উচ্চমাধ্যমিক বাংলা 2023 MCQ প্র্যাকটিস সেট | HS 2023 Bengali MCQ Practice Set

HS 2023 Bengali MCQ Practice Set

যত দিন যাচ্ছে ততই উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসছে। এই সময় অনেক ছাত্র-ছাত্রী প্রিপারেশন নিচ্ছে এবং তোমাদের প্রিপারেশন কেমন হয়েছে তা জানার জন্যই আমরা বাংলার একটি প্র্যাকটিস সেট বের করেছি যেখানে গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন দেওয়া রয়েছে এবং প্রশ্নগুলির উত্তর তোমাদের সুবিধার্থে নিচেই দেওয়া রয়েছে। আমরা আশা করছি যে তোমাদের এই প্র্যাকটিস সেটটি ভালো লাগবে।

HS Bengali MCQ Practice set

১.১ “সে স্বর্গ সুখ পায়”—উদ্দিষ্ট ব্যক্তি স্বৰ্গসুখ পায়—

(ক) জলের স্পর্শে
(খ) সন্তানের স্পর্শে
(গ) ভাতের স্পর্শে
(ঘ) সম্পদের স্পর্শে

উত্তর: গ।

১.২ মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে –

(ক) দশজন লোক
(খ) সাতজন লোক
(গ) পাঁচজন লোক
(ঘ) নজন লোক

উত্তর: ঘ।

১.৩ রাঢ়বাংলায় শীতে ধারালো বৃষ্টিপাতকে ছোটোলোকেরা বলে –

(ক) ধারাবর্ষণ
(খ) ডাওর
(গ) ফাঁপি
(ঘ) পউষে বাদলা

উত্তর: খ।

১.৪ উচ্ছবকে বড়ো বাড়িতে নিয়ে এসেছিল—

(ক) ছোটো বউ-এর বাবা
(খ) ভজন চাকর
(গ) বাসিনী
(ঘ) উচ্ছবের গ্রামের এক দাদা

উত্তর: গ।

১.৫ বুড়িকে “হরিবোল” বলতে স্পষ্ট শুনেছে

(ক) নকড়ি নাপিত
(খ) ভট্চাজমশাই
(গ) ফজলু শেখ
(ঘ) নিবারণ বাগদি

উত্তর: ক ।

অথবা, “নিখিল রোগা, তীক্ষ্ণবুদ্ধি এবং একটু”

(ক) আলসে প্রকৃতির লোক
(খ) সাহসী প্রকৃতির লোক
(গ) ভীরু প্রকৃতির লোক
(ঘ) চালাক প্রকৃতির লোক

উত্তর: ক ।

১.৬ “The night is calling me”—সংলাপটি কার লেখা?—

(ক) বার্নার্ড শ’
(খ) শেলি
(গ) শেকসপিয়র
(ঘ) বায়রন

উত্তর: ক।

অথবা

“Farewell the tranquil mind! farewell content!” উদ্ধৃতিটির মূল উৎস—

(ক) ওথেলো
(খ) ম্যাকবেথ
(গ) জুলিয়াস সিজার
(ঘ) মার্চেন্ট অব্ ভেনিস

উত্তর: ক।

১.৭“মরা হাতি সোয়া লাখ”— কথাটি বলেন –

(ক) রজনী
(খ) রামব্রিজ
(গ) জনৈক দৰ্শক
(ঘ) কালীনাথ

উত্তর: গ।

১.৮ “লভ সিন”-এ কোন্ বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল?

(ক) সানাই
(খ) হারমোনিয়াম
(গ) বাঁশি
(ঘ) গিটার

উত্তর: খ।

১.১৪ ‘ল’ ধ্বনিটি

(ক) নাসিক্য ধ্বনি
(খ) উষ্ম ধ্বনি
(গ) পার্শ্বিক ধ্বনি
(ঘ) কম্পিত ধ্বনি

উত্তর: গ।

১.১৫ “কে আবার গড়ে তুলল এতবার?”—কী গড়ে তুলেছিল?

(ক) থিবসকে
(খ) রোমকে
(গ) বাইজেনটিয়ামকে
(ঘ) ব্যাবিলনকে

উত্তর: ঘ।

অথবা, ‘অলৌকিক গল্পটি’ বাংলায় অনুবাদ করেছেন –

(ক) শঙ্খ ঘোষ
(খ) অনিন্দ্য সৌরভ
(গ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
(ঘ) উৎপল কুমার বসু

উওর: খ।

(ক) বেহালা
(খ) গিটার
(গ) সেতার
(ঘ) হারমোনিয়াম

উত্তর: ঘ।

১.৯ শহরের অসুখ কী?

(ক) প্লেগ
(খ) সবুজ ধ্বংস করা
(গ) আবাসনের দৌরাত্ম্য
(ঘ) কলেরা

উত্তর: খ।

১.১০ “আমার ক্লান্তির উপরে ঝরুক”

(ক) মহুয়া ফুল
(খ) মচকা ফুল
(গ) মোরগ ফুল
(ঘ) শীতল বাতাস

উত্তর : ক ।

১.১১ “আমি কি তাকাব আকাশের দিকে”—আকাশের দিকে চেয়ে বিচার প্রার্থনা করা হয়

(ক) মানুষের কাছে
(খ) বিচারকের কাছে
(গ) কাজির কাছে
(ঘ) ভগবানের কাছে

উত্তর: ঘ।

১.১২ “রক্তের অক্ষরে দেখিলাম”

(ক) মৃত্যুর রূপ
(খ) প্রকৃতির রূপ
(গ) আপনার রূপ
(ঘ) রূপনারানের রূপ

উত্তর: গ ।

১.১৩ ‘কমপিটেন্স’ এবং ‘পারফরম্যান্স’ ধারণার জনক কে?

(ক) স্যোসুর
(খ) পটার
(গ) চমস্কি
(ঘ) ব্লুমফিল্ড

উত্তর: গ ।

১.১৬ ঋত্বিক ঘটকের ‘অযান্ত্রিক’ ছবিটির সংগীত পরিচালনা করেছিলেন—

(ক) রবিশংকর
(খ) বিলায়েৎ খাঁ
(গ) সালমৎ খাঁ
(ঘ) আলি আকবর খাঁ

উত্তর: ঘ।

অথবা, বিশ্বভারতীর হিন্দি ভবনের দেয়ালে আঁকা ‘মধ্যযুগের সন্তগণ’ ছবিটির স্রষ্টা কে?

(ক) নন্দলাল বসু
(খ) বিনোদবিহারী মুখোপাধ্যায়
(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) দেবীপ্রসাদ রায়চৌধুরী

উত্তর: খ।

১.১৭ কোন্ দিনটিকে ‘চিকিৎসক দিবস’ হিসেবে
পালন করা হয়ে থাকে?

(ক) ১ জানুয়ারি
(খ) ১ মার্চ
(গ) ১ জুলাই
(ঘ) ১ নভেম্বর

উত্তর: গ ।

১.১৮ ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন

(ক) শ্যামসুন্দর মিত্র
(খ) কুমারেশ সেন
(গ) নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী
(ঘ) যতীন্দ্রচরণ গুহ

উত্তর: গ।

অন্যান্য → উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন ২০২৩ | Higher secondary (HS) Philosophy Suggestion 2023

Back to top button