হাইকোর্টে গ্রুপ সি, ডি পদে কর্মী নিয়োগ | বেতন ১৪৭০০ টাকা | ছেলে ও মেয়ে উভয়েই আবেদনযোগ্য
অষ্টম শ্রেণী পাশে জেলার আদালতে কর্মী রিক্রুট করা হচ্ছে যেখানে ছেলে ও মেয়ে আবেদন করতে পারবে।
রাজ্যের জেলা আদালতে অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন চাকরি প্রার্থী সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। অষ্টম শ্রেণী পাশে জেলার আদালতে কর্মী রিক্রুট করা হচ্ছে যেখানে ছেলে ও মেয়ে আবেদন করতে পারবে।
সুতরাং তোমাদের অষ্টম শ্রেণী পাশে চাকরি, মাধ্যমিক পাশে চাকরি, উচ্চমাধ্যমিক পাশে চাকরি ইত্যাদি সব কিছুই কিন্তু এই বিজ্ঞপ্তিতে রয়েছে।
কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে, কি কি ডকুমেন্টস লাগবে, আবেদন কিভাবে করবে ইত্যাদি জরুরী তথ্যগুলি জানিয়ে দেবো এই সমস্ত তথ্য, তাই জন্য আমাদের এই পোস্টটি শেষ পর্যন্ত অবশ্যই পড়বে। আর এই ধরনের চাকরির খবর সরাসরি পেতে আমাদের বাংলা সাজেশন ব্লগের নোটিফিকেশন অবশ্যই Allow করে দেবে।
তো এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 22 শে জুলাই 2022 তারিখে। বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের জেলা আদালতে সম্পূর্ণ কন্ট্রাক্টচুয়াল বেসিসে লোক নিয়োগ করা হচ্ছে। তো চলো জেনে নিই কি কি পোস্ট রয়েছে।
তোমরা নিচের দেওয়া ছকটি ভালো করে লক্ষ্য কর। সেখানে দেখতে পাবে তোমাদের কি কি পোস্ট রয়েছে, সেই সেই পোস্টে কত শূন্যপদ রয়েছে, কোথায় তোমাদের নিয়োগ হবে, প্রতি মাসে বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন ইত্যাদি সমস্ত কিছু দেওয়া রয়েছে।
[su_heading size=”10″ align=”left” margin=”10″]আবেদন কবে থেকে শুরু?[/su_heading]
তোমাদের এই নাইট গার্ড পোষ্টের জন্য আবেদন কিন্তু শুরুর হয়ে গিয়েছে। 25 শে জুলাই 2022 থেকে এই আবেদন শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখুনি তো আদের আবেদন শুরুর করে দাও।
[su_heading size=”18″ align=”left” margin=”10″]আবেদন শেষ কবে?[/su_heading]
জেলা আদালতে আবেদনের জন্যে শেষ তারিখ হলো 9 আগস্ট 2022 তারিখ পর্যন্ত। এই তারিখের পড়ে কিন্তু তোমরা আবেদন জানাতে পারবে না।
অষ্টম শ্রেণী পাশের ক্যান্ডিডেট থেকে শুরু করে মাধ্যমিক পাশ ও উচ্চমাধ্যমিক পাশ সবাই কিন্তু এখানে আবেদন জানতে পারবে। আলাদা আলাদা পোষ্টের জন্যে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার সাথে তোমরা এখানে আবেদন করতে পারবে।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে অষ্টম শ্রেণী পাশে চাকরি | বেতন ১২০০০ টাকা | অষ্টম শ্রেণী পাশে চাকরি
→ বিনামূল্যে মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরি, বেতন রয়েছে ১৯৯০০ টাকা
[su_heading size=”10″ align=”left” margin=”10″]সিলেকশন প্রসেস কেমন?[/su_heading]
সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের বলে দেওয়া রয়েছে তোমাদের কিন্তু সবার প্রথমে ৮০ নম্বরের রিটেন টেস্ট হয়ে যাবে। সবার প্রথমে তোমাদের বেঞ্চ ক্লার্ক এবং LDC টাইপিস্ট এর জন্যে রিটেন টেস্ট হয়ে যাবে। তারপরে তোমাদের কম্পিউটার টেস্ট রয়েছে এবং সেই কম্পিউটার টেস্টে সিলেক্ট হওয়ার পরে কিন্তু তোমাদের ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি কনফার্ম হয়ে যাবে।
অর্ডারলি এবং নাইট গার্ড পোষ্টের জন্যে তোমাদের এখানে পার্সোনালিটি টেস্ট হয়ে হবে।
তোমাদেরকে বলে রাখি তোমরা অবশ্যই আবেদন করার আগে ভালো করে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটি পড়ে নেবে। সে বিজ্ঞপ্তি পড়ার পরে কিন্তু তোমরা আবেদন করবে।
[su_heading align=”left” margin=”10″]কিভাবে আবেদন করবে?[/su_heading]
জেলা আদালতে প্রকাশিত হওয়া এই বিজ্ঞপ্তিতে আবেদন করার প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে বিনামূল্যে এখানে আবেদন জানাতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোন ছেলে ও মেয়ে চাকরিপ্রার্থী এখানে আবেদন জানাতে পারবে।
অন্যান্য বিজ্ঞপ্তি:- টাটা স্টিল ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট ২০২২ | ১৭, ৫০০ বেতনের টাটা স্টিলের নতুন চাকরির বিজ্ঞপ্তি
যে ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে তার লিংক অবশ্যই আমরা এই পোস্টের শেষে দিয়ে দেব।
[su_heading size=”18″ align=”left” margin=”10″]জরুরী লিঙ্ক[/su_heading]
অফিসিয়াল ওয়েবসাইট:- https://hooghly.nic.in/
অফিসিয়াল নোটিশ:- https://bit.ly/3OBaYbG
[su_note note_color=”#f2f2e6″ text_color=”#112cf9″ radius=”0″]এই ধরনের চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই বাংলা সাজেশন ব্লগে নোটিফিকেশনটি এলাও করে নেবে এবং যদি এই তথ্যটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবে।[/su_note]