সাধারণ অর্থ কী? বিভাব নাটকের নামকরণের সার্থকতা বিচার করো।

৫.২ নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো।

অথবা, নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো।

অন্যান্য→ উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন | HS Test Exam Suggestion | রাষ্ট্রবিজ্ঞান সাজেশন | HS Political Science Suggestion

৬. অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের
উত্তর দাও:

৬.১ “গল্পটা আমাদের স্কুলে শোনানো হল।”— কোন গল্পের কথা বলা হয়েছে? গল্প শুনে লেখকের কী প্রতিক্রিয়া হয়েছিল?

৬.২ “পাতায়-পাতায় জয় / জয়োৎসবের ভোজ
বানাত কারা?”—পাতায় পাতায় কাদের জয় লেখা? ‘জয়োৎসবের ভোজ’ কথার। অর্থ কী? যারা ‘জয়োৎসবের ভোজ’ বানাত তাদের প্রতি কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে?

৭. অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের
উত্তর দাও:

৭.১ “সরু লিকলিকে আঙুল দিয়ে সেইসব খুনীদের
সে শনাক্ত করছে।”—‘সে’ কে? কাদের, কেন খুনি
বলা হয়েছে?

৭.২ “তাতে চেংমানের চোখ কপালে উঠল।”—‘চেংমান’ কে? তার চোখ কপালে ওঠার কারন কি?

৮. অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের
উত্তর দাও:

৮.১ গঠনগত দিক থেকে বাক্য ক-প্রকার ও কী কী?
প্রত্যেক প্রকারের উদাহরণ-সহ পরিচয় দাও।

৮.২ উদাহরণ-সহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক
নির্ণয় করো।

৯. অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

৯.১ বাংলা চলচ্চিত্রের ধারায় সত্যজিৎ রায়/তপন সিংহের অবদান আলোচনা করো।

৯.২ চিত্রকলাচর্চায় অবনীন্দ্রনাথ ঠাকুর/যামিনী রায়ের অবদান আলোচনা করো।

৯.৩ চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে ডা. বিধানচন্দ্র রায় /কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো।

৯.৪ রামায়ণে বর্ণিত কাহিনি অনুসারে দাবা খেলার
স্রষ্টা কে? এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত
পরিচয় দাও।

১০. নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো:

১০.১ নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে একটি
প্রবন্ধ রচনা করো:

শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা সংবাদপত্র ও শিক্ষার প্রসার,দূরদর্শন ও তার প্রভাব, গণমাধ্যমের নিরপেক্ষতা, গণমাধ্যমের দায়িত্ব, শিক্ষার প্রসারে বেতার, চলচ্চিত্র ও শিক্ষা।

১০.২ প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকাস্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে, পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো:

দেশসেবা

দেশে জন্মালেই দেশ আপন হয় না। যতক্ষণ দেশকে না জানি, যতক্ষণ তাকে নিজের শক্তিতে জয় না করি, ততক্ষণ সে দেশ।আপনার নয়। নিজের সমস্ত ধন-জন-প্রাণ দিয়ে।দেশকে যখন আপন বলে জানতে পারব, তখনই দেশ।আমার স্বদেশ হবে। দেশসেবা এক কঠিন কাজ। কারণ দেশটা শুধু মাটি দিয়ে গড়া নয়, মানুষ দিয়েও গড়া। দেশের জন্য নিজেকে উৎসর্গ করাই দেশসেবকের লক্ষ্য ও কর্তব্য হওয়া উচিত। দেশসেবক হবেন স্বার্থহীন, তাঁর মনে থাকবে কেবল দেশের সার্বিক উন্নয়নের ভাবনা।

১০.৩ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো:

বিতর্কের বিষয়: ‘চলভাষ ছাড়া চলমান জীবন অচল’।মতের পক্ষে: আধুনিক গতিশীল যুগে প্রতিমুহূর্তে মানুষের কাছে চলভাষ অবশ্য প্রয়োজনীয় এক উপাদান, প্রায় ছায়াসঙ্গী বলা যায়। জীবনের প্রতিমুহূর্তেই একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য বা বিশেষ কোনো প্রয়োজন পূরণের জন্য চলভাষ অপরিহার্য। অত্যন্ত দ্রুতগতির এই আধুনিক জীবনে সময়ের মূল্যকে গুরুত্ব দিতে চলভাষ ছাড়া চলেই না। কেবল যোগাযোগের মাধ্যমেই নয়—ইনটারনেট ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন তথ্যসম্ভার হাতের মুঠোয় এনে দেয় এই চলভাষ।

১০.৪ প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো:

জগদীশচন্দ্র বসু

জন্ম:১৮৫৮, ৩০ নভেম্বর, ময়মনসিংহ, আদি বাড়ি ঢাকা জেলার রাঢ়িখাল।

পিতা-ভগবানচন্দ্র বসু।

শিক্ষা→ ফরিদপুর ঈশান বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা, কলকাতা সেন্ট জেভিয়ার্সে স্নাতক ডিগ্রি (১৮৮০)।

কর্মজীবন → ১৮৮৫ খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজে
পদার্থবিদ্যার অধ্যাপক।

আবিষ্কার:→ উদ্ভিদেরা উত্তেজনায় সাড়া দেয়, বিনা
তারে বার্তা প্রেরণ।

কৃতিত্ব→ ১৯১৭ খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির
প্রতিষ্ঠা, ১৯২০ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রয়্যাল
সোসাইটির সদস্য, ১৯২৭খ্রিস্টাব্দে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি।

সাহিত্যসৃষ্টি → অব্যক্ত গ্রন্থ।

মৃত্যু→ ১৯৩৭, ২৩ নভেম্বর।

অন্যান্য → উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ | HS Test Exam Suggestion 2023 | ইতিহাস সাজেশন | HS History Suggestion 2023

Back to top button