HS Bangla Suggestion 2023 (Poem Part) – উচ্চমাধ্যমিক বাংলা কবিতার সাজেশন 2023
আজকের এই গুরুত্বপূর্ণ পোস্ট যেখানে আমরা তোমাদের জন্যে নিয়ে চলে এসেছি HS bangla Suggestion 2023, 12 bangla suggestion 2023, HS Bengali Suggestion 2023, ক্লাস ১২ এর বাংলার কবিতার সাজেশন পার্ট নিয়ে।
উচ্চমাধ্যমিক বাংলা কবিতার সাজেশন 2023 || class 12 Bengali test exam suggestion 2023 || higher secondary 2023 Bengali suggestion || best Bengali suggestion for HS 2023 || higher secondary Bengali suggestion 2023 poem || HS Bengali common question 2023 || উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার বাংলা সাজেশন
রূপনারানের কূলে
১. “রূপনারানের কূলে জেগে উঠিলাম/জানিলাম এ জগত স্বপ্ন নয়” – কে জেগে উঠলেন? ‘জেগে ওঠা’ বলতে এখানে কী বোঝানো হয়েছে ? জেগে উঠে তিনি কী উপলব্ধি করলেন ?
উপরের প্রশ্নটি আরো কত রকমভাবে ঘুরিয়ে দিতে পারে :-
i) “সে কখনো করে না বঞ্চনা” – কে কখনো বঞ্চনা করে না ? কবি কিভাবে সেই ভাবনায় উপনীত হলেন?
ii) ‘সত্য যে কঠিন” – এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা কবিতা অবলম্বনে আলোচনা করো । (সংসদ নমুনা প্রশ্ন)
২) “মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে” – বক্তা কে? সকল দেনা বলতে কী বোঝানো হয়েছে ? সে দেনা কিভাবে শোধ করা সম্ভব ?
[নামকরণের স্বার্থকতাটি একটু দেখে রাখবে]
শিকার
১. হরিণের পরিণতি
i) “এই ভোরের জন্য অপেক্ষা করছিল” – কে অপেক্ষা করছিল তার পরিণতি কী হয়েছিল?
ii) “নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো সে” – সে কে? জলে নামার পর কী ঘটেছিল?
iii) “এসেছে সে ভোরের আলোয় নেমে” – সে কে ? ভোরের আলোয় নেমে আসার পর কী ঘটেছিল তা লেখ?
iv) “নাগরিক লালসায় লীন অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আঁধারে” – কবিতা অবলম্বনে আলোচনা করো [নমুনা প্রশ্ন]
২. শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। এই পরিবেশ কিভাবে করুন হয়ে উঠেছিল?
৩. “আগুন জ্বলল আবার” – আবার শব্দটি ব্যবহারের কারণ কী ? দুইবার আগুন জ্বলার প্রসঙ্গটি কবিতা অবলম্বনে আলোচনা করো ।
মহুয়ার দেশ
১. [কবিতার শেষের দিকের তিন চার লাইন]
i) “ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন” -কাদের কথা বলা হয়েছে ? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানাদায় কেন?
ii) “অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক” – এখানে কোন মানুষদের কথা বলা হয়েছে তারা অবসন্ন কেন? ধুলোর কলঙ্ক বলতে কবিতায় কী বোঝানো হয়েছে?
২. “আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল/ নামুক মহুয়ার গন্ধ” – আমার বলতে কার কথা বলা হয়েছে ? এমন কামনার কারণ কী?
উপরের প্রশ্নটি আরো কত রকমভাবে ঘুরিয়ে দিতে পারে :-
* মহুয়ার দেশের বর্ণনা দাও। মহুয়ার দেশকে কেন্দ্র করে কবির স্বপ্ন বিলাস ও স্বপ্নভঙ্গের কাহিনী লেখো।
আমি দেখি
১. কবিতার বিষয়বস্তু খুব ভালো করে পড়ে রাখবে। [আমার দরকার শুধু গাছ দেখা/চোখ তো সবুজ চায়]
ক্রন্দনরতা জননীর পাশে
১. জননী কেন ক্রন্দনরতা ? এই পরিস্থিতিতে কী করনীয় বলে কবি মনে করেছেন ? [নমুনা প্রশ্ন]
তো এই ছিল আজকের দ্বাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ কবিতার সাজেশন। এই কবিতা গুলি থেকে সাজেশন বের করা সত্যিই অনেক কঠিন একটা ব্যাপার। কেননা তোমাদের এই কবিতাগুলি কিন্তু সত্যি অনেক গুরুত্বপূর্ণ। কবিতার প্রত্যেকটি লাইন তোমাদের পরীক্ষার জন্যে ইম্পর্টেন্ট।
[su_note note_color=”#f2f26b” text_color=”#112cf9″ radius=”0″]এই ধরণের বিভিন্ন বিষয়ের সাজেশন পেতে অবশ্যই আমাদের বাংলা সাজেশন ব্লগের সাথে যুক্ত থাকবেন।[/su_note]