স্কুলে গ্রুপ ‘ডি’ এবং গেস্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ – WB Job Recruitment 2022

আপনি কি স্কুলের চাকরি খুঁজছেন? তাহলে এটি আপনার জন্য। পশ্চিমবঙ্গের একটি সরকারি স্কুল থেকে প্রকাশিত একটি নতুন চাকরির নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার সহ বিভিন্ন গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন চাকরিপ্রার্থী সরাসরি এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তাও সম্পূর্ণ বিনামূল্যে।

Guest Teacher and Group 'D'

স্কুলের নাম : Eklavya Model Residential School এ নতুন অ্যাসিস্ট্যান্ট টিচার এবং গ্রুপ ডি পদে নিয়োগ করানো হচ্ছে।

গেস্ট টিচার

কোন কোন পোস্টে রিক্রুট করানো হচ্ছে:

গেস্ট টিচার (Life science, mathematics, economics, chemistry, physics) পদে রিক্রুট করানো হচ্ছে।

শূন্য পদ: গেস্ট টিচার এর ক্ষেত্রে প্রত্যেকটি পদে একটি করে শূন্য পদ রয়েছে।

বেতন: গেস্ট টিচারের ক্ষেত্রে এখানে প্রত্যেক মাসে 12,000 টাকা করে স্যালারি দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: গেস্ট টিচারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে প্রত্যেকটি সাবজেক্ট এর ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট থাকতে হবে এবং সঙ্গে বি.এড ডিগ্রী ও কমপ্লিট থাকতে হবে।

বয়স সীমা: গেস্ট টিচারের ক্ষেত্রে এখানে বয়সীমা 18 বছর থেকে 40 বছর মধ্যে থাকতে হবে। সঙ্গে আপনারা যদি SC, ST, অথবা OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন।

                  Group ‘D’

কোন কোন পোস্টে রিক্রুট করানো হচ্ছে: Laboratory Attendant , Cook for Hostels, Helper to Cook, Sweeper এই সমস্ত পোস্টে রিক্রুট করানো হচ্ছে।

শূন্যপদ: Laboratory Attendant→ 01
Cook for Hostels→ 03
Helper to Cook→ 01
Sweeper→ 01

শিক্ষাগত যোগ্যতা: গ্রুপ ডি পোস্ট এর ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে 8 পাস। অর্থাৎ 8 পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন।

চাকরির খবর → রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে হসপিটালে নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে- WB Hospital Recruitment 2022

বেতন : Laboratory Attendant→ 15,000
Cook for Hostels→ 12,000
Helper to Cook→ 11,000
Sweeper→ 11,000

বয়স সীমা: গ্রুপ ডি পোস্ট এর ক্ষেত্রে আপনার বয়সসীমা এখানে চাওয়া হয়েছে 18 থেকে 40 বছর এর মধ্যে। সঙ্গে আপনারা যদি SC, ST, অথবা OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন।

Mode of Selection: এখানে কিন্তু সম্পূর্ণভাবে দুটি পোস্ট এর ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এখানে রিক্রুট করানো হবে। সঙ্গে এখানে ডেট এবং প্লেস অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া রয়েছে আপনারা বিস্তারিতভাবে পড়ে নেবেন।

আবেদন প্রক্রিয়া: আবেদন প্রক্রিয়া এখানে সম্পূর্ণ অফলাইনে। অফলাইনে আবেদন করার জন্য আপনারা অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে আপনারা যে পোস্টে আবেদন করতে ইচ্ছুক সেই পোস্টের নোটিফিকেশনের নিচে ফরম দেওয়া রয়েছে যেটি আপনারা A4 পেজে প্রিন্ট আউট করে সেটিকে ভালোভাবে ফিলাপ করে সাথে সব যাবতীয় ডকুমেন্টস এর জেরক্স দিয়ে মুখ বন্ধ খামের মধ্যে দিয়ে সেটিকে নোটিফিকেশনে দেওয়া এড্রেসে স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট এ দিয়ে দেবেন।

তারিখ : এখানে কিন্তু দুটি পোষ্টের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ 18 ই নভেম্বর পর্যন্ত।

আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিলাপ করে শুধুমাত্র রেজিস্টার অথবা স্পিড পোস্টের মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে অফিশিয়াল নোটিফিকেশনে দেওয়া এড্রেসে পাঠিয়ে দেবেন। অফিসিয়াল নোটিফিকেশনে সমস্ত ডকুমেন্টস যা যা আপনার লাগবে এবং এড্রেস সমস্ত কিছু দেওয়া রয়েছে আপনারা বিস্তারিত ভাবে একটু পড়ে নেবেন।

Official website: Link Here

Official notification (Guest teacher): Link Here

Official notification ( Group ‘D’): Link Here

Back to top button