উচ্চমাধ্যমিক ২০২৩ ছাত্র-ছাত্রীদের জানানো হলো প্রাকটিক্যাল পরীক্ষার তারিখ!
HS practical exam date:
যে সমস্ত ছাত্র-ছাত্রীরা 2023 এ উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তরফ থেকে নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশনে জারি করা সমস্ত তথ্য বিস্তারিতভাবে নিচে দেওয়া হল।
2023 উচ্চমাধ্যমিকের ব্যবহারিক পরীক্ষা সম্পর্কিত নির্দেশবলী
২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের প্রাকটিক্যাল পরীক্ষা 5-12-2022 থেকে 21-12-2022 এই তারিখের মধ্যে নেওয়া হবে। এই প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র ২৩ শে নভেম্বর থেকে সমস্ত স্কুলে বিতরণ শুরু হবে।
২০২৩ সালে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা প্র্যাকটিকাল এর পরীক্ষা দেওয়ার পর তারা যে মার্কস পাবে তা স্কুলকে 02-01-2023 তারিখ থেকে 10-01-2023 তারিখের মধ্যে পর্ষদ কে পাঠাতে হবে। এর সঙ্গে যে সমস্ত প্রার্থীরা আগেও উচ্চমাধ্যমিক প্রাকটিক্যাল পরীক্ষাই পাশ হয়েছে কিন্তু কোন কারণে উচ্চমাধ্যমিকে পাস হতে পারেনি তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে এ বছর তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার কোন প্রয়োজন নেই।
মিউজিক এবং ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট এই দুটি সাবজেক্ট এর ক্ষেত্রে দুটি সাবজেক্টে প্র্যাকটিকাল পরীক্ষা যার যার নিজেদের স্কুলে নেওয়া হবে এবং এই বিষয়ের শিক্ষক শিক্ষিকারা এই পরীক্ষা নেবেন এবং এর নম্বর পর্ষদ কে পাঠাবে। আর যদি সেই স্কুলে ওই সাবজেক্টের টিচার না থাকে তাহলে পার্শ্ববর্তী কোন স্কুল থেকে ওই শিক্ষকের নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে সেই টিচারকে এই পরীক্ষার জন্য নিয়োগ করতে পারবে।
প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় অবশ্যই তোমাদের সই করতে হবে সেটি তোমাদের স্কুলের শিক্ষকেরা করিয়ে নেবে। কোন ছাত্র যদি এই সময় অনুপস্থিত থাকে তাহলে সেই সাইনের জায়গায় অ্যাবসেন্ট বলে লিখে দিতে হবে। কোন পরীক্ষার্থী যদি এই প্রাক্টিক্যাল পরীক্ষা না দাও তাহলে তার মার্কশীট কিন্তু বের হবে না তা জানিয়েছে পর্ষদ।
২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রাকটিক্যাল খাতা উচ্চমাধ্যমিক পরীক্ষা সংসদ জমা নেবেন না বলে জানিয়েছে। যদি পরে কোন প্রয়োজন পড়ে তাহলে তারা ওই খাতা চেয়ে নেবেন।
ব্যবহারিক পরীক্ষা সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য সমস্ত বিদ্যায়তনকে সংশ্লিষ্ট আঞ্চলিক দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।
• Computer Copy 3 Region Copy আলাদা করবেন না।
• উপস্থিত ছাত্র-ছাত্রীর নির্দিষ্ট স্থানে Signature বাধ্যতামূলক।
• অনুপস্থিত ছাত্র-ছাত্রীর স্বাক্ষরের জায়গায় লাল কালিতে AB লিখতে হবে।
• কোন উত্তরপত্র সংসদে জমা দিতে হবে না।