রাজ্যে বিভিন্ন ট্রেডে কর্মী নিয়োগ – GRSE সরকারি সংস্থায় মাধ্যমিক পাশে চাকরি
মাধ্যমিক পাস যোগ্যতায় একাধিক পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে এই কোম্পানিতে
মাধ্যমিক পাশে চাকরি :- চলে এসেছি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে Garden Reach Shipbuilders and Engineers LTD. কোম্পানি থেকে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় একাধিক পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে এই কোম্পানিতে। এবং এখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন চাকরি প্রার্থী সরাসরি আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে।
বলে রাখি এখানে আবেদন করতে কোন রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই সুতরাং খুবই সহজ পদ্ধতিতে তোমরা এখানে চাকরি পেতে পারো। তাই তোমাদেরকে বলছি অবশ্যই আজকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়বে। কেননা আজকে এই পোস্টে এই কোম্পানি থেকে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটির সম্পূর্ণভাবে আলোচনা করতে চলেছি।
যদি তোমাদের এই চাকরীর বিজ্ঞপ্তিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ক্লাসমেট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি সরাসরি পেতে অবশ্যই আমাদের বাংলা সাজেশন সাইটের নোটিফিকেশন অন করে নেবেন।
সবার প্রথমে বলে রাখি এই অফিশিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে Garden Reach Shipbuilders and Engineers LTD. কোম্পানি থেকে। এই নোটিফিকেশনটি কিন্তু কলকাতা হেড অফিস থেকে প্রকাশিত করা হয়েছে। অর্থাৎ তোমাদের পোস্টিং কিন্তু কলকাতাতেই হয়ে যাবে। এবং এখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন চাকরিপ্রার্থী ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে।
শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন জানাতে পারবে (মাধ্যমিক পাশে চাকরি)। নোটিফিকেশনের শুরুতে কিন্তু তোমাদের নোটিফিকেশন নম্বর দেওয়া রয়েছে এবং তার নিচে লিখে দেওয়া রয়েছে Engagement of Trade Apprentice, Graduate Apprentice & Technician Apprentice.
এখানে কিন্তু তোমাদের সরাসরি অনলাইনে আবেদন করতে হবে এবং বলে রাখে অনলাইনে আবেদন কিন্তু তোমাদের অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। ১৬ই জুলাই ২০২২ তারিখ থেকে কিন্তু তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং এই অনলাইনে রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট রয়েছে 05/08/2022 ।
এখানে কিন্তু পুরো টোটাল মিলিয়ে শূন্য পদ রয়েছে 249 টি অর্থাৎ 249 টি অ্যাপ্রেন্টাইজ নিয়োগ করা হবে। এখানে কিন্তু ট্রেড অ্যাপ্রেন্টাইজ, গ্রাজুয়েট অ্যাপ্রেন্টাইজ এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টাইজ এই তিনটি মিলিয়ে তোমাদের টোটাল 249টি অ্যাপ্রেন্টাইজ নিয়োগ করা হবে।
নতুন চাকরির সুযোগ:- 6432টি শূন্যপদে বিভিন্ন ব্যাংকে কর্মী নিয়োগ শুরু | IBPS New Bank Jobs 2022
এখানে কিন্তু সবার প্রথমে আপনাদের বিভিন্ন পোস্ট এর জন্য ট্রেনিং করানো হবে। অর্থাৎ বিভিন্ন ধরনের ট্রেডে আপনাদের রিক্রুটমেন্ট করানো হবে। এখানে আপনারা যারা আইটিআই কমপ্লিট করেছেন তারাও আবেদন করতে পারবেন এবং যারা আইটিআই কমপ্লিট করনি অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেও কিন্তু আবেদন করতে পারবে।
- পশ্চিমবঙ্গে ২৫ হাজার শূন্য পদে চাকরি | উৎকর্ষ বাংলায় নতুন কর্মী নিয়োগ | PBSSD Jobs
- বিনামূল্যে মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরি, বেতন রয়েছে ১৯৯০০ টাকা
সবার প্রথমে তোমাদের জানিয়ে দেবো ট্রেট অ্যাপ্রেন্টাইজ এর ব্যাপারে।
1) Trade Apprentice (Ex-ITI)
যোগ্যতা – এখানে আপনারা যদি মাধ্যমিক পাশ করে থাকেন এবং আপনাদের রিলেটেড ফিল্ডের ওপরে যদি আইটিআই কমপ্লিট করা থাকে তাহলেই আপনারা এই কোর্সগুলি করতে পারবেন।
শূন্যপদ – এখানে তোমাদের টোটাল শূন্য পদ রয়েছে 163 টি।
কোন কোন ফিল্ডের জন্য তোমাদের ট্রেনিং করানো হবে এবং কি কি ট্রেড রয়েছে সেগুলি অবশ্যই নিচের ছকটিতে দেখে নেবেন।
কতদিনের ট্রেনিং – 12 মাসের ট্রেনিং করানো হবে।
বয়সসীমা – আপনাদের বয়স শুধু 14 বছর থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে তবে কিন্তু আপনারাই এখানে আবেদন করতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া – এখানে আবেদন করতে আপনাদের সবার প্রথম অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে তারপরে আপনাদের লগইন করে এখানে আবেদন করতে হবে।
2) Trade Apprentice (Fresher)
এবার বলে দেবো Trade Apprentice ফ্রেশার পদের ব্যাপারে। যেখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাতেই আবেদন করতে পারবেন।
শূন্যপদ – এখানে টোটাল শূন্যপদ রয়েছে 40টি।
ট্রেড – ফিটার, ওয়েল্ডার (গ্যাস এবং ইলেকট্রিক), ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার, মেসিনীস্ট ইত্যাদি ট্রেডে রিক্রুট করা হচ্ছে।
যোগ্যতা – আপনারা যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন।
বয়সসীমা – বয়স সীমার ক্ষেত্রে বলে রাখি ১৪ বছর থেকে কুড়ি বছর বয়সের মধ্যে কিন্তু আপনারা আবেদন জানাতে পারবেন। এবং SC,ST,OBC,PH ক্যান্ডিডেটদের সরকারি নিয়ম অনুযায়ী যেরকম বয়সের ক্ষেত্রে ছাড় থাকে সেই ছাড় কিন্তু এখানেও প্রত্যেকটির ক্ষেত্রে থাকবে।
আবেদন প্রক্রিয়া অবশ্যই সবার ক্ষেত্রে সমান।
3) Graduate Apprentice
তোমাদের গ্র্যাজুয়েট আপ্রেন্টাইজ পোস্টে রিক্রুট করা হচ্ছে। যেখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডের ওপরে।
শূন্যপদ – টোটাল শূন্যপদ রয়েছে 16টি
যোগ্যতা – অবশ্যই আপনাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট থাকতে হবে রেলেভেন্ট ফিল্ডের ওপরে।
ট্রেড – মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার সাইন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং। এই ট্রেডগুলিতেই কিন্তু তোমাদের নিয়োগ করা হবে।
বয়সসীমা – এখানে বয়সের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে 18 বছর থেকে 26 বছরের হয়ে থাকলে আবেদন করতে পারবেন।
ট্রেনিং কত দিনের – 12 মাসের তোমাদের ট্রেনিং করানো হবে।
4) Technician Apprentice
তোমাদের কিন্তু টেকনিশিয়ান অ্যাপ্রেন্টাইজ পোস্টেও রিক্রুট করা হচ্ছে।
শূন্যপদ – এই পোস্টে কিন্তু তোমাদের ৩০ টি শূন্য পদ রয়েছে।
যোগ্যতা – এখানেও কিন্তু তোমাদের যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে হবে। রিলেবেন্ড ফিল্ডের ওপরে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা থাকলে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন।
ট্রেড – মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। এই ট্রেড গুলিতে তোমাদের নিয়োগ করা হবে।
ট্রেনিং কত দিনের – 12 মাসের তোমাদের ট্রেনিং করানো হবে।
বয়সসীমা – এখানেও কিন্তু বয়সের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে 18 বছর থেকে 26 বছরের হয়ে থাকলে আবেদন করতে পারবেন।
(Notes: SC/ST/OBC/PH ক্যান্ডিডেট হয়ে থাকলে সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছর, তিন বছর, ১০ বছরের ছাড় পেয়ে যাবেন।)
আবেদনের শেষ তারিখ – উপরে দাও প্রত্যেকটি পোস্টে আবেদন করার লাস্ট ডেট 5 আগস্ট 2022।
- জুলাই মাসে প্রকাশিত সেরা চাকরির খবর | July Month New Job Updates 2022
- উচ্চমাধ্যমিকের পরে কোন কোন চাকরি রয়েছে | দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই জেনে নিন
Stipend কেমন দেওয়া হবে?
এখানে কিন্তু আপনাদের ট্রেনিং চলাকালীন প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে। যেটি আপনারা নিচের ছকে দেখতে পারবেন।
জরুরী লিঙ্ক
অফিসিয়াল নোটিশ – https://bit.ly/3vwz0xN
রেজিষ্টার করুন – https://bit.ly/3Jtbash
আবেদন করুন – https://bit.ly/3vBYVUD
[su_note note_color=”#f2f26b” text_color=”#112cf9″ radius=”0″]এই ধরনের চাকরির আপডেট সরাসরি সবার আগে পেতে অবশ্যই আমাদের বাংলা সাজেশন সাইটের নোটিফিকেশন অন করে নেবেন।[/su_note]